Friday, 3 March 2023

নিসচার কেন্দ্রীয় কমিটির সদস্য রিপনের সাথে কমলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময়

নিসচার কেন্দ্রীয় কমিটির সদস্য রিপনের সাথে কমলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় 

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সাথে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও কমলগঞ্জে আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৩ মার্চ) বেলা ৩ ঘটিকায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য রুমেল আহমদের সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন নিসচা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। 

বিশেষ অতিথি ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিনসহ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার কার্যক্রমের বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেন 
সংগঠনের সভাপতি আব্দুস সালাম। 

কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপন বলেন, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা। তিনি তাদের কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তিনি ধন্যবাদসহ সাধুবাদ জানান।

Thursday, 2 March 2023

বড়লেখায় নিসচার সদস্য সংগ্রহ চলছে

বড়লেখায় নিসচার সদস্য সংগ্রহ চলছে 

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২০২৩-২৪ সালের কমিটি পূর্ণগঠন ও সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী এবং জনসচেতনতামূলক কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষে উপজেলা পর্যায়ে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সদস্য সংগ্রহ চলছে। সম্প্রতি কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়। 

অরাজনৈতিক অলাভজনক জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী ও আর্ত মানবতার ব্যতিক্রমী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার কার্যক্রমকে আরোও গতিশীল রাখতে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বড়লেখা উপজেলার বাসিন্দাগণ স্বেচ্ছাশ্রমে সামাজিক-মানবিক উন্নয়নে ও সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক এবং স্বেচ্ছাসেবী কাজ করতে আগ্রহীগন আগামী ১০ মার্চ ২০২৩ খ্রি. এর মধ্যে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য জন্য বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে। 

এসময় সাধারণ সম্পাদক আইনুল ইসলাম জানান, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের/আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও হতে পারেন নিসচা'র একজন গর্বিত সদস্য। আশা করি সড়ক দুর্ঘটনা রোধে আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত ভাবে আমরা যার যার অবস্থান থেকে নিসচার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে জনস্বার্থে সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যেমে একটি সুন্দর উপজেলা গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ। তাছাড়া আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গত ২৮ মে ২০২২ খ্রি. ঢাকায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়ের নিকট হতে নিসচা বড়লেখা উপজেলা শাখা দেশ সেরা সংগঠনের পুরস্কার অর্জন করে। এ অর্জন পুরো বড়লেখাবাসীর বলে আমি মনে করছি।

বিঃদ্রঃ- বিশ্বের যেকোন দেশ থেকে প্রবাসী ভাই-বোনরা সদস্য হতে পারবেন তবে আপনারা বড়লেখা উপজেলার নাগরিক হতে হবে। সংগঠনের যাছাই-বাছাই কমিটির মাধ্যমে নির্দিষ্ট পরিমান সদস্য নিয়োগ দেওয়া হবে। 

যোগাযোগঃ- 
তাহমীদ ইশাদ রিপন-সভাপতি মোবাঃ ০১৭৩৭১০৫৪৭৪, আইনুল ইসলাম সাধারণ সম্পাদক-০১৭৪৯৬৫৭৪২০, এছাড়াও ০১৮১৩-১৬১৩৬৬, ০১৭৮৩৬৭১০৭৩.
  
নিসচা বড়লেখা উপজেলা শাখা সকলের সর্বাঙ্গীণ মঙ্গল ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Wednesday, 1 March 2023

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানী মূল্য কমিটি ২৮ ফেব্রুয়ারি মার্চ মাসের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম ঘোষণা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানী মূল্য কমিটি ২৮ ফেব্রুয়ারি মার্চ মাসের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম ঘোষণা করেছে।


১ মার্চ থেকে শুরু করে সুপার ৯৮ পেট্রোলের জন্য খরচ হবে ৩.০৯ দিরহাম প্রতি লিটার,যা ফেব্রুয়ারিতে ৩.০৫ দিরহাম ছিল।

ফেব্রুয়ারিতে ৯৫ পেট্রোলের প্রতি লিটারের জন্য ২.৯৩ খরচ হতো, যা বর্তমানে ২.৯৭ দিরহাম।

ই-প্লাস ৯১ পেট্রোলের জন্য গত মাসে ছিল ২.৮৬ দিরহা্‌ যা বর্তমানে ২.৯০ দিরহাম প্রতি লিটার।

ডিজেল ফেব্রুয়ারিতে প্রতি লিটার ৩.৩৮ দিরহাম ছিল, বর্তমানে ৩.১৪ দিরহাম।

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের তাদের গাড়ির ট্যাঙ্ক ফুল করতে হলে ফেব্রুয়ারির তুলনায় একটু বেশিই খরচ করতে হবে।

দ্বিতীয় মাসের মতো পেট্রোলের দাম বাড়লো, যা এই বছর তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে।

বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০১ মার্চ) বেলা ১২ ঘটিকায় উপজেলা হলরুমে সমাজসেবা, সমবায় ও যুব উন্নয়ন অফিসের বাস্তবায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সমবায় কর্মকর্তা জবা রানী নাথ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও জাইকার প্রতিনিধি নাজমুল হুদা প্রমুখ।

Tuesday, 28 February 2023

জাতীয় "দৈনিক বাংলাদেশের আলো'' ১৫ বছরে পদার্পণে শুভেচ্ছা ও শুভকামনা...

জাতীয় "দৈনিক বাংলাদেশের আলো'' ১৫ বছরে পদার্পণে শুভেচ্ছা ও শুভকামনা...

মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে দর্শক সমাগম ঘটাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে দর্শক সমাগম ঘটাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

সকাল ৯ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সুসজ্জিত একটি পিকআপ বাদক দল সহ ট্রফিটি নিয়ে বড়লেখা  উদ্দেশ্যে রওনা হয়।

মঙ্গলবার  (২৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের দর্শক সমাগম বাড়াতে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সজ্জিত একটি পিকআপে করে বড়লেখা  উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়।

পরে দুপুরে জেলার  বড়লেখা   উপজেলায় প্রচারণা শেষে  গাড়ির শুভাযাত্রাটি জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালায়। পরে টুর্ণামেন্টের আকর্ষণীয় সোনালী ট্রফিটি জুড়ী থানায় নিয়ে আসা হয়।

ট্রফি প্রদর্শনকালে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  জুড়ী  উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। বিশেষ  অতিথির হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, বিশেষ অতিথির বক্তব্য দেন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বিশেষ অতিথির বক্তব্য দেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন,ওসি তদন্ত হুমায়ুন কবির, কোয়ার সভাপতি আব্দুল আউয়াল মিন্টু,সাধারন সম্পাদক জাকির হোসাইন তানিম  প্রমুখ।

এছাড়াও জুড়ী থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন  বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই আগামী ১ মার্চ মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে এবং ৪ মার্চ সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

জেলার প্রতিটি উপজেলা থেকে এ টুর্নামেন্টে একটি করে দল অংশগ্রহণ করবে। সকলের সহযোগিতায়  টুর্ণামেন্ট সফল করতে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন হতে যাচ্ছে উত্তর সম্মেলনে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির

আগামী মাসে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন হতে যাচ্ছে উত্তর সম্মেলনে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির বর্তমানে আহ্বায়ক হাজী কামাল হোসেন এবং সদস্য সচিব শেখ মাহমুদুর রহমান মাহমুদ ভাইকে এবং হাজী কামাল সাহেবকে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দেখতে চাই প্রচারে বড়লেখা উপজেলা জাতীয়পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আলী আজাদ

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...