সিলেট বিভাগে বন্যার পরিস্থিতির অবনতি
মোঃইবাদুর রহমান জাকির জানান
সিলেটের নগর ছাপিয়ে জেলা-উপজেলার প্রত্যন্ত এলাকায়ও বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি। এতে দুর্ভোগ-ভোগান্তিকে সঙ্গি করে রাত-দিন পার করছেন মানুষ।সুনামগঞ্জ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সুনামগঞ্জের নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যে অনেকেই বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর, নবীনগর, ধারারগাঁও, জেলরোড, উত্তর আরপিননগর, তেঘরিয়া ও বড়পাড়া এলাকার সড়ক ও কিছু ঘরবাড়িতে পানি ওঠেছে। শহরতলির সুরমা নদীর উত্তরপাড়ের ইব্রাহিমপুর, সদরগড়সহ নদীরপাড়ের গ্রামগুলোর নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানিতে ওঠছে। এছাড়া সুনামগঞ্জের ছাতক, তাহিরপুর, দিরাই, শাল্লা ও জামালগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গোবিন্দগঞ্জ ছাতক সড়কে পানি ওঠায় ছাতকের সঙ্গে সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং জেলা শহরের সাথে তাহিরপুর ও বিশ^ম্ভরপুর উপজেলার একমাত্র সড়কে পানি উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, কোম্পানিগঞ্জ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘর-বাড়ী ছেড়ে গবাদি পশু নিয়ে মানুষ এখন নিরাপদ আশ্রয়ে। অনেকে আবার পানিবন্দি হয়ে নিজগৃহে অবস্থান করছেন। বিভিন্ন হাট বাজারে হাঁটু থেকে কোমর পানি বিরাজ করায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বহু ব্যবসা প্রতিষ্ঠানে এখনো বানের পানি বিরাজ করছে।
No comments:
Post a Comment