Wednesday, 18 May 2022

ড্রেনেজ ব্যবস্থাসহ পৌরসভার নানামুখী উন্নয়নে কাজ করতে চান এড. আবুল কাশেম

 

ড্রেনেজ ব্যবস্থাসহ পৌরসভার নানামুখী উন্নয়নে কাজ করতে চান এড. আবুল কাশেম



আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীরা মঙ্গলবার মনোনয়ন জমাদানের শেষ দিনে তাদের কর্মী, সমর্থক, এলাকাবাসী ও শুভাকাংখীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন জমা করেন।

এ সময় উপজেলা চত্বর প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।

নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাশেম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ভোটাররা যদি তাকে সৎ ও যোগ্য মনে করেন তবেই তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং নির্বাচিত হলে পৌরসভার গুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার দিয়ে করে যাবেন।

আগামীকাল মনোনয়ন বাছাই, ২৬ মে প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...