Wednesday, 18 May 2022

ভূমি মন্ত্রীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগ

 




ভূমি মন্ত্রীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগ


জিবি টিভি সহ কর্মী  সরওয়ার হোছাইন মানিক 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, বীর চট্টলার গর্ব, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, জননন্দিত জননেতা জনাব আলহাজ্ব 

সাইফুজ্জামান  চৌধুরী জাবেদ এম পি মহোদয়ের সচিবালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের নব গঠিত কমিটির সম্মানিত সভাপতি, জনাব,মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা,এম.শাহনেওয়াজ চৌধুরী।  এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি জনাব,নুরুল আমিন মানিক ও সাধারণ সম্পাদক, রত্নাকর দাস টুনু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ড্রেনেজ ব্যবস্থাসহ পৌরসভার নানামুখী উন্নয়নে কাজ করতে চান এড. আবুল কাশেম

 

ড্রেনেজ ব্যবস্থাসহ পৌরসভার নানামুখী উন্নয়নে কাজ করতে চান এড. আবুল কাশেম



আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীরা মঙ্গলবার মনোনয়ন জমাদানের শেষ দিনে তাদের কর্মী, সমর্থক, এলাকাবাসী ও শুভাকাংখীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন জমা করেন।

এ সময় উপজেলা চত্বর প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।

নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাশেম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ভোটাররা যদি তাকে সৎ ও যোগ্য মনে করেন তবেই তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং নির্বাচিত হলে পৌরসভার গুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার দিয়ে করে যাবেন।

আগামীকাল মনোনয়ন বাছাই, ২৬ মে প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

বাকেরগঞ্জ বখাটে ইদ্রিস এর বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা

 বাকেরগঞ্জ বখাটে ইদ্রিস এর বিরুদ্ধে  শ্লীলতাহানি মামলা 



বাকেরগঞ্জ প্রতিনিধি//

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে গত ১২ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: নাছির হাওলাদারের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় প্রতিপক্ষরা। হামলার ঘটনায় বাকেরগঞ্জ থানায় আহত মুকুল বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- জিআর ৭৮/২২।


বাকেরগঞ্জ থানার এজাহার সূত্রে জানা যায়, কলসকাঠী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বেবাজ গ্রামের নাছির হাওলাদার ও প্রতিপক্ষ মো: হাবিবুর রহমান মুনসীর সাথে জমি জমা নিয়ে দির্ঘদিন আদালতে মামলা চলমান। গত ১২ মে অবিরোধী জমি জমা জবর দখল ও জমিতে থাকা গাছপালা কাটিয়া নেয়ার অপচেষ্টা চালায় প্রতিপক্ষরা। নাছির হাওলাদারের স্ত্রী মুকুল বেগম বাঁধা দিতে গেলে মো: হাবিবুর রহমান মুনসী তার স্ত্রী পারভীন বেগম, পুত্র ইদ্রিস হোসেন, মেয়ে আয়সা বেগম অতর্কিত হামলা চালায়। হামলাকারী ইদ্রিস হোসেন হামলা চলাকালে দুই হাত দিয়ে মুকুল বেগমের কলা চাপে ধরে হত্যার চেষ্টা চালায় ও শ্লীলতাহানি ঘটায়। এই চারজনের বিরুদ্ধে মুকুল বেগম বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠানরত




 ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠানরত 'সবার জন্য, সবসময়, সর্বত্র পানি, স্যানিটেশন এবং পরিচ্ছন্নতা বিষয়ক সম্মেলনের মন্ত্রী পর্যায়ের সভা'য় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি (তারিখঃ বুধবার, ১৮ মে ২০২২)।

Tuesday, 17 May 2022

 

১৭ মে (মঙ্গলবার) দুপুরে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা করেন তিনি।



বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন ছিলো আজ। শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোঃ আব্দুস শুকুর। ১৭ মে (মঙ্গলবার) দুপুরে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা করেনো তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস, উদ্দিন, সদস্য জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, সহ সভাপতি সালেহ আহমদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল বাসেত, সাধারণ সম্পাদক এবাদ আহমদ সহ জেলা, উপজেলা,পৌর ও ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠন এবং বিভিন্ন গ্রামের মুরব্বিয়ান ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে আব্দুস শুকুর বলেন, বিগত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যে ভরসায় নৌকা দিয়েছিলেন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দরা সে নির্বাচনে যে প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিলেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। কাউকে লজ্জায় ভাসাইনি। সকল প্রতিশ্রুতি পুরন করতে নিরলস ভাবে কাজ করেছি। জননেত্রীর যে স্বপ্ন ছিলো গ্রামকে শহরে রুপান্তর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছি। সেজন্য আবারও আমাকে দল মনোনীত করেছে। তাই পুনরায় নির্বাচিত হয়ে সকলকে নিয়ে নান্দনিক পৌরসভা গড়তে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

নৌকা শুধু কোনো ব্যক্তির নয় নৌকা বঙ্গবন্ধুর, নৌকা জননেত্রী শেখ হাসিনার, নৌকা বাংলার সকল মানুষের। এজন্য যোগ্য ব্যক্তির হাতেই শেখ হাসিনা এই নৌকা প্রতীক তুলে দিয়েছেন৷ তাই সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বলেন, বিগত নির্বাচনে আব্দুস শুকুরকে জননেত্রী নৌকা প্রতীক দিয়েছিলেন। সেই নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত পৌরসভাকে বাসযোগ্য ও নান্দনিক করেছেন তিনি। যে উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো সেই উন্নয়ন আপনারা পেয়েছেন।

এছাড়াও দলীয় মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী হয়েছেন তারা অবশ্যই তা প্রত্যাহার করবেন বলে অনুরোধ জানিয়ে জেলা নেতৃবৃন্দরা বলেন, যারা বিদ্রোহী হয়েছেন তারা ত্যাগী কর্মী সাবেক ছাত্রনেতা অবশ্যই তাদের জন্য সামনে আরও সুযোগ রয়েছে৷ তাই তাদেরকে দলের কমান্ড রাখার অনুরোধ জানান তারা।

এর আগে গত ১৩ মে (শুক্রবার) গণ ভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আব্দুস শুকুরকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। এবং ১৫ মে রবিবার সিলেট জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তাকে দলীয় মনোনয়ন পত্র প্রদান করা হয়।


সিলেট নগরীতে বন্যার্ত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাসা-বাড়ি বিশেষ করে বিভিন্ন কলোনীতে পানি ওঠায় লোকজন ছুটছেন আশ্রয়কেন্দ্রে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে খোলা হয়েছে দুটি আশ্রয়কেন্দ্র।

 




সিলেট নগরীতে বন্যার্ত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাসা-বাড়ি বিশেষ করে বিভিন্ন কলোনীতে পানি ওঠায় লোকজন ছুটছেন আশ্রয়কেন্দ্রে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে খোলা হয়েছে দুটি আশ্রয়কেন্দ্র।

সোমবার (১৬ মে) সন্ধ্যার পর থেকে সিলেট নগরীতে বন্যার পানি প্রবেশ করতে থাকে। বন্যার পানিতে এরই মধ্যে উপশহর, তালতলা, কানিশাইল এবং দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পানিবন্দী লোকজন ঘর-বাড়ির জিনিসপত্র সামলাতে গিয়ে পড়েছেন বিপাকে।

মঙ্গলবার (১৭ মে) সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেড়েছে নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

উজানে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার লক্ষাধিক মানুষ।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি সিলেট ও কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার প্রায় দেড় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগের দিনের চেয়ে বেড়েছে। বেড়েছে কুশিয়ারা নদীর পানিও।

নদীর পানি উপচে সোমবার থেকেই তলিয়ে যেতে শুরু করেছে নগরের বিভিন্ন এলাকা। মঙ্গলবার প্লাবিত এলাকার পানি আরও বেড়েছে। নগরের উপশহর, তেররতন, মেন্দিবাগ, ছড়ার পাড়, সোবহানিঘাট, মাছিমপুর, তালতলা, কালিঘাট, কাজিরবাজার, শেখঘাট, লালাদীঘির পাড়, জামতলাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

সকালে নগরের উপশহর এলাকায় গিয়ে দেখা যায়, অভিজাত এই এলাকার প্রধান সড়কে হাঁটুর ওপরে পানি। পানি ঢুকে পড়েছে আশপাশের দোকানপাট ও এলাকার বাসাবাড়িতেও। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

উপশহরের বি ব্লকের ব্যবসায়ী আজমল আলী বলেন, “দোকানের ভেতরে হাঁটুর ওপরে পানি। কাল রাতেও পানি ছিল না। সকালে এসে দেখি দোকানে পানি ঢুকে সব মালপত্র ভিজে গেছে”।

এই এলাকার বাসিন্দা রোম্মান আহমদ বলেন, “প্রতি মিনিটে পানি বাড়ছে। এত দ্রুত পানি বাড়তে আগে দেখিনি। আমাদের ঘরের নিচতলা তলিয়ে গেছে। আমরা দোতলায় আশ্রয় নিয়েছি”।

সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন মো. কামরুজ্জামান। তিনি বলেন, “বাসা থেকে বের হয়ে দেখি চারদিকে পানি। সড়ক ডুবে যাওয়ায় কোনো যানবাহন চলছে না। তাই মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারিনি”।

নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া ও নগরে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানিতে নগর তলিয়ে গেছে বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। তিনি বলেন, “জরুরি ভিত্তিতে নদী খনন করা প্রয়োজন। না হলে প্রতি বছরই এমন দুর্ভোগ পোহাতে হবে মানুষকে”।

বন্যাকবলিতদের জন্য নগরের কিশোরী মোহন ও মাছিমপুর বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আজিজুর রহমান।

এদিকে বন্যায় আগেই প্লাবিত হয়ে পড়া পাঁচ উপজেলা সিলেট সদর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসহকারী প্রকৌশলী নিলয় পাশা বলেন, “উজানে প্রচুর বৃষ্টি হচ্ছে। ফলে নদীর পানি দ্রুত বাড়ছে। এই বিষয়টা আতঙ্কের। এই সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে”।

সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবর রহমান বলেন, “বন্যার্তদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন উপজেলায় আশ্র‍য়কেন্দ্র খোলা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি”।

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। নিয়ন্ত্রিত জীবন যাপন দীর্ঘকাল বেঁচে থাকার প্রধান নিয়ামক

 

মো আব্দুলমুকিত   



আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। নিয়ন্ত্রিত জীবন যাপন দীর্ঘকাল বেঁচে থাকার প্রধান নিয়ামক। আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন তবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধটি প্রতিদিন নিয়ম করে খেতে ভুলবেন না। ঔষধ খেয়ে যদি আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় তবুও সেই ঔষধ বন্ধ করা আপনার জন্য বিপদজনক হতে পারে। চিকিৎসক এর পরামর্শ ছাড়া কখনোই ঔষধ বন্ধ করবেন না।

"সঠিকভাবে রক্তচাপ মাপুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ জীবন লাভ করুন।"

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...