Friday, 20 May 2022

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত করে অগ্নিসংযোগ।।

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত করে অগ্নিসংযোগ।।

বাকেরগঞ্জ প্রতিনিধি -

বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের ১ নং ওয়ার্ড পূর্ব কৃষ্ণনগরে মৃধা বাড়িতে  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  বসত করে  অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে, উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর  নিবাসী তানজের  শরীফের পুত্র  মোঃ কালাম শরীফের সাথে  একই গ্রামের মৃত হেলাল উদ্দিন মৃধার সাথে জমি সংক্রান্ত  বিরোধ চলিয়া আসতেছিল। তারই জের ধরে গত ১৯শে মে রোজ বৃহস্পতিবার  রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটের সময় ঢাকা বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল  কালাম শরীফের (যার কনস্টেবল নাম্বার-২১১১৪)  যোগসাজশে  তার বখাটে পুত্র রাহাত শরীফ, হারুন মোল্লার বখাটে পুত্র মোঃ ফয়সাল মোল্লা, ফোরকান মৃধার  বখাটে পুত্র মোঃ নাঈম মৃধা,মৃত দলিল উদ্দিন মৃধার পুত্র ফোরকান মৃধা,কালাম শরীফের স্ত্রী  মোসাঃ রুমা সহ অজ্ঞাত নামা ২ জন ভাড়াটিয়া  সন্ত্রাসীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে বিল্ডিং এর বাহির থেকে  ছিটকানি আটকে দিয়ে আগুনে পুড়িয়ে মারার উদ্দেশ্যে  আলী আকবরের বসত ঘরে অগ্নিসংযোগ করে। ওই সময়ে আলী আকবরের তার বাড়ির দেখাশোনা করার জন্য দায়িত্বে নিয়োজিত থাকা   শ্যালক মোঃ আনোয়ার হোসেন  ও  তার স্ত্রী পিয়ারা বেগম  আলী আকবরের  বিল্ডিং এর ঘরে  ঘুমন্ত অবস্থায় ছিলেন।একপর্যায়ে আনোয়ার হোসেন মীর ও তার স্ত্রী  পিয়ারা বেগম জ্বলন্ত আগুনের ফুলকানী  দেখে বিল্ডিং এর দোতালার ছাদে  উঠে উক্ত সন্ত্রাসীদের দেখে  ডাক চিৎকার করিলে তাদের  ডাক চিৎকারে  স্থানীয়রা এসে বিল্ডিংয়ের ছিটকানি খুলে উদ্ধার করে   এক ঘন্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘর মালিক আলী আকবরের আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান।এছাড়াও পুলিশ কনস্টেবল কালাম শরীফের বখাটে পুত্র রাহাত শরীফের বিরুদ্ধে রয়েছে  নানান ধরনের কিসিমের অপরাধের অভিযোগ। নাম প্রকাশ করার না শর্তে  একাধিক এলাকাবাসী  জানান,দীর্ঘদিন যাবৎ  রাহাত  তার পিতার  সুজাকি জিক্সার নামের একটি বাইকে  পুলিশের স্টিকার লাগিয়ে  ইয়াবা  ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।মাঝে মাঝে বাকেরগঞ্জ থানা পুলিশ, টহল পুলিশ ও ট্রাফিক পুলিশ  তাহার নিকট পরিচয় জানতে চাইলে  তিনি একজন পুলিশের  পুত্র পরিচয় দিয়ে  পার পেয়ে যান। সূত্র আরও জানায় পুলিশ কনস্টেবল এর স্ত্রী  রুমা বেগম  আলী আকবর  ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক ভাবে দখল করতে গেলে  ভুক্তভোগী আলী আকবর বিষয়টি বাকেরগঞ্জ থানা পুলিশকে অবহিত করিলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন ঘটনার  সত্যতা যাচাইয়ের জন্য  বাকেরগঞ্জ থানার এসআই  মোঃ শামীম  ও এ.এস.আই  রবিউল ইসলামকে ঘটনাস্থলে পাঠালে কনস্টেবল কালাম শরীফের স্ত্রী  মোসাঃ রুমা পুলিশ বিদ্বেষী হয়ে তাদের সাথে অসদাচরণ করেন।এমনকি তিনি  এ.এস.আই রবিউল ইসলামের বিরুদ্ধে  বরিশাল জেলা পুলিশ সুপারের নিকট   মিথ্যা অভিযোগ দেন বলে গোপন সূত্রে জানা যায়।   এছাড়াও আলী আকবর অভিযোগ করে জানান, রুমা বেগম ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী দল এতটাই বেপরোয়া যে, তাদের ভয়ে  আগুনে পোড়া  ঘরটি দেখতে পর্যন্ত যেতে পারে নায়। তাই তিনি এবং  তার পরিবারবর্গের জীবনের নিরাপত্তার জন্য র‌্যাব,পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন।(চলবে)

ফরিদগঞ্জে মধ্যযুগীয় কায়দায় দুই ভাইকে নির্যাতন, আসামিদের গ্রেপ্তারের দাবি

ফরিদগঞ্জে মধ্যযুগীয় কায়দায় দুই ভাইকে নির্যাতন, আসামিদের গ্রেপ্তারের দাবি

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মোঃ. ফয়েজ আহমেদ মৃধা ও শেখ ফরিদ নামে দুই ভাইকে নির্যাতনের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

এ সংবাদ সম্মেলনে ছিলেন ভুক্তভোগী মো. ফয়েজ আহমেদ মৃধা, তার মা ফাতেমা বেগম, ভুক্তভোগী শেখ ফরিদের স্ত্রী নাসরিন আক্তার ও ফয়েজের স্ত্রী আমেনা আক্তারসহ ফরিদ মৃধার সন্তান খাদিজা আক্তার।

সংবাদ সম্মেলনে শেখ ফরিদ বলেন, গত শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহারের নির্দেশে তার বড় ভাই মোজাম্মেল হোসেন বাবুল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার পিতা মাতার খরিদকৃত ৪৮.৬২ শতাংশ জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের তাড়িয়ে দেয়।এর আগেও তারা একাধিক বার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ফসল ধংস ও আমাদের মালিকানা ঘোষণা সম্বলিত সাইনবোর্ড ভাংচুর করে।
বিবাদীদের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন ও নেই।

তিনি বলেন, এ বিষয়ে মামলা করতে ফরিদগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা হলে স্থানীয় রুস্তমপুর বাজারে মোশারফের দোকানের সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা আমদের দুই ভাইকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। ঘটনাটি এক ব্যক্তি ভিডিও ধারণ করেন এবং পর দিন তা বিভিন্ন গণমাধ্যম ব্যাপক প্রচারিত হয়। এলাকাবাসী তখন অস্ত্রের ভয়ে আমাদের সাহায্য করতে কাছে আসতে পারেনি। পরে আমাদের দুই ভাইকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেখ ফরিদ বলেন, এ ঘটনায় মোজাম্মেল হোসেন বাবুল " প্রধান আসামি করে মোঃ হোসেন " লোকমান হোসেন " দেলোয়ার হোসেন " মাহাবুব আলম সোহেল  আসামি করে মামলা করা  হয়েছে মামলা নং ২২/। এ পর্যন্ত মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তার কৃত ৩ আসামি জামিনে মুক্ত হয়ে পুনরায় হামলা চালায়। কিন্তু প্রধান আসামি মোজাম্মেল হোসেন বাবুল ও মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়নি। প্রধান আসামিও তার সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত আমাদের কে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সকলের উচিত সিলেটের বন্যার্তদের পাঁশে দাঁড়ানোর আহবান বলেলন.অধ্যাপক আব্দুল হান্নান

সকলের উচিত সিলেটের বন্যার্তদের পাঁশে দাঁড়ানোর আহবান বলেলন.অধ্যাপক আব্দুল হান্নান


মোঃইবাদুর রহমান জাকির 

বন্যার্ত দুস্থ সুবিধা বঞ্চিত  মানুষের যার যার সামর্থ্যানুযায়ী পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান আহবান জানিয়েছেন।

(২০মে) শুক্রবার বিকাল ২টার সময়  এক অনাড়ম্বরহীন অনুষ্টানের মাধ্যমে সিলেট বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অনুষ্টানে এ কথা বলেন জেলা জামায়াতের আমীর তিনি বলেন সিলেটের বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো বলেন দান ও দয়া হতে হবে নিঃস্বার্থভাবে, অভাবী ও বিপন্ন মানুষের কাছ থেকে কোনরকম প্রতিদানের আশা ছাড়া, কেবল আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য। যেমন আল্লাহ-তায়ালা সেদিকে ইঙ্গিত দিয়ে বলেন, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্থ এতিম ও বন্দিদের খাবার দান করে। 

প্রসঙ্গত মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন। আর তা তিনি বহুগুণ ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। এছাড়া মানবতার নবী মুহাম্মদ (সা.) সব সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেন, তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন। মদিনার আনসার সাহাবীরা মুহাজির সাহাবিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।  দুস্থ ও সুবিধা বঞ্চিত পানিবন্দি মানুষের মধ্যে ত্রান বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সমাজসেবক কাজী আবুল কাশেম, ছাত্রশিবির সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি  মুহিবুল্লাহ হোসনেগীর, এছাড়া আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ আব্দুল হামিদ, চারখাই ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমীর হোসেন চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জামায়াত নেতা এম শামছুল আলম, জামায়াত নেতা শফি আহমদ মুন্না, জামিল আহমদ, খাইরুল আমীন।

বাকেরগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে দফায় দফায় হামলা আহত -৩

বাকেরগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে দফায় দফায় হামলা আহত -৩

বাকেরগঞ্জ প্রতিনিধি//
বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ৪ নং ওায়ার্ড হানুয়া গ্রামে গতকাল ১৯ মে ও ২০ মে শুক্রুবার দুপুর ২ টায় জুমার নামাজ শেষে কাইয়ুম খান নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশি সেকান্দার খান এর পুত্র সোহেল খান তার দল বল নিয়ে কাইয়ুম খানের উপর হামলা চালায়।

কাইয়ুম খান জানান, গতকাল শাহিন খান দুই বছর আগে বন্যায় পরে যাওয়া গাছ কেটে রাখেন সেই গাছ ১৯ মে দুপুর ২ টায় আনতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। হামলা কারিরা হলেন সোহেল খান,পলাশ খান,মিরাজ খান, জুয়েল খান, জাকির খান,ফিরোজ খান সহ ভাড়াটে সন্ত্রাসীরা। হামলা চলাকালীন সময় শাহিন খানের ডাক চিৎকারে তার স্ত্রী রুমা বেগম এগিয়ে আসলে তার উপরেও হামলা চালায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শাহিন খানের স্ত্রীকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। এই হামলার ঘটনায় আমি বাধা দেয়ার কারণেই আজ জুমার নামাজ শেষে আমার উপর ও আমার চাচা শাহিন খানের উপর দ্বিতীয় দফায় হামলা চালায় ও তার বাড়ি ঘর ভাঙচুর চালায় সোহেল বাহিনী। হামলায় আমার চাচা শাহিন খান গুরুতর আহত হয়। তাকে বাড়ির লোকজন আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন খান জানান, বিজ্ঞ আদালতে জমিজমা নিয়ে মামলা চলমান। বিরোধী জমিতে সাহিন খান তার লোকজন নিয়ে গাছ আনতে গেলে উভয়পক্ষের মাঝে মারামারি হয়। এ বিষয়ে আমরা বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, এক পক্ষের একটি লিখিত  অভিযোগ আমরা পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরদিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল র্টুনামন্টে সম্পন্ন

ফরদিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল র্টুনামন্টে সম্পন্ন

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

ফরদিগঞ্জে জাতরিজনক বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামন্টে বালক (অর্নুধ্ব-১৭) ২০২২ এর উপজলো র্পযায়রে -ফাইনাল খলো অনুষ্ঠতি হয়ছে।ে
ফরদিগঞ্জ এ.আর পাইলট সরকারি মডলে উচ্চ বদ্যিালয়রে মাঠে ২০ মে শুক্রবার বকিলেে উপজলো ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠতি হয়।
ফাইনাল খলোয় ২-০ গোলে ৬নং গুপ্টি ইউনয়িন পরষিদ কে পরাজতি করে চ্যাম্পয়িনশীপ র্অজন করে ফরদিগঞ্জ পৌরসভা একাদশ।
ফাইনাল খলোয় প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে, উপজলো আওয়ামী লীগরে সভাপতি ও পৌরসভার ময়ের যুদ্ধাহত বীর মুক্তযিোদ্ধা আবুল খায়রে পাটওয়ারী। 
প্রধান অতথিি বক্তব্যে বলনে, সুস্থ দহে ও সতজে মন ধরে রাখতে খলোধুলা ও শারীরকি পরশ্রিমরে কোনো বকিল্প নইে। আশার কথা, সরকার খলোধুলার প্রসারে সমান গুরুত্ব দচ্ছি।ে র্বতমান সরকাররে মাননীয় প্রধানমন্ত্রী শখে হাসনিা নজিওে একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মরে শারীরকি ও মানসকি বকিাশে খলোধুলার ওপর গুরুত্বারোপ করে তনিি বলছেনে, ‘আমরা খলোধুলাকে বশেি গুরুত্ব দচ্ছিি এজন্য য,ে তরুণ প্রজন্ম যত বশেি এতে অংশ নবেে ততটাই তাদরে মনমানসকিতা আরো ভালো হব।ে শারীরকিভাবে সুস্থ হবে এবং নজিদেরে আরও বশেি তরৈি করতে পারব।ে
তনিি আরো বলনে, দশেকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থকেে রক্ষা করতে খলোধুলার কোনো বকিল্প নইে। তরুণ প্রজন্মকে মাদকাসক্ত,ি জঙ্গবিাদ, সন্ত্রাসবাদ এবং সামাজকি যোগাযোগ মাধ্যমরে আসক্তি থকেে দূরে রাখতে সবাইকে খলোধুলায় আরও বশেি করে সম্পৃক্ত করার আহ্বান জানয়িছেনে তনি।ি

উপজলো ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও তাসলমিুন নছোর সভাপতত্বিে ও সাধারণ সম্পাদক নরুন্নবী নোমানরে পরচিালনায় আয়োজতি খলোয় থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস)ি মোহাম্মদ শহীদ হোসনে, প্রসেক্লাবরে সভাপতি মো. কামরুজ্জামান, উপজলো পরষিদরে ভাইস চয়োরম্যান মাজুদা বগেম, ৬নং গুপ্টি পশ্চমি ইউনয়িন পরষিদরে চয়োরম্যান বুলবুল আহমদে, ফরদিগঞ্জ এ.আর পাইলট সরকারি মডলে উচ্চ বদ্যিালয়রে প্রধান শক্ষিক রফকিুল কাজল, রামদাসরেভাগ সনিয়ির আলমি মাদ্রাসার অধ্যক্ষ মাও. মজিানুর রহমান, পৌরসভার ৮নং ওর্য়াড কাউন্সলির মো. জাকরি হোসনে গাজীসহ সরকাররে বভিন্নি বভিাগরে র্কমর্কতা র্কমচারী ও রাজনতৈকি, সামাজকি ও ক্রীড়ামোদী বপিুলসংখ্যক র্দশকরা খলোটি উপভোগ করনে।
অনুষ্ঠান শষেে অতথিরিা চ্যাম্পয়িন ও রার্নাসআপদরে মাঝে পুরস্কার বতিরন করনে।

জরুরি প্রয়োজন ছাড়া বিচারকদের বিদেশ ভ্রমণ বন্ধঃ প্রধান বিচারপতি

এবার দেশের অধস্তন আদালতের বিচারকদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: বজলুর রহমান এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। বিচারপ্রার্থী জনগণের দ্রুত বিচারিকসেবা দেয়ার উদ্দেশ্যে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে অধস্তন আদালতের বিচারকদের প্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহার করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি। এ অবস্থায়, খুব প্রয়োজন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য নির্দেশ দেয়া হলো।’

এর আগে গত ১২ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়, করোনা–পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সঙ্কটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, শিক্ষাসফর, এপিএ এবং ইনোভেশনের আওতামুক্ত ভ্রমণ ও ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

Thursday, 19 May 2022

কুলাউড়ায় মোবাইল ফোন আসক্তিকে লাল কার্ড ও উন্নত চরিত্র গঠনের শপথ

কুলাউড়ায় মোবাইল ফোন আসক্তিকে লাল কার্ড ও উন্নত চরিত্র গঠনের শপথ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিক্ষার্থীরা মোবাইলফোন আসক্তিসহ বিভিন্ন সামাজিক ব্যাধিকে লাল কার্ড দেখিয়েছে। পরে তারা উন্নত চরিত্র গঠনে শপথ নেন। বুধবার  (১৮ মে) সকালে উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজে হলরুমে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাব দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়। প্রশ্ন উত্তরপর্বে শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণীর নীলা আফরিন প্রশ্ন করেন, আমাদের ছবি ও ভিডিও দিয়ে অনেক সময় বখাটে ছেলেরা ইন্টারনেটে ছেড়ে দিবে হুমকি দেয় তখন আমরা কি করবো? জবাবে ওসি বিনয় ভূষন রায় বলেন, এইটা একটি সাইবার অপরাধ। যে এমন হুমকি দিবে তার বিষয় থানায় অভিযোগ করবে, আমরা আইনী ব্যবস্থা নিবো।

একাদশ শ্রেনীর জাহানারা ফেরদৌস প্রশ্ন করেন, কুলাউড়ার রাঙ্গিছড়া চা বাগানে অনেকেই মাদকাসক্ত, সেখানে অনেক শিক্ষার্থীরাও মাদক সেবন করেন, এটি কি করে বন্ধ করা যায়? ওসি বিনয় ভূষন রায় উত্তরে বলেন, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সেখানে যেনো কেউ মাদক সেবন না করতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করেন। এবং মাদক সেবনের প্রথম ধাপ ধূমপান না করার জন্য পরামর্শ দেন। 

একাদশ শ্রেণীর জাহিদ হাসান প্রশ্ন করেন, অনেক সময় দেখি সরকারী কর্মকর্তারাই দুর্নীতি করেন সেখানে আমরা কি করতে পারি? প্রশ্নের জবাবে ওসি বলেন, যে কর্মকর্তা দুর্নীতি করছে তাঁর বিষয়টি তাঁর উর্ধত্বন কর্মকর্তার কাছে গোপনে অভিযোগ করবে, এতে সেই কর্মকর্তা আর দুর্নীতি করার সুযোগ পাবে না।

প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আজ শিক্ষার্থীরা যে শপথ পাঠ করেছেন, তা যদি মনেপ্রাণে ধারন করেন তাহলে তারা সুশিক্ষিত নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।’তিনি মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে শিক্ষার্থীদের বিরত থাকার অনুরোধ করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন  সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কালেরকণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. নজমুল ইসলাম, শাহানাজ বাহার, হেলাল খাঁন, প্রভাষক গোলাপ মিয়া, আক্তার হোসেন, সংগঠনের   সদস্য আশনাফ মুনিম শাবাব প্রমুখ।  

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এসময় শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নেন এবং এসব সামাজিক ব্যাধিকে লাল কার্ড দেখান।  তিনি জানান, এটি তাদের সংগঠনের ১৩ শত ৬৩তম অনুষ্ঠান। সারা দেশে এ পর্যন্ত ৩৭ লাখ শিক্ষার্থী এরকম অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছেন।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...