Friday, 13 May 2022

সিলেটে টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে, নিম্নঅঞ্চল গুলো

 সিলেটে টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে, নিম্নঅঞ্চল গুলো

সিলেট থেকে মোঃ নিজাম উদ্দিন।


সিলেটের বিভিন্ন  উপজেলা অতিরিক্ত ভারী বর্ষণের কারণে চলাচল  বিচ্ছিন্নতা দেখা দিয়েছে, বিভিন্ন যানবাহন চলাচল‌ বন্ধ রয়েছে। চলাচলের হিমশিম মধ্যে সাধারণ জনতা

 গোয়াইনঘাট  জৈন্তাপুর কোম্পানিগঞ্জ  কানাইঘাট সহ  যোগাযোগ বিচ্ছিন্ন জনগণকে সতর্ক থাকার আহবান।


টানা ৩ দিনের প্রবল বৃষ্টি পাতের কারণে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিতে তলিয়ে  ঘরে ঢুকে, ঐ এলাকার গ্রামগুলোর মধ্যে নয়া বস্তির রাস্তা  পানিতে তলিয়ে যায়  জাফলং চা বাগান রাস্তা ‌রাধানগর টু  গোয়াইনঘাট

  বাংলা বাজার নয়া গাঙ্গের পার  সাংকি ভাঙ্গা নতুন বাজার ও গোয়াইনঘাট সারিঘাট রাস্তা সহ বিভিন্ন স্থানে  রাস্তা তলিয়ে যাবার কারণে  গোয়াইনঘাট উপজেলা সদরের বিভিন্ন স্থানে পানিতে ডুবে গেছে


এতে গোয়াইনঘাটবাসীকে সতর্ক থাকার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃফারুক আহমদ এবং সবাইকে আল্লাহর কাছে দোয়া করার আহবান জানান তিনি আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন।সিলেটে টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে, নিম্নঅঞ্চল গুলো




সিলেট থেকে মোঃ নিজাম উদ্দিন।

সিলেটের বিভিন্ন  উপজেলা অতিরিক্ত ভারী বর্ষণের কারণে চলাচল  বিচ্ছিন্নতা দেখা দিয়েছে, বিভিন্ন যানবাহন চলাচল‌ বন্ধ রয়েছে। চলাচলের হিমশিম মধ্যে সাধারণ জনতা



 গোয়াইনঘাট  জৈন্তাপুর কোম্পানিগঞ্জ  কানাইঘাট সহ  যোগাযোগ বিচ্ছিন্ন জনগণকে সতর্ক থাকার আহবান।


টানা ৩ দিনের প্রবল বৃষ্টি পাতের কারণে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিতে তলিয়ে  ঘরে ঢুকে, ঐ এলাকার গ্রামগুলোর মধ্যে নয়া বস্তির রাস্তা  পানিতে তলিয়ে যায়  জাফলং চা বাগান রাস্তা ‌রাধানগর টু  গোয়াইনঘাট

  বাংলা বাজার নয়া গাঙ্গের পার  সাংকি ভাঙ্গা নতুন বাজার ও গোয়াইনঘাট সারিঘাট রাস্তা সহ বিভিন্ন স্থানে  রাস্তা তলিয়ে যাবার কারণে  গোয়াইনঘাট উপজেলা সদরের বিভিন্ন স্থানে পানিতে ডুবে গেছে


এতে গোয়াইনঘাটবাসীকে সতর্ক থাকার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃফারুক আহমদ এবং সবাইকে আল্লাহর কাছে দোয়া করার আহবান জানান তিনি আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...