Tuesday, 26 July 2022

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস 

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা --- প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জে ডাকাতিয়া  নদী ও উপজেলার ভিবিন্ন স্হানে  মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার  (২৬ জুলাই ) সকাল ৯ টা থেকে বিকাল ২টা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জ ভিবিন্ন স্হানে  মোবাইল কোর্টের মাধ্যমে 
গল্লাক বাজারে সিএন্ডবি বেরি সংলগ্ন বিল  হতে ৫ হাজার মিটার কারেন্ট জাল,২৪ টি চায়না জাল, ৫ টি চট জাল,১ টি ভেসাল জাল  ১ মাইল লম্বা ঘের এর বাঁধ উচ্ছেধ ও বিনস্ট করা হয়।

উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও পুলিশের  পোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা,মৎস্য কর্মকর্তা মোসা ফারহানা আক্তারসহ ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ সদস্যবৃন্দ।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...