Sunday, 31 July 2022

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে নিসচার জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে নিসচার জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা 

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ 
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৭ ঘটিকায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ট্রাফিক সহকারী সার্জন বিপ্লব দাস, নিসচার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, পৃষ্টপোষক মোঃ কবির হোসেন, মোহাম্মদ হানিফ পারভেজ, শরফ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, আসাদ উদ্দিন, এনাম উদ্দিন, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক অসীম কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য সাইদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অতিথিবৃন্দরা সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, পরিবহন শ্রমিক, জনপ্রতিনিধি, জনসাধারণসহ বিভিন্ন পেশাজীবিদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির, পরিবহন শ্রমিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্যোগ গ্রহণ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ যথাযথ বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

Friday, 29 July 2022

বিখ্যাত লিঙ্কলন ইন এর ব্যারিষ্টার হলেন বড়লেখার সন্তান সলিসিটর সালাহ উদ্দিন সুমন

বিখ্যাত লিঙ্কলন ইন এর ব্যারিষ্টার হলেন বড়লেখার সন্তান সলিসিটর সালাহ উদ্দিন সুমন

তাহমীদ ইশাদ রিপনঃ 
 
লন্ডনের লিঙ্কলন ইন এর ব্যারিষ্টার হিসাবে এনরোল হলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সন্তান মো. সালাহ উদ্দিন সুমন। বৃহস্পতিবার (২৮) জুলাই তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

ইতিপূর্বে তিনি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে কম্পিটেন্ট মার্ক্স্ সহকারে প্রোফেশনাল লিগ্যাল স্টাডি (এলপিসি) কোর্স সম্পন্ন করেন এবং পরবর্তীতে সলিসিটর হিসাবে এনরোল হোন। তিনি ২০১৭ ইং সালে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ল’ কনভার্সন ডিগ্রী (PGD in Law) কম্পিটেন্ট মার্ক্স্ সহকারে এবং ২০১২ ইং সালে ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। উচ্চ শিক্ষার লক্ষ্যে ব্রিটেন গমনের পূর্বে তিনি সিলেট এমসি কলেজ থেকে গণিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবনে, তিনি সহ ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং ব্যারিস্টার সাঈদ হাসান মিলে ২০১৯ খ্রীঃ এর মে মাসে ''ল'মাটিক সলিসিটর নামে একটি ল ফার্ম প্রতিষ্ঠা করেন।

ইতিমধ্যে ফার্মটি তাঁর ইমিগ্রেশন, ফ্যামিলী, প্রপার্টি, কনভেয়নসিং, হাউসিং ও লিটিগেশন সহ আইনের প্রায় সকল বিষয়ে কমিউনিটির সেবা দক্ষতার সাথে দিয়ে যাচ্ছে ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তাঁর প্রতিষ্টিত ল 'ফার্ম এ তিঁনি সহ প্রায় ২৫ জন আইনজীবী কর্মরত রয়েছেন ।

উল্লেখ্য, তিঁনি বড়লেখা ও জুড়ী উপজেলার ব্রিটেন প্রবাসী একমাত্র সলিসিটর এবং ব্যারিস্টার যিনি প্রথম সলিসিটর ল'ফার্ম প্রতিষ্টা করার মত কৃতিত্ত্ব অর্জন করেছেন ।

মুঠোফোনে উঁনার অনুভুতি জানতে চাইলে বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা সরকারী চাকুরী হতে অবসরে ছিলেন , বাকি পাঁচ ভাই তখনও কর্ম জীবনে সফল হন নাই, টিক ঐ সময়টায় গণিতে মাষ্টার্স ডিগ্রী করার পরও উচ্চ শিক্ষার উদ্দ্যেশে মানুষ হওয়ার স্বপ্ন মনে ও আত্মবিশ্বাস নিয়ে লণ্ডনে আসি । আমি অত্যন্ত খুশী এর কারণ খোদার রহমতে দীর্ঘ বিরামহীন অক্লান্ত পরিশ্রম করে সলিসিটর ও ব্যারিষ্টার হতে পেরেছি এবং একজন সফল উদ্দ্যোক্তা হিসেবে ''ল'মাটিক সলিসিটর'' নামক ল' ফার্মটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি যেখানে প্রায় ২৫ জন আইনজীবীর কর্মসংস্থান হয়েছে । সর্বোপরি, আমার পেশাগত মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ হয়েছে বলে নিজেকে অতি সুভাগ্যবান মনে করি ।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিঁনি বলেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে, প্রতিযোগিতাপূর্ন পৃথিবীর জন্য বাস্তবতার আঙ্গিকে নিজেকে প্রস্তুত করতে, স্বল্প সময়ে জীবনে সফল হওয়ার তেমন কুনো গোপন সূত্র নাই । তিঁনি স্বপ্ন দেখতে বলেন এবং তা পূরণ করার নিমিত্তে দৃঢ় সংকল্প ও , সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার তাগীদ দেন, তাহলে একদিন সফলতা আসবেই ।

ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন এর জন্ম বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের নান্দুয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা মরহুম আজমল আলী তাপাদার পেশায় একজন পোস্ট মাস্টার ছিলেন ও মা মিসেস সাহেদা বেগম গৃহিনী। তিনি মা-বাবা'র ছয় ছেলে সন্তান এর মধ্যে চতুর্থ। ব্যক্তি জীবনে তিন কন্যা সন্তানের জনক এবং লন্ডনের রেডব্রিজ বারার স্থায়ী বাসিন্দা। 
(প্রেস বিজ্ঞপ্তি)

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের ৩ যাত্রী নিহত

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের ৩ যাত্রী নিহত 

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
চাঁদপুর জেলা---- প্রতিনিধি 
চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ঢাক্কায় রিক্সার তিন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ।
নিহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার মৃত- হানিফ গাজীর ছেলে রিপন গাজী (৩৫), একই উপজেলার কাছিয়াড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মাসুদ পাটওয়ারী (৫০) ও একই গ্রামের লিটন হাজারী (৪৫)। এছাড়া রিক্সাচালক খোরশেদ শেখ (৬৫) আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রিপন গাজীর শ্বাশুড়ি হাসিনা বেগম বলেন, আমার মেয়ের জামাই মেকানিকাল কাজ করতো। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কাজ শেষে বাড়ি আসার কথা ছিল। কি থেকে কি হয়ে গেল।
মাসুদ পাটওয়ারীর ভাই আবুল হোসেন পাটওয়ারী  বলেন, আমার ভাই স’ মিলে কাজ করে। রিক্সয় আসার সময় দুর্ঘটনায় মারা যায়।
চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বাকি দুইজন ইমারজেন্সিতে মারা যান। তবে দুর্ঘটনায় আহত রিক্সাচালক শঙ্কামুক্ত রয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, একটি রিক্সায় করে ৩ যাত্রী চাঁদপুরের দিকে আসছিল। আর বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক আসার পথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রিকশার ৩ যাত্রীই প্রাণ হারায়। তবে রিক্সাচালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

Thursday, 28 July 2022

ফরিদগঞ্জে অসহায় নারীর বসতভিটা দখলের অভিযোগ

ফরিদগঞ্জে অসহায় নারীর বসতভিটা দখলের অভিযোগ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা -- প্রতিনিধি

ফরিদগঞ্জে লিলুপা বেগম (৫০) নামে এক অসহায় নারীর বসতভিটা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় একই বাড়ির বাসিন্দা কর্তৃক দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। উপজেলার চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামের কমর উদ্দিন বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।
২৭ জুলাই বুধবার সকালে সরেজমিনে জানাগেছে, দীর্ঘদিন ধরে লিলুপা বেগমের সঙ্গে একই বাড়ির বাসিন্দা শরীফ হোসেন গংদের সাথে সম্পত্তিগত বিরোধ চলমান রয়েছে। অসহায় নারী লিলুপা বেগমের বসতভিটার আংশিক অংশ শরীফ হোসেন গংরা দখলের উদ্দেশ্যে নানাভাবে হুমকি  প্রদান করে আসছেন। এক পর্যায়ে স্থানীয় প্রভাবশালীদের ইন্দনে ভুক্তভোগীর বসতঘরের চালা’র অংশ নষ্ট করে অভিযুক্তরা পাকা ভবন নির্মান করছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি পরিবারের বসবাসকৃত বাড়িটির প্রবেশ পথও দখল করে নিয়েছে অভিযুক্তরা, এনিয়ে ওই বাড়ির বাসিন্দাগণসহ স্থানীয় সচেতন মহলও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। 
বিষয়টি নিয়ে ভুক্তভোগী লিলুপা বেগম বলেন, আমি অসহায় মানুষ, সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করছি। 
অভিযুক্ত শরীফ হোসেন’র সাথে কথা হলে তিনি বলেন, আমি আমার সম্পত্তির উপর বিল্ডিং করছি।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে দু’পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, তাই উভয়পক্ষের মানিত সালিশগণ ও স্থানীয় জনপ্রতিনিধি সমন্বয়ে সমাধান করে বসত নির্মান করার জন্য বলেছি।

বড়লেখায় সজলের সৌজন্যে শাহবাজপুর ইউনিয়নে নগদ অর্থ উপহার প্রদান

বড়লেখায় সজলের সৌজন্যে শাহবাজপুর ইউনিয়নে নগদ অর্থ উপহার প্রদান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠক এমদাদুল ইসলাম সজলের সৌজন্যে ভানবাসি মানুষের মাঝে ধারাবাহিকভাবে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় অর্ধশত পরিবারের মাঝে প্রাথমিকভাবে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ ঘটিকায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি সদস্য মকসুদ আহমদ রানার সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু। 

বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আবুল আজিজ, সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী কবির হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, নিসচার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আব্দুল হালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ও সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা সম্পাদক আহমেদ নোমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

Tuesday, 26 July 2022

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস 

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা --- প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জে ডাকাতিয়া  নদী ও উপজেলার ভিবিন্ন স্হানে  মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার  (২৬ জুলাই ) সকাল ৯ টা থেকে বিকাল ২টা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জ ভিবিন্ন স্হানে  মোবাইল কোর্টের মাধ্যমে 
গল্লাক বাজারে সিএন্ডবি বেরি সংলগ্ন বিল  হতে ৫ হাজার মিটার কারেন্ট জাল,২৪ টি চায়না জাল, ৫ টি চট জাল,১ টি ভেসাল জাল  ১ মাইল লম্বা ঘের এর বাঁধ উচ্ছেধ ও বিনস্ট করা হয়।

উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও পুলিশের  পোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা,মৎস্য কর্মকর্তা মোসা ফারহানা আক্তারসহ ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ সদস্যবৃন্দ।

ফরিদগঞ্জ সাহাপুর গ্রামে কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

ফরিদগঞ্জ সাহাপুর গ্রামে কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডস্থ সাহাপুর গ্রামের গোলা বাড়ির পাশে অবস্থিত কালভার্টটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঢালাই পড়ে যাওয়ায় রডের ওপর কয়েকটি কাট দিয়ে  চলাচলের ব্যবস্হা করেছে ইউপি সদস্যসহ স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাইকপাড়া দক্ষিণ  ইউনিয়নের ফরিদগঞ্জ সাহাপুর থেকে গ্রামীণ বাজারের  প্রধান সড়ক এটি। গোলা বাড়ির পাশে খালের ওপর নির্মিত কালভার্টটির ঢালাই নেই, আছে শুধু রড। যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার প্রায় ৭ থেকে ৮ হাজার লোক যাতায়াত করে। কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, বয়স্ক লোক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা।
জানা গেছে গত মার্চ মাসে সিমেন্টের বস্তা নিয়ে একটি ট্রাক যাওয়ার সময় কালভার্টের উপর উঠলে কালভার্টটি ভেঙ্গ যায় কিছু অংশ। পরবর্তীতে আর সংস্কার না করার কারণে  এখানে প্রতিনিয়তই কোন না কোনো দুর্ঘটনা ঘটেই চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা  যায় , এলাকাবেশীর আবেদনের প্রেক্ষিতে  ২৫-০২-২০২০ সালে কালভার্ট নির্মাণ জন্য  ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। 
স্থানীয় বাসিন্দা আলমগীর পাটোয়ারী  জানান, প্রায় ৩৭ বছর পূর্বে খালটির উপর কালভার্টটি নির্মাণ করা হয়। এটি অনেক পুরানো হয়ে যাওয়াতে গত ৪ মাস আগে থেকে এর ঢালাই ঝরে পড়া শুরু হয়। যার ফলে আজ এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
আব্দুল মান্নান শেখ জানান, এলাকার কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাদের অনেক বিড়ম্বনা পোহাতে হয়। রাস্তা এবং কালভার্ট খারাপ থাকায় এখানে কোনো গাড়ি আসতে পারে না। রোগীকে কাধে করে নিতে হয়।  
ওয়ার্ডের ইউপি সদস্য এমরান হোসেন  বলেন, 'সত্যি এটি একটি মরণফাঁদ। কালভার্টটির উপর দিয়ে চলাচলের জন্য আপতত কাট দিয়ে চলাচলের ব্যবস্হা করেছি,আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বরাবর আবেদন করেছি,দ্রুত সময় নতুন করে কালভার্ট করার জন্য।
পাইকপাড়া দক্ষিণ  ইউপি চেয়ারম্যান শওকত বিএসসি সরাসরি কথা বলতে রাজি নন।এমনকি এই ব্যাপারে তিনি কিছু বলতে রাজি নন।মুঠোফোনে শুধু এতটুকু বললেন আমরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি।এটা বলে ফোন কেটে দিলেন পরবর্তীতে ফোন দিলে তিনি রিসিব করেননি।

Monday, 25 July 2022

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেছে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সারী

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেছে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সারী

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ‘বৃক্ষবন্ধু নার্সারী’ ২০১৯ সালের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করেছে। বৃক্ষরোপনে এ নার্সারীটি সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। 

রোববার বিকেলে জাতীয় বৃক্ষমেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পুরস্কারের চেক ও ক্রেষ্ট প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় ‘ছ’ ক্যটাগরিতে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সাারী। এর স্বীকৃতি স্বরূপ রোববার আনুষ্ঠানিকভাবে বৃক্ষবন্ধু নার্সারীর স্বত্তাধিকারী মো. সোনাহর আলীর ছেলে আইনুল ইসলামের হাতে এ জাতীয় পুরস্কারের চেক ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

এর আগে ২০১৮ সালে বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর সম্মাননা ক্রেষ্ট পান বৃক্ষবন্ধু নার্সারীর স্বত্তাধিকারী বৃক্ষবন্ধু মো. সোনাহর আলী। 

উল্লেখ্য, বৃক্ষপ্রেমিক সোনাহর আলী প্রায় ৪০ বছর ধরে বৃক্ষরোপনে বিশেষ অবদান রেখে চলেছেন। এর পুর্বে বড়লেখা উপজেলা প্রশাসন ও বড়লেখা রেঞ্জ সিলেট বন বিভাগের আয়োজনে নার্সারী পর্যায়ে স্থানীয়ভাবে প্রথম পুরস্কার অর্জন করে বৃক্ষবন্ধু নার্সারী তাছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ফুল এবং ঔষধী গাছের চারার সমাহার নিয়ে পৌর শহরের সরকারি কলেজ রোড সংলগ্ন বৃক্ষবন্ধু নার্সারী কয়েক বছর থেকে সফলতার সাথে ব্যবসা করে আসছে এবং নার্সারীর উদ্যোগে বৃক্ষরোপণে যথেষ্ট অবদান রাখছে। 

আগারগাঁও বন ভবনের হৈমতি মিলনায়তনে বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবারের বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও প্রধানমন্ত্রীর জতীয় পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক ড. আব্দুল হামিদ, উপ-প্রধান বন সংরক্ষক মঈন উদ্দিন খান, জাতীয় বৃক্ষমেলায় প্রথমস্থান অর্জনকারী বরিশাল নার্সারীর মালিক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

Saturday, 23 July 2022

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা --- প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য অফিস। শনিবার(২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা রুমার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান। এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ন রবিদাস, জাকির হোসেন সৈকত, গাজী মমিন, আ: সালাম, ফখরুল পাঠান, জাকির হোসেন প্রমুখ।

বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে সজলের সৌজন্যে ভানবাসিদের মাঝে নগদ অর্থ উপহার

বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে সজলের সৌজন্যে ভানবাসিদের মাঝে নগদ অর্থ উপহার 

তাহমীদ ইশাদ রিপন.

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠক এমদাদুল ইসলাম সজলের সৌজন্যে এবং বাড্ডা সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় সুজানগর ইউনিয়নের বন্যা দুর্গত বাড্ডা, জগড়ি ও দশগড়ী গ্রামের ভানবাসি অর্ধশত পরিবারের মাঝে প্রাথমিকভাবে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।  

শনিবার (২৩ জুলাই) বাড্ডা সমাজকল্যাণ পরিষদের সভাপতি ওমর উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি নাসের সরকার মনি, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, নাট্যযোদ্ধা সিলেটের সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কবি সিরাজ উদ্দিন, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নোমান, নিসচার প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, সমাজকর্মী মোহাম্মদ আলী, যুবলীগ নেতা ফরিজ আলী, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সদস্য তাহারাত আহমদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Friday, 22 July 2022

ফরিদগঞ্জে এক কিশোরীর আত্মহত্যা

ফরিদগঞ্জে এক কিশোরীর আত্মহত্যা 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা --- প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রিয়া আক্তার (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই কিশোরী উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামের বাবুল মজুমদারের মেয়ে। পরে শুক্রবার তার লাশ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে পুলিশ।
কিশোরীর ভাই তারেক হোসেন জানায়, তার কিশোরী বোন প্রিয়া আক্তার পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে নিজ ঘরের সিলিংফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোরবেলা তার মা কুলছুমা বেগম প্রিয়াকে নামাজ পড়তে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল শুক্রবার ভোরে তার লাশ উদ্ধার করে। পরে সকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়।

জমজমাট আয়োজনে আমিরাতের আজমানে লাকী টুরিষ্ট এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন।...

জমজমাট আয়োজনে আমিরাতের আজমানে লাকী টুরিষ্ট এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন

...

আমিরাতে দিন দিন বাংলাদেশি প্রতিষ্টান এতে করে এসব প্রতিষ্টানের মাধ্যমে কমছে বাংলাদেশি কর্মীদের বেকারত্বের হার সংযুক্ত আরব আমিরাতের আজমানে লাকী টুরিষ্ট এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধনে এমনি মন্তব্য করেছেন উপস্হিত সবাই প্রতিষ্টানটি উদ্বোধন করেন উক্ত প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ ওসমান গণি,মাওলানা নিজাম,হাফেজ মামুন,হাফেজ রিদুয়ান,এহসান সহ আরো অনেকেই

উদ্বোধন অনুষ্টানে প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালকগন জানান প্রবাসীদের সঠিক সেবা এবং হয়রানী কমানো তাদের মূল উদ্দ্যেশ্য

 

তাদের লাকী গ্রুপের আরো অন্যান্য প্রতিষ্টানগুলো হলো আজমানে লাকী রেস্টুরেন্ট,শারজাতে লাকী সুপার মার্কেট

 

এসময় তাদের লাকী টুরিস্ট এন্ড ট্রাভেলস এর উদ্বোধন অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন গ্রুপের সকল প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ ওসমান গণি,চকরিয়া প্রবাসী ফোরামে কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন ইসহাক,উপদেষ্টা মৌলানা মিজান,সহ সভাপতি আকতার আহমদ,মোঃ হোসেন,জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শারজা লাকী সুপার মার্কেটের পার্টনার ওমর ফারুক সহ আরো অনেকেই

এছাড়াও চকরিয়া প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাতে নের্তৃবৃন্দদের মধ্য আরো উপস্হিত ছিলেন আবদুর রশীদ,মৌলানা তৈয়ব,মোঃ বাবুল,আশেক ইলাহি,ইব্রাহিম ইমন

Sunday, 3 July 2022

হ্যান্ড ফর হেলথ এই শ্লোগান কে সামনে বড়লেখা সমিতি সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবিক ও সেবামূলক কাজ করে আসছে।

হ্যান্ড ফর হেলথ এই শ্লোগান কে সামনে বড়লেখা সমিতি সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবিক  ও  সেবামূলক  কাজ করে আসছে।


 ২ জুলাই শনিবার দুপুর ২ঘটিকার সময়  এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বন্যার্ত  সুবিধা বঞ্চিত  মানুষের মাঝে  খাবার উপহার সামগ্রী  বিতরণ করা হয়। এতে বড়লেখা সমিতি সিলেটের ক্রিড়া সম্পাদক ও সাবেক ফুটবলার মোঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায়  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ শামসুল ইসলাম পুতুল,  সিলেটের বিশিষ্ট ব্যবসায়ি শাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল হাসিব
কণ্ঠ : ৩
প্রধান অতিথির তার বক্তব্য বলেছেন- বড়লেখা সমিতি সিলেট মানবতার সেবায় কাজ করে আসছে, বড়লেখার বন্যার্ত মানুষের কথাচিন্তা করে এই খাদ্য উহার টুকু দিতে পেরেছে সারা উপজেলা ব্যাপী, এজন্য বড়লেখা সমিতি সিলেট কে আন্তরিক অভিনন্দন জানাই।

Saturday, 2 July 2022

গলাচিপায় কৃষক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা

গলাচিপায় কৃষক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা 


মিঠুন পাল, (পটুয়াখালী) প্রতিনিধি 

"কৃষক বাঁচাও - দেশ বাঁচাও" এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ইউনিয়ন ও পৌর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার সকাল ১০ টায় বাংলাদেশ কৃষক লীগ গলাচিপা উপজেলা শাখা আহ্বায়ক কমিটির আয়োজনে উপজেলা আওয়ামী লীগ অফিস কক্ষে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় নতুন করে প্রাথমিক সদস্য সংগ্রহ শুরু করা হয়। কৃষক লীগের উপজেলা আহ্বায়ক মসিউল ইসলাম রুবেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.ফিরোজ আহম্মেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো,উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.মোফাজ্জল হোসেন মাসুদ,উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সমির দেবনাথ,ও সহ দপ্তর সম্পাদক মো.সাহিন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ অংঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাবেক কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্য বৃন্দ। পরে আওয়ামী লীগ সভাপতি সন্তোষ দে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। 

##
মিঠুন পাল , পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে। ২১ জুন (মঙ্গলবার) ফরিদগঞ্জের ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল। 
এসময় তিনি বলেন, আমরা সামনের সারিতে বসা প্রায় সকলে শিক্ষা জীবনে পার করে জীবনে পরিচালনার জন্য এক পর্যায়ে এসেছি৷ আমরা একটা পর্যায়ে পৌঁছানো পর যারা সমাজ সংস্থারে কাজ করে তাদেরকে যদি ভুলে যাই তবে জীবনের কোন অর্থই থাকবে নাহ্। আমরা সুখে থেকে আমাদের পাশ্ববর্তী মানুষগুলো যদি কষ্টে কাটাতে হয় তবে সেটি প্রকৃত ভালো থাকা নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থার জন্য যে কাজটা করা দরকার আইডিয়াল সমাজ সেনা ফাউন্ডেশনের এরা সেই কাজটুকুই করছে, সমাজের বৃত্তবান ও জনপ্রতিনিধিদের উচিত এদের পাশে দাড়ানো, সমাজের মানুষের  পাশে দাড়ানোই আমাদের জীবনের সার্থকতা।

এর আগে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদের সভাপতিত্বে ও  সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: গিয়াস উদ্দিন খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাজান মিয়া, প্রিয় চাঁদপুর অনলাইন পোর্টালের সম্পাদক ও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত। 
  
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকির কেক কাটার পর্ব সম্পন্ন করেন।  সংগঠনের সদস্যাদের মধ্যে সর্বোচ্ছো রক্তদাতা হিসেবে সংবর্ধিত করা হয় নাঈম চৌধুরী কে এবং সংগঠনটির নিয়মিত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করায় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের কৃতজ্ঞতা স্মারক তুলে দেন৷ এরপর সংগঠনটির পক্ষ থেকে স্কুল পড়ুয়া ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকির দুই পর্বের প্রথম পর্বে এদিন সকালে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে তিন শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণনয় করা হয়, রক্তের গ্রুপ নির্ণনয় কার্যক্রম পরিচালনা করেন মেহেদি হাসান রাসেল, রক্তের গ্রুপ নির্ণন পর্বে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ এবং এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি, সহকারী শিক্ষক মজিবুর রহমান। 

উল্লেখ্য ফরিদগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের তৃনমুলের মানুষদের সেবার মহতি প্রয়াসে ২০১৯ সালের খাজুরিয়া বহুমুখী উচ্চ  বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠা আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার পর থেকে ভিন্ন সময়ে  শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রি বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিনা মূল্যে রক্তের গ্রুফ নির্নয়, রক্তদান, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ সহ করোনাকালীন সময়ে সংগঠনটি সোচ্ছাসেবীরা জীবন বাজি রেখে কয়েক ধাপে সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া,মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিপলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পাইন,জরুরী মহুর্তে ত্রাণ সামগ্রি পৌঁছে দেন।

বড়লেখায় নিসচা উদ্যোগে বর্ন্যাতদের মাঝে মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণ

বড়লেখায় নিসচা উদ্যোগে বর্ন্যাতদের মাঝে মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণ 

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও বড়লেখা পৌর শহরের নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের সৌজন্যে দৌলতপুর পরগনাহী সিনিয়র আলিম মাদ্রাসায় বর্ন্যাতদের আশ্রয় কেন্দ্রে মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২২ জুন) সন্ধ্যা ৬ ঘটিকায় বর্ন্যাতদের আশ্রয় কেন্দ্রে মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সিনিয়র ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসাইন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, ইয়ুথ এইড অর্গানাইজেশনের সহ-সভাপতি আব্দুল আলিম প্রমুখ। 

এসময় আশ্রয় কেন্দ্রে ৫০টি কাঁঠাল ও এক বস্তা মুড়ি প্রদান করা হয়।

বিঃদ্রঃ- নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নিদের্শনানুযায়ী আগামী ৫ দিনের মধ্যে বড়লেখা উপজেলার পানি বন্দি বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে 
খাদ্য সামগ্রী বিতরণ, মৌসুমী ফল ও শুকনো খাবার এবং দু'বেলা খাবার বিতরণ চলমান থাকবে। এছাড়াও ২৭ মে নিসচার উদ্যোগে ১শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ২১ জুন ২০টি পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে ২০ হাজার টাক আর্থিক অনুদান প্রদান ও ২২ জুন বর্ন্যাত আশ্রয় কেন্দ্রে মৌসুমী ফল এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

গলাচিপায়া মহিলা ভাইস চেয়ারম্যানের উপজেলার সকল শিক্ষ প্রতিষ্ঠানে ফুটবল বিরতণ

গলাচিপায়া মহিলা ভাইস চেয়ারম্যানের উপজেলার সকল শিক্ষ প্রতিষ্ঠানে ফুটবল বিরতণ

মিঠুন পাল, পটুয়াখালী প্রতিনিধি। 

 আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা জননেত্রী ওয়ানা মার্জিয়া নিতু শিশুদের শিক্ষার পাশাপাশি খেলাধূলায় উৎসাহিত করার লক্ষে গতকাল বৃহস্পতিবার গলাচিপা পৌর সদরে সকল স্কুল, কলেজ, মদ্রাসায়  ২ থেকে ৩টি করে উন্নত মানের ফুটবল বিতরণ করেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনকে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে ফুটবল বিতরণ করেন। তিনি এক স্বাক্ষাত কারে  বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য এ ফুটবল বিতরণ করেন। এছাড়া তিনি, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে দলের সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের দূর্দিন থেকে আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করে দেশ পরিচালনা থেকে দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছেন সে জন্য কৃতজ্ঞতা জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী অঙ্গ সংগঠন ও দেশের মানুষকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

##
মিঠুন পাল, পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

ফরিদগঞ্জ কড়ৈতলী গ্রামে মা ও শিশু হাসপাতাল আছে ডাক্তার নাই রুগী আছে সেবা নাই

ফরিদগঞ্জ কড়ৈতলী গ্রামে মা ও শিশু হাসপাতাল আছে ডাক্তার  নাই রুগী আছে সেবা নাই   

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

 চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা  ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে  কড়ৈতলী  বাজারে অবস্থিত নামে মাত্র  মা ও শিশু কল্যাণ কেন্দ্র। নেই বিশেষজ্ঞ চিকিৎসক এবং কোন কর্মকর্তা,শুধু মাত্র ইউনিয়ন পরিবার পরিকল্পনা একজন পরিদর্শক মাঝে একটু আসে। রোগীর রোগ নির্ণয়েও নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। সর্দি-কাশি, জ্বর, মাথা ব্যাথার চিকিৎসায় ভরসা স্থানীয় ফার্মেসি। ১৭ জন কর্মকর্তা থাকার কথা থাকলেও  নেই  দেখাশোনা করার মতো কেউ,অযত্নে-অবহেলার কারণে  রাতে চলছে মাদকের আড্ডা , দিনে সিএনজি স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে সরকারি সম্পত্তি।

স্থানীয় তরুণ সমাজসেবক রাজনীতিবিদ  মামুন হোসেন জানান  নাম মাত্র( মা ও শিশু কল্যাণ কেন্দ্র) ডাক্তার নেই, সরকারিভাবে কোনো তদারকি না থাকার কারণে এখন কল্যাণ কেন্দ্র টি হল  মাদক সেবীদের আস্তানা, আমরা সরকারের কাছে দাবি জানাই  এখানে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। সাধারণ রোগীরা যেন চিকিৎসা নিতে পারে। 

 অপর আরেক ব্যক্তি তাফাজ্জ্বল পাটোয়ারী জানান  দুঃখের সাথে বলতে হয় হাসপাতাল আছে ডাক্তার নাই, আমার মনে হয় কর্তৃপক্ষ জানেনা মা ও শিশু কল্যান কেন্দ্র কি?  যদি জানতো   কর্তৃপক্ষ এসে  পরিদর্শন করে যেত । হাজার হাজার রোগীদের কষ্ট হচ্ছে, ডাক্তার দেখাতে পারছে না। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। 

স্হানীয় আরো কয়েকজন ব্যক্তি বলেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপি পাল নামে একজন মাসে ২,১ দিন এসে দেখে যায় মা ও শিশু কল্যান কেন্দ্র আছে  কি না।।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তছলিম মিয়া বলেন জনবল সংকট, এখানে আমাদের কিছু করার নেই।এই জন্য একজন ইউনিয়ন পরিদর্শক সপ্তাহে ২ দিন যায়,তবে সেখানে কোন ডাক্তার নেই।

উন্নত মানসিকতা সততা দেশপ্রেম সুশিক্ষাই পারে দেশকে সমৃদ্ধি করতে এস এম শাহজাদা (এমপি)

 মানসিকতা সততা দেশপ্রেম সুশিক্ষাই পারে দেশকে সমৃদ্ধি করতে
                        এস এম শাহজাদা (এমপি)

মিঠুন পাল,  (পটুয়াখালী) প্রতিনিধি।

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ কর্মশালায় উন্নত মানসিকতা, সততা দেশপ্রেম ও সুশিক্ষাই পারে উন্নত বাংলাদেশ গড়তে। দেশপ্রেম সততা, নিষ্ঠা নিয়ে কাজ করি তাহলে আগামী বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র। উপজেলার সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট সুধি, প্রেস ক্লাব সভাপতি সমন্বয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপা অফিসার্স ক্লাবে শুক্রবার (২৪ জুন) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন সভাপতিত্বে জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ন কবির ১০টি কর্মশালা উদ্যোগ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থপনায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ মাননীয় সংসদ সদ্যস এস এম শাহজাদা (এমপি) একথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম প্রমুখ। 
কর্মশালায় নির্বাহী অফিসার আশিষ কুমার প্রতিনিধিদের স্থানীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সমস্যা চিহিৃত করে সুপারিশ মালা প্রনয়নের জন্য বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জাতির জনকের সোনার বাংলার স্বপ্নকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আর্থসামাজিক উন্নয়ন এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে দেশপ্রেম সততা, নিষ্ঠা নিয়ে কাজ করি তাহলে আগামী বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র। গর্ভিত হবে বাঙালী জাতী। প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী প্রকল্প হচ্ছে, আমার বাড়ি আমার খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা বিষয়ে ও সমস্যা চিহিৃত করে বিভিন্ন গ্রুপের মতামতসহ সুপারিশ মালা দেওয়া হয়।
##
মিঠুন পাল পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

ছাতকের সিংচাপইড় গ্রামের বন্যার্তদের মধ্যে ব্র্যাক এর ত্রান সামগ্রী বিতরন।

ছাতকের সিংচাপইড় গ্রামের  বন্যার্তদের মধ্যে ব্র্যাক এর ত্রান সামগ্রী বিতরন।

মোঃ জাকারিয়া।
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা,
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে ব্র্যাক জাউয়া বাজার শাখা উদ্যোগে প্রতিদিনের ন্যায় সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোর্শেদ চৌধুরীর বাড়ি সংলগ্ন রাস্তায় অসহায় হতদরিদ্র পরিবারের বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করা হয়। জাউয়া বাজার শাখার কর্মকর্তারা সিংচাপইড় গ্রামের মুরব্বিদের কে সাথে নিয়ে অসহায় বানভাসি মানুষের পাশে গিয়ে খোঁজ-খবর রাখছেন ও সাধ্যানুযায়ী ত্রানসামগ্রী বিতরন করছেন জাউয়া বাজার শাখার কর্মকর্তারা। গত ২৪/০৬/২২ তারিখ রোজ বৃহস্পতি বার সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোর্শেদুজ্জামান চৌধুরী এর উদ্বোধনের মাধ্যমে এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জাউয়া বাজার শাখার কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।তারা হলেন,জাউয়া বাজার শাখার ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম।ও এরিয়া ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম।মোঃ জাকির হুসেন।মোঃমইনুল হক সুজন।শান্ত রায়।মোঃ মহিবুর রহমান।মোঃ বশিরুল হুদা।মোঃমোস্তাফিজুর রহমান।মোঃবজলুল হক সহ আরো অনেকে।এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে, জাউয়া বাজার শাখার ম্যানেজার বলেন এই বর্তমান পরিস্থিতির উপর প্রতিটি গ্রামের ব্র্যাক জাউয়া বাজার শাখার ত্রানসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।।

গলাচিপায় জেলেদের বকনা বাছুর ও জাল বিরতণ

গলাচিপায় জেলেদের বকনা বাছুর ও জাল বিরতণ

মিঠুন পাল, (পটুয়াখালী) প্রতিনিধি। 

“নিরাপাদ মাছে ভরবো দেশ মুজিববর্ষের বাংলাদেশচ্ এই প্রতিপাদ্যোর আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থ বছরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পথ সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বকনা বাছুর) ও জাল বিতরণ করা হয়। শুক্রবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১৩ পটুয়াখালী-৩ মাননীয় সংসদ সদস্য গলাচিপা-দশমিনা নিবার্চনি এলাকা এস এম শাহজাদা (এমপি) ১৭ জনকে গাভী বাছুর এবং মাছ ধরার জন্য ৩টি জেলে গ্রুপকে জাল প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গলাচিপা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টিটু, চিকনিকান্দি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, চর বিশ্বাস চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ও গজালিয়া চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস। সার্বিক ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী। 

##
মিঠুন পাল,  পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জাফলংয়ে আনন্দ র‌্যালি

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জাফলংয়ে আনন্দ র‌্যালি



সিলেটের সংবাদদাতা সংবাদ সংগ্রহ  মোঃ নিজাম উদ্দিন।


স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জাফলংয়ে আনন্দ র‌্যালি।
 স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকেলে জাফলং সেতুতে দাঁড়িয়ে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেক কাটা এবং আনন্দ মিছিল করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটা কার্যক্রম শুরু করেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. সামসুল আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান হোসেন সুমন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাওয়ার্দী, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ পারভেজ লাভলু, রফিক সরকার, শেরগুল গোসাই, সাইদুল ইসলাম, জিয়াউল ইসলাম সবুজ, শেখ ফরিদ, পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল আহমদ, সহ সভাপতি রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ, সহ সভাপতি আব্দুল্লাহ, ওয়ার্ড যুবলীগের সভাপতি কাশেম মিয়া, মান্নান খন্দকার, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আল আমিন, অরুণ গোসাইসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মিঠুন পাল  (পটুয়াখালী) প্রতিনিধি। 

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদ্যাপিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ১০টায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিরতণ করা হয়। পরে বিকাল চার টায় কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনা হতে হাজার হাজার পুণ্যার্থীদের অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে রথটানা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় সাহাবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। সেখান থেকে আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রা শুরু হয়ে পুনরায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দিরে শেষ হবে। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, কেন্দ্রীয় কালি মন্দ্রির কমিটির সভাপতি দিলীপ বনিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। 
মন্দির পুরোহিত বাসুদেব চ্যাটাজি বলেন, সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় । এর নয় দিনের মাথায় অনুিষ্ঠত হয় উল্টো রথযাত্রা। পুরীর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির থেতে রথযাত্রার প্রচলন হয়। রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত ঢাকার ধামরাইয়ে এটি যশোমাধবের রথযাত্রা নামে পরিচিত। গজীপুরের  জয়দেবপুরের মানিক্যমাধবের রথযাত্রা। ভারতের উড়িষ্যা রাজ্যে যশোমাধবের রথযাত্রা ও মহেশের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাও উপমহাদেশে বিখ্যাত। ভারতের পূর্বঞ্চলীয় রাজ্যগুলোতে রথযাত্রা ব্যাপক প্রচলন রয়েছে।
##
মিঠুন পাল পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এ পক্ষ থেকে সিলেটের বানভাসি দের মাঝে খাবার বিতরণ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এ পক্ষ থেকে সিলেটের  বানভাসি দের মাঝে খাবার বিতরণ।


সংবাদ সংগ্রহে ছিলেন
মোঃ নিজাম উদ্দিন।


সিলেটে টানা ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে তলিয়ে যায়‌ সিলেট অঞ্চল

অসহায় সিলেটের  লক্ষ্যাধিক মানুষ  ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে খুবই কষ্টকর জীবনযাপন করছেন। 

বৃহস্পতিবার ৩০ জুন সকাল ১০ ঘটিকায় হযরত শাহজালাল রহঃ এর মাজার জিয়ারত করে সিলেটে বানভাসীদের  আশ্রয় কেন্দ্রে ও বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ --বিতরণ কালে উপস্থিত ছিলেন  বিএমএসএস -এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, ভাইস চেয়ারম্যান সগির আহমেদ, মহাসচিব মো: সুমন সরদার, যুগ্ম মহাসচিব তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক  সবুজ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শামসীর হারুনুর রশিদ, 
পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমেদ, উপ-আইসিটি সম্পাদক রবিউল ইসলাম, সহ সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, সদস্য আমিরুল ইসলাম আমীর, মাওলানা তুহিনুর রহমান শাহজাহান - সহ সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ। 

এসময়ে খন্দকার আছিফুর রহমান বলেন 
সোশ্যাল মিডিয়ায় শুধু দেখেছি সিলেটের বন্যার্ত মানুষের আহাজারি, নিজেকে ধরে রাখতে পারিনি বলে, আমরা মফস্বলের সকল সাংবাদিকবৃন্দরা নিজেদের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা মাত্র করেছি। 

বর্তমান পরিস্থিতি কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেনা কতটুকু কষ্টে দিন পাড় করছে এই পানি বন্দী মানুষেরা,  আমাদের উচিৎ দলমত নির্বিশেষে রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো এই অসহায় মানুষের পাশে দাড়ানোর,  শুধু খাবার নয়, খাবারের পাশাপাশি তাদের বস্ত্রের প্রয়োজন আছে,  বাড়িঘর মেরামত করার জন্য  তাদেরকে অবশ্যই নগদ অর্থ সহযোগিতার প্রয়োজন বলে তিনি মনে করেন। 

বিএমএসএস - এর মহা সচিব সুমন সরদার তার বক্তব্যে বানভাসি মানুষের কষ্ট দেখে দেশ ও  প্রবাসের বৃত্তবান লোকেদের দৃষ্টি আকর্ষণ করে বলেন
প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এই অসহায় পানিবন্দী মানুষদের কে সাহায্য সহযোগিতা করার জন্য। 
আমরা বিএমএসএস এর পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছি,  এবং ১ তারিখ ‌  শুক্রবার  আমরা পানি বন্দী মানুষের মাঝে ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করি। 

আমাদের বিএমএসসএর এর সকল নেতৃবৃন্দরা এই বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলে আমরা আনন্দিত।
সরকারের পাশাপাশি সিলেটের কিছু  সামাজিক সংগঠন সহযোগীতা করে যাচ্ছে বন্যার্ত মানুষকে।  সেই সকল সেচ্ছাসেবী মানবতার ফেরিওয়ালাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুমিল্লার গুনবতী ইউনিয়ন ও সিলেটের উচ্ছাস টিমের যৌথ উদ্যোগে সিংচাপইড় গ্রামে জনাব মোঃ খলিলুর রহমান মাসুমের নেতৃত্বে ত্রান সামগ্রী বিতরণ।।

কুমিল্লার গুনবতী ইউনিয়ন ও সিলেটের উচ্ছাস টিমের যৌথ উদ্যোগে সিংচাপইড় গ্রামে জনাব মোঃ খলিলুর রহমান মাসুমের নেতৃত্বে ত্রান সামগ্রী বিতরণ।।
 
মোঃ জাকারিয়া।
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,
কুমিল্লা গুনবতী ইউনিয়ন ও সিলেটের উচ্ছাস টিমের একটি বড় নৌকা সিলেটের সেনা ক্যাম্পের ৭জন সেনাবাহিনীর কর্মকর্তার সহযোগিতা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ এন্ড ব্রাদাস এর নির্দেশনায় নিয়ে আসা ত্রান সামগ্রী সিংচাপইড় গ্রামের তরুণ প্রজন্মের অহংকার সিরাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল ট্রেডারসের মালিক জনাব মোঃ খলিলুর রহমান মাসুমের নেতৃত্বে গত ২৪/০৬/২২ তারিখে সিংচাপইড় ইউনিয়নের সিরাজগন্জ বাজারে নৌকা ঘাঠে এসে পৌছায়। এই দিন আনলোড করতে করতে সন্ধা হয়ে যাওয়াতে উচ্ছ্বাস ও গুনবতী টিমের সময় কম থাকাতে আর বিতরন করা হয় নাই।পরের দিন সিংচাপইড় গ্রামের কিছু সংখ্যক মুরব্বিদের কে সাথে নিয়ে জনাব মোঃ খলিলুর রহমান মাসুম বৈঠক করে ২৫/০৬/২২ তারিখে ঐই ত্রান সামগ্রী বিতরণ করেন।চিকনাকান্দি,কাশিপুর, সিংচাপইড় গ্রামের দিঘির পাড়ার, পুর্ব পাড়া,মাঝ পাড়া,পশ্চিম পাড়া,হিন্দু পাড়া সহ বিভিন্ন জায়গায় এই ত্রান সামগ্রী প্রায় ৮০০ টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সিংচাপইড় গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান গন,ওই সকল মুরব্বিদের মধ্যে কয়েক জনের নাম হল,হাজী আরজক আলী,হাজী নাজিম উদ্দিন, নুর মেম্বার, বর্তমান মেম্বার আল-আমিন, হাজী কালা মিয়া,হাসিদ মিয়া,আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, গেদু মিয়া,মনির মিয়া,দিপক,ও বকুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।এ সকল মুরব্বিদের উপস্থিতিতে ঐ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।।

ফরিদগঞ্জ পৌরসভা ‘ক’ শ্রেনীতে উন্নতিকরণ ও বাজেট ঘোষণা

ফরিদগঞ্জ পৌরসভা ‘ক’ শ্রেনীতে উন্নতিকরণ ও বাজেট ঘোষণা 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী 

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণি হতে ‘ক’ শ্রেণিতে উন্নীকরণে সংবর্ধনা ও ফরিদগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

২ জুলাই (শনিবার) ফরিদগঞ্জ পৌরসভা মাঠে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ১০৫,৩৪,৭৬,০৩১/- (একশত পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার একত্রিশ) টাকার বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারে সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাবিবুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার এম এ ওয়াদুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এস তছলিম, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুননেছা, থানা অফিসার ইনচার্জ সহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্যা তপাদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহান অনি।

সংবর্ধনা অনুষ্ঠান ও বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ, ফরিদগঞ্জ এর আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক ও পূজা উদযাপর পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌরসভার প্যানেল মেয়র মাজহারুল ইসলাম মিরন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন , জায়েদ হোসেন এবং পৌরসভার সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন ও,সিয়াস উদ্দিন ( ক্যাশিয়ার)

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...