সকলের উচিত সিলেটের বন্যার্তদের পাঁশে দাঁড়ানোর আহবান বলেলন.অধ্যাপক আব্দুল হান্নান
মোঃইবাদুর রহমান জাকির
বন্যার্ত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষের যার যার সামর্থ্যানুযায়ী পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান আহবান জানিয়েছেন।
(২০মে) শুক্রবার বিকাল ২টার সময় এক অনাড়ম্বরহীন অনুষ্টানের মাধ্যমে সিলেট বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অনুষ্টানে এ কথা বলেন জেলা জামায়াতের আমীর তিনি বলেন সিলেটের বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো বলেন দান ও দয়া হতে হবে নিঃস্বার্থভাবে, অভাবী ও বিপন্ন মানুষের কাছ থেকে কোনরকম প্রতিদানের আশা ছাড়া, কেবল আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য। যেমন আল্লাহ-তায়ালা সেদিকে ইঙ্গিত দিয়ে বলেন, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্থ এতিম ও বন্দিদের খাবার দান করে।
প্রসঙ্গত মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন। আর তা তিনি বহুগুণ ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। এছাড়া মানবতার নবী মুহাম্মদ (সা.) সব সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেন, তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন। মদিনার আনসার সাহাবীরা মুহাজির সাহাবিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দুস্থ ও সুবিধা বঞ্চিত পানিবন্দি মানুষের মধ্যে ত্রান বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সমাজসেবক কাজী আবুল কাশেম, ছাত্রশিবির সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহিবুল্লাহ হোসনেগীর, এছাড়া আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ আব্দুল হামিদ, চারখাই ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমীর হোসেন চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জামায়াত নেতা এম শামছুল আলম, জামায়াত নেতা শফি আহমদ মুন্না, জামিল আহমদ, খাইরুল আমীন।
No comments:
Post a Comment