Sunday, 29 May 2022

শেষ হলো নিসচার মহাসমাবেশ; দেশ সেরা সংগঠন বড়লেখা উপজেলা

শেষ হলো নিসচার মহাসমাবেশ; দেশ সেরা সংগঠন বড়লেখা উপজেলা 

নানান আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো নিরাপদ সড়ক চাই নিসচা'র ৯ম জাতীয় মহাসমাবেশ। উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের সম্মাননা স্মারক অর্জন করে মৌলভীবাজার জেলার নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। 

গতকাল শনিবার রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিসচার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে ঢাকা শহরের ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে। পেট্রোলপাম্পে হেলমেট বিহীন আরোহীদের কাছে তেল বিক্রি বন্ধ রাখা হবে। এতে সচেতনতা বৃদ্ধি হবে ও হেলমেট পরিধানের প্রবণতা বাড়বে। সেদিকেও আমরা নজরদারি রাখবো।

তিনি আরোও বলেন, আমরা উদ্যোগ নিচ্ছি ঢাকাকে নিরাপদ শহর করার জন্য। আমরা যদি এটা পারি, এরপর চট্টগ্রাম ও রাজশাহীকে করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এতে আমরা বিশেষ করে ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ সবকিছুতেই সুবিধা পাবো।

তিনি বলেন, নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। আমাদের সিট বেল্ট ব্যবহার এবং সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই সেটি করি না। আমাদের আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। আইন অমান্য করলে পুলিশ দিয়ে জেলখানায় ভরলাম, জরিমানা করলাম, তার চেয়ে বেশি দরকার আমাদের সবার সচেতনতা। আমরা যদি সচেতন হই, যদি আইন মেনে চলি, যদি বাস্তবতার নিরিখে কাজ করি, তবেই সফলতা আসবে এবং অবশ্যই আমরা তা পারবো। আর সবাই সচেতন হলে দুর্ঘটনা ও মৃত্যুহার কমবে।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশ, আমাদের মানুষ। তাই আমাদের সড়ক আইন মেনে চলতে হবে। সেজন্যই ঢাকার বাইরে অনেকগুলো শাখা করেছি, যেন তারা সবাই নিজ নিজ এলাকার সড়ক নিরাপদ রাখতে পারে। আমরা চাই সড়ক দুর্ঘটনায় নিজেকে  সবসময় আগে দেখতে হবে, পরিবর্তন হতে হবে। মূল কাজটা আমাদেরই করতে হবে। তাই সবাই মিলে প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। পরে সড়ক দুর্ঘটনা রোধে জনস্বার্থে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতাবৃদ্ধি ও সামাজিক-মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে দেশ সেরা বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

মহাসমাবেশে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাইয়ের ১১১টি সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান।

ফরিদগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টারের ১০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টারের ১০ হাজার টাকা জরিমানা 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়  বৈধ কাগজপত্র না থাকায় ২টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও  সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ মে  রবিবার বিকেল  উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা'র নেতৃত্বে পৌর শহরে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স না  থাকায় আল - হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারের ৫ হাজার টাকা ও রূপসা ডায়াগনস্টিক সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং মোবাইল কোর্ট এর খবর পেয়ে রূপসা বাজারে মুনমুন ডায়াগনস্টিক সেন্টার ও খাজুরিয়া বাজারের  লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারের লোকজন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান ও মেডিকেল অফিসার মামুন হোসেনসহ পুলিশ, আনসার সদস্যবৃন্দ। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Saturday, 28 May 2022

ছাতকে সিংচাপইড় ইউনিয়নে জাউয়া ব্র্যাক অফিসেরউদ্যোগে দিনব্যাপী বন্যার্তদের মাঝেত্রানসামগ্রী বিতরন।

ছাতকে সিংচাপইড় ইউনিয়নে জাউয়া ব্র্যাক অফিসের
উদ্যোগে দিনব্যাপী বন্যার্তদের মাঝে
ত্রানসামগ্রী বিতরন।

মোঃ জাকারিয়া।
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি, 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা)  নির্বাচনী আসন'র বার-বার নির্বাচিত  সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ব্র্যাক এর প্রধান কার্যালয় এর নির্দেশনায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নে জাউয়া বাজার ব্র্যাক অফিসের উদ্যোগে দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে।
আজ শনিবার দিনব্যাপী ইউনিয়ন'র বন্যার্তদের মধ্যে এসব ত্রানসামগ্রী গ্রাম'র বিভিন্ন শ্রেনীর হত দরিদ্র অসহায় মানুষের মাঝে গো,খাবার ও মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাবার পৌছে দিয়েছে জাউয়া ব্র্যাক অফিস।
এ সময় জাউয়া বাজার অফিসের ত্রানসামগ্রী বিতরন'র সময় উপস্থিত ছিলেন,জাউয়া অফিসের মোঃ মসতাফিজুর রহমানের সভাপতিত্বে মোঃফজলুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন জাউয়া বাজার অফিসের আলটাফুর গেজুয়েশন কর্মসুচীর ম্যানেজার জনাব জাহাঙ্গীর আলম স্যার ও সিংচাপইড় দিঘীর পাড়া গ্রামের শালীস ব্যাক্তিত্ব মোঃ নুরামিন আহমদ,মোঃ কাছা মিয়া,গেদা মিয়া,রুপু,সহ নাম না জানা আরো অনেকে। ত্রানসামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, আলু, পেয়াঁজ প্যাকেটজাত করে প্রতিটি বন্যার্ত পরিবার'র নিকট পিকাপ ভ্যানে করে সিংচাপইড় চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে গিয়ে পৌছে দেয়া হয়েছে।।

Friday, 27 May 2022

বড়লেখায় নিসচার উদ্যোগে মিছবাহ'র অর্থায়নে ১শত বন্যার্ত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখায় নিসচার উদ্যোগে মিছবাহ'র অর্থায়নে ১শত বন্যার্ত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ 

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা নিসচার উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ'র অর্থায়নে হাকালুকি হাওরপারে পানিবন্দি ১শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৭ মে) বেলা ৩ ঘটিকায় নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় মৌলভীবাজারের বড়লেখায় তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপারে পশ্চিম গোগরা (দূর্গাই) গ্রামের পানিবন্দি ১শত পরিবারে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজসহ প্রতিটি পরিবারে ১০ কেজি পরিমান করে খাদ্য সামগ্রী উপকারভোগীদের হাতে প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে নিসচার অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা নিসচার উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ।

বিশেষ অতিথি ছিলেন নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুর রহমান, পূবালী ব্যাংক বড়লেখা শাখার প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, হাকালুকি দারুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা ফখরুল ইসলাম, পশ্চিম গোগরা (দূর্গাই) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল মতিন, সম্পাদক সমির উদ্দিন, ব্যবসায়ী মুরাদ আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল আলম রাসেল, তরুণ সমাজসেবক দেলোয়ার হোসেন ও নয়গ্রাম উত্তর চৌমুহনী ইসলামিক ফোরামের সভাপতি শামীম আহমদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন, সাধারণ সদস্য ময়নুল ইসলাম, ছাত্রনেতা তোফায়েল আহমেদ তুহিন, জুয়েল আহমদ প্রমুখ। 

এসময় নিসচার উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ বলেন, অত্র এলাকা হাকালুকি হাওরপারের পশ্চিম গোগরা (দূর্গাই) গ্রামের মুসল্লীদের জন্য নিজস্ব অর্থায়নে ও নিসচার ব্যবস্থাপনায় একটি মসজিদ নির্মাণের ঘোষণা  দেন এবং চলিত সপ্তাহের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। তাছাড়া তিনি সম্প্রতিকালে সড়ক দুর্ঘটনায় নিহত অসহায় পরিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাত ও আর্থিক অনুদান প্রদানসহ আরোও বিভিন্ন মানবিক কর্মকান্ড নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বাস্তবায়ন করবেন।

ছাতকের সিরাজগঞ্জ বাজারের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন।।

ছাতকের সিরাজগঞ্জ বাজারের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন।। 

মোঃ জাকারিয়া।
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগন্জ বাজারে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ ঘঠিকার সময় সিরাজগঞ্জ বাজারস্হ একটি দোকানে বসে পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়।এই সময় সকল ব্যবসায়িদের উপস্থিতিতে বাজারের উন্নয়নের বিভিন্ন বিষয়াবলি নিয়ে দ্বীর্গক্ষন আলাপ আলোচনা করা হয়।আলাপ আলোচনার এক পর্যায়ে ২২/২৩ সালের জন্য নতুন করে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে বাজারের সকল ব্যবসায়িদের সর্ব সম্মতি ক্রমে ৩য় বারের মত মোঃ জমির উদ্দিন কে সভাপতি ও টানা ৪র্থ বারের মতো মোঃ আশরাফুল হক কে সেক্রেটারি নির্বাচিত করেছেন।এই নতুন কমিটিতে
সদস্য হিসেবে যারা রয়েছে। তারা হলেন - আং গণি, সাজুর মিয়া,সুহেল আহমদ ও ফখরুল ইসলাম।
বর্তমান নির্বাচিত কমিটির সকল ব্যবসায়ীদের কে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।।

Thursday, 26 May 2022

বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্টিত

বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্টিত

মোঃইবাদুর রহমান জাকির



খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগান কে সামনে রেখে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা ২৫মে বুধবার সকাল ১১টার সময় উপজেলার অডিটোরিয়াম হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্টিত হয়।


এতে সুচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে  অনুষ্ঠানে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী, সাংবাদিক আব্দুর রব, জালাল আহমদ, এ জে লাভলু, মোঃইবাদুর রহমান জাকির। 

প্রসঙ্গতঃসেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করেছে।

বড়লেখার মোহাম্মদ নগর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

বড়লেখার মোহাম্মদ নগর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। 

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদ নগর বাজারে একের পর এক হচ্ছে ব্যবসায়ীদের দোকান চুরি, এ উপলক্ষে বুধবার (২৫ মে)  রাত ৭ ঘটিকার সময় মোহাম্মদ নগর বাজারে এক বিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে,  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা থানার অফিসার ইন্চার্য জাহাঙ্গীর হোসেন সরদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ বাবলু,  শুভেচ্ছা  বক্তব্য রাখেন দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান মনা। 

এসময় উপস্থিত ছিলেন,  এস আই মাসুক মিয়া, মোহাম্মদ নগর বাজার কমিটির সভপতি কাজল দাস,সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন,  সহ-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ,কোষাধ্যক্ষ আক্তার হোসেন,সদস্য রিপন আহমেদ, বকুল দাস সহ উপস্থিত ছিলেন বাজার কমিঠির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য ও স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বড়লেখা থানার অফিসার ইর্ন্চাজ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন বাজারের সিসি কেমেরায় যে চুরের ছবি পাওয়া গেছে তাকে  দরবার জন্য আমরা চেষ্টা করতেছি,  আমরা খুব দ্রুত তাকে ধরে আইনের আওতায় এনে শাস্তি দিব

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...