কুমিল্লার গুনবতী ইউনিয়ন ও সিলেটের উচ্ছাস টিমের যৌথ উদ্যোগে সিংচাপইড় গ্রামে জনাব মোঃ খলিলুর রহমান মাসুমের নেতৃত্বে ত্রান সামগ্রী বিতরণ।।
মোঃ জাকারিয়া।
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,
কুমিল্লা গুনবতী ইউনিয়ন ও সিলেটের উচ্ছাস টিমের একটি বড় নৌকা সিলেটের সেনা ক্যাম্পের ৭জন সেনাবাহিনীর কর্মকর্তার সহযোগিতা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ এন্ড ব্রাদাস এর নির্দেশনায় নিয়ে আসা ত্রান সামগ্রী সিংচাপইড় গ্রামের তরুণ প্রজন্মের অহংকার সিরাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল ট্রেডারসের মালিক জনাব মোঃ খলিলুর রহমান মাসুমের নেতৃত্বে গত ২৪/০৬/২২ তারিখে সিংচাপইড় ইউনিয়নের সিরাজগন্জ বাজারে নৌকা ঘাঠে এসে পৌছায়। এই দিন আনলোড করতে করতে সন্ধা হয়ে যাওয়াতে উচ্ছ্বাস ও গুনবতী টিমের সময় কম থাকাতে আর বিতরন করা হয় নাই।পরের দিন সিংচাপইড় গ্রামের কিছু সংখ্যক মুরব্বিদের কে সাথে নিয়ে জনাব মোঃ খলিলুর রহমান মাসুম বৈঠক করে ২৫/০৬/২২ তারিখে ঐই ত্রান সামগ্রী বিতরণ করেন।চিকনাকান্দি,কাশিপুর, সিংচাপইড় গ্রামের দিঘির পাড়ার, পুর্ব পাড়া,মাঝ পাড়া,পশ্চিম পাড়া,হিন্দু পাড়া সহ বিভিন্ন জায়গায় এই ত্রান সামগ্রী প্রায় ৮০০ টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সিংচাপইড় গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান গন,ওই সকল মুরব্বিদের মধ্যে কয়েক জনের নাম হল,হাজী আরজক আলী,হাজী নাজিম উদ্দিন, নুর মেম্বার, বর্তমান মেম্বার আল-আমিন, হাজী কালা মিয়া,হাসিদ মিয়া,আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, গেদু মিয়া,মনির মিয়া,দিপক,ও বকুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।এ সকল মুরব্বিদের উপস্থিতিতে ঐ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।।
No comments:
Post a Comment