Thursday, 19 May 2022

বড়লেখায় ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের ৩ খুঁটি ভেঙ্গেছে, ৮ ঘন্টা পর শাহবাজপুরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ।

বড়লেখায় ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের ৩ খুঁটি ভেঙ্গেছে, ৮ ঘন্টা পর শাহবাজপুরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ।  

আমাদের জিবি টিভি নিজস্ব প্রতিবেদক জানান 

বড়লেখায় ঝড়ে বড়লেখার  উওর চৌমুহনীতে দীর্ঘ দিনের বড় একটি গাছ পড়ে যায়। এতে শাহবাজপুরের সাথে ৮ ঘন্টা সড়ক যোগাযোগ বিচিন্ন ছিলো। গাছটি পড়ে পল্লী বিদ্যুতের ৩ টি খুটি ভেঙ্গে যায়।  বড়লেখা জোনাল অফিসের ডি জি এম এমাজউদ্দীন  দ্রুত কাজ শেষ করে লাইন চালুর নির্দেশ  দেন লাইনম্যান ও পল্লী বিদ্যুতের প্রকৌলীকে। 

 বড়লেখার সচেতন মহল জানান মৌলভীবাজার জেলার ৯৫ ভাগ এলাকায় গাছপালা রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি  যদি লাইনটি রক্ষা ও জনদূর্ভোগ এড়াতে লাইনটি মাটির নিচ দিয়ে করার ব্যবস্হার দাবী জানিয়েছেন তারা। 

জানা যায়  বড়লেখার উওর চৌমুহনীতে ঝড়ে বিদ্যুতের লাইনের উপর গাছ পড়ে লাইনের  ৩ টি খুটি ভেঙ্গে যায়।  মৌলভীবাজার জেলার প্রায় ৯৫  ভাগ এলাকা গাছপালা রয়েছে একটু জড়ো হাওয়ার হলে লাইনে গাছ পড়ে পল্লী   বিদ্যুৎ সমিতির অনেক ক্ষতি হচ্ছে। অন্য দিকে   গন গন  বিদ্যুৎ নিয়ে জনদূর্ভোগ হচ্ছে। 
গত ২০ মে ভোর রাতে ঝড়ের কবলে বেশ কিছু গাছপালা পল্লী বিদ্যুতের লাইনে পড়ে  কুলাউড়ায় সহ বড়লেখার বিভিন্ন স্হানে  গাছ পড়ে পুরো বড়লেখা উপজেলা সহ জুড়ির আংশিক অংশে বিদ্যুৎ ব্ন্ধ থাকে ।  বড়লেখা উওর চৌমুহনী দাসের বাজার সহ বেশ কয়েকটি স্হানে পল্লী বিদ্যুতের লাইনে গাছ পড়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে যায়। বড়লেখার উওর  চৌমুহনীতে বড় একটি  গাছ পড়ে ৮ ঘন্টা শাহবাজপুরের সড়ক যোগাযোগ বিচিন্ন ছিলো। 

পল্লী বিদ্যুতের খুটি ভেঙ্গে যাওয়ার গঠনায় পরিদর্শন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচিছর বিন আলী  বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী। এছাড়া পল্লী বিদ্যুতের মৌলভীবাজারের জেনারেল ম্যানেজারের নির্দেশে শ্রীমঙ্গলের ডি জি এম নজরুল ইসলাম মোল্লা লাইন পরির্দশন করেন।  বড়লেখার ডি জি এম এমাজউদ্দীন সরদার সমিতির লাইনম্যান সহ প্রকৌশলীকে দূত লাইন চালুর তাগিদ দেন। এবং ডি জি এম এমাজউদ্দীন সরদার কাজের মনিটরিং করেন লাইন চালুর জন্য।

ফরিদগঞ্জে তথ্য অধিদপ্তরের আয়োজনে নেতৃস্থানীয়দের ওরিয়েন্টেশন কর্মশালা

ফরিদগঞ্জে তথ্য অধিদপ্তরের আয়োজনে নেতৃস্থানীয়দের ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 


ফরিদগঞ্জে নারী-শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধিনে জিওবি খাতে নেতৃস্থানীদের অংশ গ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। 
এসময় নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারী অধিকার, জন্ম নিবন্ধন, শিক্ষা, পানিতে ডোবে শিশুর মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সু-রক্ষা ও দূর্যোগকালীন নারী-শিশুর সচেতনতা,জেন্ডার সমতা, পরিস্কার-পরিচ্ছন্নতা ,ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ সড়কসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিক্যাল অফিসার ডা.কামরুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ৯নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সচেতন মহলের মানুষজন উপস্থিত ছিলেন।
ক্যাপশন:
ফরিদগঞ্জে তথ্য অধিদপ্তরের আয়োজনে নেতৃস্থানীয়দের ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও তাসলিমুন নেছা।

ফরিদগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা রক্ষায় সচেনতা সভা

ফরিদগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা রক্ষায় সচেনতা সভা 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

ফরিদগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা রক্ষায় সচেনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে ১৯ মে বৃহস্পতিবার সকালে ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতির বক্তব্যে ইউএনও তাসলিমুন নেছা বলেন, সরকারকে ধন্যবাদ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পটি হাতে নেওয়ার জন্য। শুধুমাত্র মৎস্য অধিদপ্তর, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষে ইলিশ রক্ষা করা সম্ভব নয়। তাই জনসাধারণ ও মৎস্যজীবীকেও সচেতন হতে হবে। সাংবাদিকসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এই ইলিশ সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে। সেমিনারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যাক্রম সমূহ বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয় এবং সফল ও সার্থকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন, উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সেলিম মিয়া, সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনিরসহ বিভিন্ন মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীরাসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: ফরিদগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা রক্ষায় সচেনতা সভায় সভাপতির কক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা। পাশে উপস্থিত অতিথিরা।

বাকেরগঞ্জে ভিক্ষার ঝুলি হাতে শিশু সুমাইয়ার! দু'মুঠো ভাতের জন্য ঘুরছে দ্বারে দ্বারে

বাকেরগঞ্জে ভিক্ষার ঝুলি হাতে শিশু সুমাইয়ার!  দু'মুঠো ভাতের জন্য ঘুরছে দ্বারে দ্বারে 

সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল।।
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন। বাবা মানে মাথার ওপর বটগাছের ছায়া। শত কষ্ট সহ্য করে সন্তানের মুখে হাসি ফোটান বাবা। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাসে বাবাকে চিরতরে হারিয়ে সেই ছায়াটি নেই শিশু সুমাইয়ার কপালে। পাঁচ বছর বয়সে পিতাকে হারিয়ে গ্রামীণ জনপদে ভিক্ষা করে ৭ বছরের সুমাইয়া। ভিক্ষা করেই এই শিশুটিকে নিজের ও পরিবারের মুখে খাবার তুলে দিতে হয়। এভাবেই সে তার পরিবারের মুখে দু'মুঠো ভাত তুলে দেয়। 

যে শিশুটির এই বয়সে পুতুল খেলায় মগ্ন থাকার কথা তাকেই ধরতে হয়েছে সংসারের হাল। যে বয়সে হাতে খাতা-কলম থাকার কথা সে বয়সে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘুরছেন দুয়ারে দুয়ারে। ১৯ মে দুপুর ২ টায় জনকন্ঠ পত্রিকার সংবাদদাতা জিয়াউল হক এর নজরে আসে শিশু সুমাইয়া। সুমাইয়া করুণ সুরে ভিক্ষা চায় আমাকে দু'মুঠো ভাত দেয়া যায় আমি কিছু খাইনি। সুমাইয়াকে ভাত খেতে দেয় ও তার পরিবারের খোঁজখবর নিতে সুমাইয়া কে সাথে নিয়ে ছুটে যায় তার বাড়িতে।

সুমাইয়ার মা মুকুল বেগম জানান, এর আগেও আমার বিবাহ হয়েছিল দুই বছর আগে আমার স্বামী শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। আমার দুই কন্যা সন্তান সুমাইয়া ও সুমিকে নিয়ে অসহায় হয়ে পরি। কোন উপায়ান্তর না পেয়ে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলমগীর হোসেন এর সাথে দ্বিতীয় বিয়ে আবদ্ধ হই। এই ঘরেও আমার এক কন্যা সন্তান জন্মগ্রহন করেছে। আমার স্বামী আলমগীর হোসেন দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগতেছে। কর্মহীন হয়ে পরেছেন তিনি পাঁচজনের এই সংসারের হাল ধরেছেন শিশুকন্যা সুমাইয়া। 

সুমাইয়ার পিতা আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন অসুস্থতার কারনে কাজে যেতে পারছি না। সুমাইয়ার ভিক্ষায় আমার সংশার চলে।

রাজশাহীগামীর রজনীগন্ধা পরিবহনকে ৫০০০ হাজার টাকা জরিমানা।

রাজশাহীগামীর রজনীগন্ধা পরিবহনকে ৫০০০ হাজার টাকা জরিমানা। 
নয়ন ঘোষ 

ল‌ঙ্ঘিত হ‌লে ভোক্তা-অ‌ধিকার অ‌ভি‌যোগ কর‌লেই‌ পা‌বেন প্রতিকার:
জ‌নৈক সম্মা‌নিত যাত্রী ঢাকা হ‌তে রাজশাহীগামী রজনীগন্ধা প‌রিবহ‌নে ঢাকার বাইপাইল হ‌তে রাজশাহী পর্যন্ত টি‌কিট কা‌টে কিন্তু রজনীগন্ধা প‌রিবহন যাত্রী‌কে না‌টো‌রে না‌মি‌য়ে দেয় এবং অসদআচরণ ক‌রে। অদ‌্য ১৯.০৫.২২‌খ্রি.তা‌রি‌খে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, রাজশাহী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মাসুম আলী কর্তৃক গৃহীত শুনা‌নি‌তে রজনীগন্ধা প‌রিবহ‌নের প্রতি‌নি‌ধি অ‌ভি‌যোগ স্বীকার করায় প্রতি‌শ্রুত সেবা প্রদা‌নে ব‌্যার্থতার অপরা‌ধে ৫,০০০/-জ‌রিমানা আরোপ ও আদায় করা হয়।

বড়লেখায় উপজেলার ৬ দোকানকে ৭৪ হাজার টাকা জরিমানা

বড়লেখায় ৬ দোকানকে ৭৪ হাজার টাকা জরিমানা


বড়লেখার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজারসহ বিভিন্ন জায়গায় বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া একটি হোটেলে খাদ্যে পোকা পেয়ে অভিযোগ করে ৩৫০০ টাকা পেলেন শাকিল আকন্দ নামক এক যুবক। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।

অতিরিক্ত দামে তেল বিক্রি, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি, প্রতিশ্রæতি অনুযায়ী পণ্যবিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেলওয়ে মার্কেটের মেসার্স বাছিত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স রাজুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারের সাজু রাজু এন্ড রাতিন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আল্লাহর দান ষ্টোরকে ৫ হাজার টাকা, কাঁঠালতলী বাজারের মেসার্স রেদওয়ান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকরভাবে খাদ্য পরিবেশন ও খাদ্যের মধ্যে পোকা পাওয়ায় শাকিল আকন্দের অভিযোগের প্রেক্ষিতে জুড়ী উপজেলা চত্বরের নিউ মিনিষ্টার রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে ২৫% হিসাবে ৩৫০০ টাকা তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।

Wednesday, 18 May 2022

সিলেট বিভাগে বন্যার পরিস্থিতির অবনতি

 সিলেট বিভাগে বন্যার পরিস্থিতির অবনতি



 মোঃইবাদুর রহমান জাকির জানান

সিলেটের নগর ছাপিয়ে জেলা-উপজেলার প্রত্যন্ত এলাকায়ও বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি। এতে দুর্ভোগ-ভোগান্তিকে সঙ্গি করে রাত-দিন পার করছেন মানুষ।সুনামগঞ্জ  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সুনামগঞ্জের নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যে অনেকেই বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর, নবীনগর, ধারারগাঁও, জেলরোড, উত্তর আরপিননগর, তেঘরিয়া ও বড়পাড়া এলাকার সড়ক ও কিছু ঘরবাড়িতে পানি ওঠেছে। শহরতলির সুরমা নদীর উত্তরপাড়ের ইব্রাহিমপুর, সদরগড়সহ নদীরপাড়ের গ্রামগুলোর নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানিতে ওঠছে। এছাড়া সুনামগঞ্জের ছাতক, তাহিরপুর, দিরাই, শাল্লা ও জামালগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গোবিন্দগঞ্জ ছাতক সড়কে পানি ওঠায় ছাতকের সঙ্গে সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং জেলা শহরের সাথে তাহিরপুর ও বিশ^ম্ভরপুর উপজেলার একমাত্র সড়কে পানি উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ,  কোম্পানিগঞ্জ  নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘর-বাড়ী ছেড়ে গবাদি পশু নিয়ে মানুষ এখন নিরাপদ আশ্রয়ে। অনেকে আবার পানিবন্দি হয়ে নিজগৃহে অবস্থান করছেন।  বিভিন্ন হাট বাজারে হাঁটু থেকে কোমর পানি বিরাজ করায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বহু ব্যবসা প্রতিষ্ঠানে এখনো বানের পানি বিরাজ করছে।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...