বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০১ মার্চ) বেলা ১২ ঘটিকায় উপজেলা হলরুমে সমাজসেবা, সমবায় ও যুব উন্নয়ন অফিসের বাস্তবায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
No comments:
Post a Comment