Tuesday, 26 July 2022

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস 

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা --- প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জে ডাকাতিয়া  নদী ও উপজেলার ভিবিন্ন স্হানে  মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার  (২৬ জুলাই ) সকাল ৯ টা থেকে বিকাল ২টা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জ ভিবিন্ন স্হানে  মোবাইল কোর্টের মাধ্যমে 
গল্লাক বাজারে সিএন্ডবি বেরি সংলগ্ন বিল  হতে ৫ হাজার মিটার কারেন্ট জাল,২৪ টি চায়না জাল, ৫ টি চট জাল,১ টি ভেসাল জাল  ১ মাইল লম্বা ঘের এর বাঁধ উচ্ছেধ ও বিনস্ট করা হয়।

উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও পুলিশের  পোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা,মৎস্য কর্মকর্তা মোসা ফারহানা আক্তারসহ ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ সদস্যবৃন্দ।

ফরিদগঞ্জ সাহাপুর গ্রামে কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

ফরিদগঞ্জ সাহাপুর গ্রামে কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডস্থ সাহাপুর গ্রামের গোলা বাড়ির পাশে অবস্থিত কালভার্টটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঢালাই পড়ে যাওয়ায় রডের ওপর কয়েকটি কাট দিয়ে  চলাচলের ব্যবস্হা করেছে ইউপি সদস্যসহ স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাইকপাড়া দক্ষিণ  ইউনিয়নের ফরিদগঞ্জ সাহাপুর থেকে গ্রামীণ বাজারের  প্রধান সড়ক এটি। গোলা বাড়ির পাশে খালের ওপর নির্মিত কালভার্টটির ঢালাই নেই, আছে শুধু রড। যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার প্রায় ৭ থেকে ৮ হাজার লোক যাতায়াত করে। কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, বয়স্ক লোক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা।
জানা গেছে গত মার্চ মাসে সিমেন্টের বস্তা নিয়ে একটি ট্রাক যাওয়ার সময় কালভার্টের উপর উঠলে কালভার্টটি ভেঙ্গ যায় কিছু অংশ। পরবর্তীতে আর সংস্কার না করার কারণে  এখানে প্রতিনিয়তই কোন না কোনো দুর্ঘটনা ঘটেই চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা  যায় , এলাকাবেশীর আবেদনের প্রেক্ষিতে  ২৫-০২-২০২০ সালে কালভার্ট নির্মাণ জন্য  ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। 
স্থানীয় বাসিন্দা আলমগীর পাটোয়ারী  জানান, প্রায় ৩৭ বছর পূর্বে খালটির উপর কালভার্টটি নির্মাণ করা হয়। এটি অনেক পুরানো হয়ে যাওয়াতে গত ৪ মাস আগে থেকে এর ঢালাই ঝরে পড়া শুরু হয়। যার ফলে আজ এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
আব্দুল মান্নান শেখ জানান, এলাকার কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাদের অনেক বিড়ম্বনা পোহাতে হয়। রাস্তা এবং কালভার্ট খারাপ থাকায় এখানে কোনো গাড়ি আসতে পারে না। রোগীকে কাধে করে নিতে হয়।  
ওয়ার্ডের ইউপি সদস্য এমরান হোসেন  বলেন, 'সত্যি এটি একটি মরণফাঁদ। কালভার্টটির উপর দিয়ে চলাচলের জন্য আপতত কাট দিয়ে চলাচলের ব্যবস্হা করেছি,আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বরাবর আবেদন করেছি,দ্রুত সময় নতুন করে কালভার্ট করার জন্য।
পাইকপাড়া দক্ষিণ  ইউপি চেয়ারম্যান শওকত বিএসসি সরাসরি কথা বলতে রাজি নন।এমনকি এই ব্যাপারে তিনি কিছু বলতে রাজি নন।মুঠোফোনে শুধু এতটুকু বললেন আমরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি।এটা বলে ফোন কেটে দিলেন পরবর্তীতে ফোন দিলে তিনি রিসিব করেননি।

Monday, 25 July 2022

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেছে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সারী

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেছে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সারী

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ‘বৃক্ষবন্ধু নার্সারী’ ২০১৯ সালের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করেছে। বৃক্ষরোপনে এ নার্সারীটি সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। 

রোববার বিকেলে জাতীয় বৃক্ষমেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পুরস্কারের চেক ও ক্রেষ্ট প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় ‘ছ’ ক্যটাগরিতে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করে বড়লেখার বৃক্ষবন্ধু নার্সাারী। এর স্বীকৃতি স্বরূপ রোববার আনুষ্ঠানিকভাবে বৃক্ষবন্ধু নার্সারীর স্বত্তাধিকারী মো. সোনাহর আলীর ছেলে আইনুল ইসলামের হাতে এ জাতীয় পুরস্কারের চেক ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

এর আগে ২০১৮ সালে বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর সম্মাননা ক্রেষ্ট পান বৃক্ষবন্ধু নার্সারীর স্বত্তাধিকারী বৃক্ষবন্ধু মো. সোনাহর আলী। 

উল্লেখ্য, বৃক্ষপ্রেমিক সোনাহর আলী প্রায় ৪০ বছর ধরে বৃক্ষরোপনে বিশেষ অবদান রেখে চলেছেন। এর পুর্বে বড়লেখা উপজেলা প্রশাসন ও বড়লেখা রেঞ্জ সিলেট বন বিভাগের আয়োজনে নার্সারী পর্যায়ে স্থানীয়ভাবে প্রথম পুরস্কার অর্জন করে বৃক্ষবন্ধু নার্সারী তাছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ফুল এবং ঔষধী গাছের চারার সমাহার নিয়ে পৌর শহরের সরকারি কলেজ রোড সংলগ্ন বৃক্ষবন্ধু নার্সারী কয়েক বছর থেকে সফলতার সাথে ব্যবসা করে আসছে এবং নার্সারীর উদ্যোগে বৃক্ষরোপণে যথেষ্ট অবদান রাখছে। 

আগারগাঁও বন ভবনের হৈমতি মিলনায়তনে বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবারের বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও প্রধানমন্ত্রীর জতীয় পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক ড. আব্দুল হামিদ, উপ-প্রধান বন সংরক্ষক মঈন উদ্দিন খান, জাতীয় বৃক্ষমেলায় প্রথমস্থান অর্জনকারী বরিশাল নার্সারীর মালিক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

Saturday, 23 July 2022

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা --- প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য অফিস। শনিবার(২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা রুমার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান। এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ন রবিদাস, জাকির হোসেন সৈকত, গাজী মমিন, আ: সালাম, ফখরুল পাঠান, জাকির হোসেন প্রমুখ।

বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে সজলের সৌজন্যে ভানবাসিদের মাঝে নগদ অর্থ উপহার

বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে সজলের সৌজন্যে ভানবাসিদের মাঝে নগদ অর্থ উপহার 

তাহমীদ ইশাদ রিপন.

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠক এমদাদুল ইসলাম সজলের সৌজন্যে এবং বাড্ডা সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় সুজানগর ইউনিয়নের বন্যা দুর্গত বাড্ডা, জগড়ি ও দশগড়ী গ্রামের ভানবাসি অর্ধশত পরিবারের মাঝে প্রাথমিকভাবে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।  

শনিবার (২৩ জুলাই) বাড্ডা সমাজকল্যাণ পরিষদের সভাপতি ওমর উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি নাসের সরকার মনি, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, নাট্যযোদ্ধা সিলেটের সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কবি সিরাজ উদ্দিন, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নোমান, নিসচার প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, সমাজকর্মী মোহাম্মদ আলী, যুবলীগ নেতা ফরিজ আলী, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সদস্য তাহারাত আহমদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Friday, 22 July 2022

ফরিদগঞ্জে এক কিশোরীর আত্মহত্যা

ফরিদগঞ্জে এক কিশোরীর আত্মহত্যা 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা --- প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রিয়া আক্তার (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই কিশোরী উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামের বাবুল মজুমদারের মেয়ে। পরে শুক্রবার তার লাশ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে পুলিশ।
কিশোরীর ভাই তারেক হোসেন জানায়, তার কিশোরী বোন প্রিয়া আক্তার পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে নিজ ঘরের সিলিংফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোরবেলা তার মা কুলছুমা বেগম প্রিয়াকে নামাজ পড়তে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল শুক্রবার ভোরে তার লাশ উদ্ধার করে। পরে সকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়।

জমজমাট আয়োজনে আমিরাতের আজমানে লাকী টুরিষ্ট এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন।...

জমজমাট আয়োজনে আমিরাতের আজমানে লাকী টুরিষ্ট এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন

...

আমিরাতে দিন দিন বাংলাদেশি প্রতিষ্টান এতে করে এসব প্রতিষ্টানের মাধ্যমে কমছে বাংলাদেশি কর্মীদের বেকারত্বের হার সংযুক্ত আরব আমিরাতের আজমানে লাকী টুরিষ্ট এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধনে এমনি মন্তব্য করেছেন উপস্হিত সবাই প্রতিষ্টানটি উদ্বোধন করেন উক্ত প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ ওসমান গণি,মাওলানা নিজাম,হাফেজ মামুন,হাফেজ রিদুয়ান,এহসান সহ আরো অনেকেই

উদ্বোধন অনুষ্টানে প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালকগন জানান প্রবাসীদের সঠিক সেবা এবং হয়রানী কমানো তাদের মূল উদ্দ্যেশ্য

 

তাদের লাকী গ্রুপের আরো অন্যান্য প্রতিষ্টানগুলো হলো আজমানে লাকী রেস্টুরেন্ট,শারজাতে লাকী সুপার মার্কেট

 

এসময় তাদের লাকী টুরিস্ট এন্ড ট্রাভেলস এর উদ্বোধন অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন গ্রুপের সকল প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ ওসমান গণি,চকরিয়া প্রবাসী ফোরামে কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন ইসহাক,উপদেষ্টা মৌলানা মিজান,সহ সভাপতি আকতার আহমদ,মোঃ হোসেন,জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শারজা লাকী সুপার মার্কেটের পার্টনার ওমর ফারুক সহ আরো অনেকেই

এছাড়াও চকরিয়া প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাতে নের্তৃবৃন্দদের মধ্য আরো উপস্হিত ছিলেন আবদুর রশীদ,মৌলানা তৈয়ব,মোঃ বাবুল,আশেক ইলাহি,ইব্রাহিম ইমন

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...