Tuesday, 17 May 2022

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। নিয়ন্ত্রিত জীবন যাপন দীর্ঘকাল বেঁচে থাকার প্রধান নিয়ামক

 

মো আব্দুলমুকিত   



আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। নিয়ন্ত্রিত জীবন যাপন দীর্ঘকাল বেঁচে থাকার প্রধান নিয়ামক। আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন তবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধটি প্রতিদিন নিয়ম করে খেতে ভুলবেন না। ঔষধ খেয়ে যদি আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় তবুও সেই ঔষধ বন্ধ করা আপনার জন্য বিপদজনক হতে পারে। চিকিৎসক এর পরামর্শ ছাড়া কখনোই ঔষধ বন্ধ করবেন না।

"সঠিকভাবে রক্তচাপ মাপুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ জীবন লাভ করুন।"

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...