Thursday, 19 May 2022

বড়লেখায় ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের ৩ খুঁটি ভেঙ্গেছে, ৮ ঘন্টা পর শাহবাজপুরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ।

বড়লেখায় ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের ৩ খুঁটি ভেঙ্গেছে, ৮ ঘন্টা পর শাহবাজপুরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ।  

আমাদের জিবি টিভি নিজস্ব প্রতিবেদক জানান 

বড়লেখায় ঝড়ে বড়লেখার  উওর চৌমুহনীতে দীর্ঘ দিনের বড় একটি গাছ পড়ে যায়। এতে শাহবাজপুরের সাথে ৮ ঘন্টা সড়ক যোগাযোগ বিচিন্ন ছিলো। গাছটি পড়ে পল্লী বিদ্যুতের ৩ টি খুটি ভেঙ্গে যায়।  বড়লেখা জোনাল অফিসের ডি জি এম এমাজউদ্দীন  দ্রুত কাজ শেষ করে লাইন চালুর নির্দেশ  দেন লাইনম্যান ও পল্লী বিদ্যুতের প্রকৌলীকে। 

 বড়লেখার সচেতন মহল জানান মৌলভীবাজার জেলার ৯৫ ভাগ এলাকায় গাছপালা রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি  যদি লাইনটি রক্ষা ও জনদূর্ভোগ এড়াতে লাইনটি মাটির নিচ দিয়ে করার ব্যবস্হার দাবী জানিয়েছেন তারা। 

জানা যায়  বড়লেখার উওর চৌমুহনীতে ঝড়ে বিদ্যুতের লাইনের উপর গাছ পড়ে লাইনের  ৩ টি খুটি ভেঙ্গে যায়।  মৌলভীবাজার জেলার প্রায় ৯৫  ভাগ এলাকা গাছপালা রয়েছে একটু জড়ো হাওয়ার হলে লাইনে গাছ পড়ে পল্লী   বিদ্যুৎ সমিতির অনেক ক্ষতি হচ্ছে। অন্য দিকে   গন গন  বিদ্যুৎ নিয়ে জনদূর্ভোগ হচ্ছে। 
গত ২০ মে ভোর রাতে ঝড়ের কবলে বেশ কিছু গাছপালা পল্লী বিদ্যুতের লাইনে পড়ে  কুলাউড়ায় সহ বড়লেখার বিভিন্ন স্হানে  গাছ পড়ে পুরো বড়লেখা উপজেলা সহ জুড়ির আংশিক অংশে বিদ্যুৎ ব্ন্ধ থাকে ।  বড়লেখা উওর চৌমুহনী দাসের বাজার সহ বেশ কয়েকটি স্হানে পল্লী বিদ্যুতের লাইনে গাছ পড়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে যায়। বড়লেখার উওর  চৌমুহনীতে বড় একটি  গাছ পড়ে ৮ ঘন্টা শাহবাজপুরের সড়ক যোগাযোগ বিচিন্ন ছিলো। 

পল্লী বিদ্যুতের খুটি ভেঙ্গে যাওয়ার গঠনায় পরিদর্শন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচিছর বিন আলী  বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী। এছাড়া পল্লী বিদ্যুতের মৌলভীবাজারের জেনারেল ম্যানেজারের নির্দেশে শ্রীমঙ্গলের ডি জি এম নজরুল ইসলাম মোল্লা লাইন পরির্দশন করেন।  বড়লেখার ডি জি এম এমাজউদ্দীন সরদার সমিতির লাইনম্যান সহ প্রকৌশলীকে দূত লাইন চালুর তাগিদ দেন। এবং ডি জি এম এমাজউদ্দীন সরদার কাজের মনিটরিং করেন লাইন চালুর জন্য।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...