Saturday, 4 June 2022

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি

চাঁদপুর ফরিদগঞ্জে  (০৪ জুন) বিকেলে   উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীরমুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডক্টর শামছুল হক ভুঁইয়া।

তিনি তার বক্তব্য বলেন, আওয়ামীলীগের প্রয়োজনে আমরা এক ও অভিন্ন, যে কোন দুর্যোগে আমরা যে একত্রিত হয়ে কাজ করতে পারি তা আজকের প্রোগ্রামে আবারও প্রমাণিত। ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারকে যারা হত্যা করেছেন সেই খুনিরা আজও বসে নেই।ঐদিন বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। এখন তাকে আবারও হত্যার হুমকি দেওয়া মানে দেশকে অস্থিতিশীল করে তোলা। তবে আমরা রাজপথে আছি, এসব হুমকি রাজনৈতিক ভাবেই মোকাবিলা করবো।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন নিয়ে পাঠাবে আমরা তাকে বিজয় করার লক্ষে একত্রিত হয়ে কাজ করবো। কেউ কোন কান কথায় কান দিবেন না আওয়ামিলীগের প্রযোজনে আমরা এক ও একত্রিত আছি এবং থাকবো।

এই সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক,পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজিসহ উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...