Showing posts with label বড়লেখায় উপজেলার ৬ দোকানকে ৭৪ হাজার টাকা জরিমানা. Show all posts
Showing posts with label বড়লেখায় উপজেলার ৬ দোকানকে ৭৪ হাজার টাকা জরিমানা. Show all posts

Thursday, 19 May 2022

বড়লেখায় উপজেলার ৬ দোকানকে ৭৪ হাজার টাকা জরিমানা

বড়লেখায় ৬ দোকানকে ৭৪ হাজার টাকা জরিমানা


বড়লেখার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজারসহ বিভিন্ন জায়গায় বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া একটি হোটেলে খাদ্যে পোকা পেয়ে অভিযোগ করে ৩৫০০ টাকা পেলেন শাকিল আকন্দ নামক এক যুবক। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।

অতিরিক্ত দামে তেল বিক্রি, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি, প্রতিশ্রæতি অনুযায়ী পণ্যবিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেলওয়ে মার্কেটের মেসার্স বাছিত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স রাজুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারের সাজু রাজু এন্ড রাতিন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আল্লাহর দান ষ্টোরকে ৫ হাজার টাকা, কাঁঠালতলী বাজারের মেসার্স রেদওয়ান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকরভাবে খাদ্য পরিবেশন ও খাদ্যের মধ্যে পোকা পাওয়ায় শাকিল আকন্দের অভিযোগের প্রেক্ষিতে জুড়ী উপজেলা চত্বরের নিউ মিনিষ্টার রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে ২৫% হিসাবে ৩৫০০ টাকা তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...