Saturday, 2 July 2022

গলাচিপায় জেলেদের বকনা বাছুর ও জাল বিরতণ

গলাচিপায় জেলেদের বকনা বাছুর ও জাল বিরতণ

মিঠুন পাল, (পটুয়াখালী) প্রতিনিধি। 

“নিরাপাদ মাছে ভরবো দেশ মুজিববর্ষের বাংলাদেশচ্ এই প্রতিপাদ্যোর আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থ বছরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পথ সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বকনা বাছুর) ও জাল বিতরণ করা হয়। শুক্রবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১৩ পটুয়াখালী-৩ মাননীয় সংসদ সদস্য গলাচিপা-দশমিনা নিবার্চনি এলাকা এস এম শাহজাদা (এমপি) ১৭ জনকে গাভী বাছুর এবং মাছ ধরার জন্য ৩টি জেলে গ্রুপকে জাল প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গলাচিপা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টিটু, চিকনিকান্দি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, চর বিশ্বাস চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ও গজালিয়া চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস। সার্বিক ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী। 

##
মিঠুন পাল,  পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...