Thursday, 2 June 2022

জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত।।

জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত।।

মোঃ জাকারিয়া।
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি, 
সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিংচাপইড় ইউনিয়নের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আনন্দ গন পরিবেশে নমিনেশন দাখিল ও ব্যালট পেপার এর মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।এই নির্বাচনে নমিনেশন বিতরন করা হয় মোট-২৫টি জমা হয়েছে-২৫টি,বাতিল হয়েছে-৪টি,বৈধতা পেয়েছেন-২১টি। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, সাকিবুল হাসান-৫ম। প্রিজাইটিং অফিসার ছিলেন-রুহিত আহমদ জয়-৫ম।সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে সাথে ছিলেন মরিয়ম আক্তার রাইসা-৪থ,ও আফজল হোসেন-৫ম।পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন-ফারিহা বেগম-৫ম,পাবানা আক্তার রিয়া-৪থ।ছেলেদের মধ্যে-এমরাজুল-৪থ,জয়নুল হক-৫ম।এই নির্বাচনে কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন যারা অত্র বিদ্যালয়ের-সাকিবা জান্নাত রায়া,সৌরভ,সুমা আক্তার, রিয়া আক্তার প্রিয়া,রুবা,তানজিদুর রহমান,অলিউর,মাহিন,রাহুল, ও মারুফ।পরে কিছু সময় বিরতি দিয়ে প্রাপ্ত ভোট গননা করা হয়।
এতে বিজয়ী প্রাথীরা হলেনঃ-৫ম শ্রেনীর,রুমানা আক্তার বুশরা প্রাপ্ত ভোট-৯৯ আনিশা আক্তার মরিয়ম প্রাপ্ত ভোট -৬৩ সুবেরাজ আহমদ প্রাপ্ত ভোট -৫২।৪র্থ শ্রেনীর,সোয়েব মিয়া প্রাপ্ত ভোট -৬২ ফাখেরা সুলতানা প্রাপ্ত ভোট -৫৭।৩য় শ্রেনীর,সুলতানা বেগম প্রাপ্ত ভোট -৮৩ ফাহিজা আক্তার সীমা প্রাপ্ত ভোট -৭৫ পেয়ে তারা সবাই ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন।এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইস্কুল ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত হয়েছে ৫ম শ্রেনীর ছাত্রী রুমানা আক্তার বুশরা।সব শেষে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জগৎ জৌতি ভৌমিক, অভিভাবক সদস্য শাহজাহান সহ সহকারী শিক্ষক,শিক্ষিকারা হলেন, রোকেয়া বেগম,আনোয়ার হুসেন,মাজেদা বেগম,লাভলী ও জাকারিয়ার অক্লান্ত পরিশ্রমে আজকের এই নির্বাচন সম্পন্ন করা হয়।পরে বর্তমান সরকারের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়ে আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা করে এক বার্তায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,আজ শিশুরা খুবই আনন্দিত। নিজের ভোট  নিজে দিতে পেরে তারা খুব খুশি। এর মাধ্যমে গণতন্ত্রের সঠিক চর্চা হয়।ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নাগরিক দায়িত্ব সম্পর্কে অবহিত হতে পারে শিক্ষর্থীরা। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। আজ সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে একসাথে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।। 
"গণতন্ত্র চর্চায় উদ্ভাসিত হউক দেশের প্রতিটি শিশু, দেশ প্রেম জাগ্রত হউক অন্তরে''

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...