Saturday, 2 July 2022

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এ পক্ষ থেকে সিলেটের বানভাসি দের মাঝে খাবার বিতরণ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এ পক্ষ থেকে সিলেটের  বানভাসি দের মাঝে খাবার বিতরণ।


সংবাদ সংগ্রহে ছিলেন
মোঃ নিজাম উদ্দিন।


সিলেটে টানা ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে তলিয়ে যায়‌ সিলেট অঞ্চল

অসহায় সিলেটের  লক্ষ্যাধিক মানুষ  ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে খুবই কষ্টকর জীবনযাপন করছেন। 

বৃহস্পতিবার ৩০ জুন সকাল ১০ ঘটিকায় হযরত শাহজালাল রহঃ এর মাজার জিয়ারত করে সিলেটে বানভাসীদের  আশ্রয় কেন্দ্রে ও বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ --বিতরণ কালে উপস্থিত ছিলেন  বিএমএসএস -এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, ভাইস চেয়ারম্যান সগির আহমেদ, মহাসচিব মো: সুমন সরদার, যুগ্ম মহাসচিব তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক  সবুজ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শামসীর হারুনুর রশিদ, 
পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমেদ, উপ-আইসিটি সম্পাদক রবিউল ইসলাম, সহ সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, সদস্য আমিরুল ইসলাম আমীর, মাওলানা তুহিনুর রহমান শাহজাহান - সহ সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ। 

এসময়ে খন্দকার আছিফুর রহমান বলেন 
সোশ্যাল মিডিয়ায় শুধু দেখেছি সিলেটের বন্যার্ত মানুষের আহাজারি, নিজেকে ধরে রাখতে পারিনি বলে, আমরা মফস্বলের সকল সাংবাদিকবৃন্দরা নিজেদের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা মাত্র করেছি। 

বর্তমান পরিস্থিতি কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেনা কতটুকু কষ্টে দিন পাড় করছে এই পানি বন্দী মানুষেরা,  আমাদের উচিৎ দলমত নির্বিশেষে রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো এই অসহায় মানুষের পাশে দাড়ানোর,  শুধু খাবার নয়, খাবারের পাশাপাশি তাদের বস্ত্রের প্রয়োজন আছে,  বাড়িঘর মেরামত করার জন্য  তাদেরকে অবশ্যই নগদ অর্থ সহযোগিতার প্রয়োজন বলে তিনি মনে করেন। 

বিএমএসএস - এর মহা সচিব সুমন সরদার তার বক্তব্যে বানভাসি মানুষের কষ্ট দেখে দেশ ও  প্রবাসের বৃত্তবান লোকেদের দৃষ্টি আকর্ষণ করে বলেন
প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এই অসহায় পানিবন্দী মানুষদের কে সাহায্য সহযোগিতা করার জন্য। 
আমরা বিএমএসএস এর পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছি,  এবং ১ তারিখ ‌  শুক্রবার  আমরা পানি বন্দী মানুষের মাঝে ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করি। 

আমাদের বিএমএসসএর এর সকল নেতৃবৃন্দরা এই বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলে আমরা আনন্দিত।
সরকারের পাশাপাশি সিলেটের কিছু  সামাজিক সংগঠন সহযোগীতা করে যাচ্ছে বন্যার্ত মানুষকে।  সেই সকল সেচ্ছাসেবী মানবতার ফেরিওয়ালাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...