হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন কাতার প্রবাসী আজমল আলী
মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্ট (সিলেট):
সময়টা স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন কাতার প্রবাসী আজমল আলী। বুধবার দুপুরে সিলেটের জৈন্তাপুর থেকে হেলিকপ্টারে চড়ে বিকেলে কানাইঘাট থেকে কনে মোছাঃ কুলছুমা বেগমকে নিয়ে ফেরেন বর আজমল আলী।
জানা যায়, দুপুরে জৈন্তাপুরের (হরিপুর) শিকারখাঁ বরের বাড়ির পাশ্ববর্তী একটি মাঠ থেকে কনেকে আনতে হেলিকপ্টারে কানাইঘাটের নিজ চাউরা উত্তর কনের বাড়িতে যান বর। বিকেলে কনেকে নিয়ে একই মাঠে অবতরণ করেন তিনি। এদিকে এ দম্পতিকে দেখতে ভিড় করেছেন শতাধিক উৎসুক মানুষ। ভিড় সামলাতে ও নিরাপত্তা দিতে কাজ করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, আজমল আলী কাতার প্রবাসী। তিনি জৈন্তাপুর উপজেলার (হরিপুর) শিকারখাঁ গ্রামের বাসিন্দা মরহুম আলহাজ্ব আব্দুন নুর'র ছেলে।
এছাড়া কনে মোছাঃ কুলছুমা বেগম কানাইঘাট উপজেলার নিজ চাউরা উত্তর গ্রামের সামছুল ইসলাম'র মেয়ে।
বরের বড় ভাই আবু তালিব বলেন, তারা যেন দাম্পত্য জীবনে সুখ-শান্তিতে কাটাতে পারে সে জন্য সবাই দোয়া করবেন। আমরা তার সফলতা কামনা করি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর আগে থেকেই পুলিশকে অবগত করেছিলেন বরের পক্ষ। তাই নিরাপত্তার জন্য মাঠে পুলিশ যায়।