Saturday, 28 May 2022

ছাতকে সিংচাপইড় ইউনিয়নে জাউয়া ব্র্যাক অফিসেরউদ্যোগে দিনব্যাপী বন্যার্তদের মাঝেত্রানসামগ্রী বিতরন।

ছাতকে সিংচাপইড় ইউনিয়নে জাউয়া ব্র্যাক অফিসের
উদ্যোগে দিনব্যাপী বন্যার্তদের মাঝে
ত্রানসামগ্রী বিতরন।

মোঃ জাকারিয়া।
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি, 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা)  নির্বাচনী আসন'র বার-বার নির্বাচিত  সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ব্র্যাক এর প্রধান কার্যালয় এর নির্দেশনায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নে জাউয়া বাজার ব্র্যাক অফিসের উদ্যোগে দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে।
আজ শনিবার দিনব্যাপী ইউনিয়ন'র বন্যার্তদের মধ্যে এসব ত্রানসামগ্রী গ্রাম'র বিভিন্ন শ্রেনীর হত দরিদ্র অসহায় মানুষের মাঝে গো,খাবার ও মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাবার পৌছে দিয়েছে জাউয়া ব্র্যাক অফিস।
এ সময় জাউয়া বাজার অফিসের ত্রানসামগ্রী বিতরন'র সময় উপস্থিত ছিলেন,জাউয়া অফিসের মোঃ মসতাফিজুর রহমানের সভাপতিত্বে মোঃফজলুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন জাউয়া বাজার অফিসের আলটাফুর গেজুয়েশন কর্মসুচীর ম্যানেজার জনাব জাহাঙ্গীর আলম স্যার ও সিংচাপইড় দিঘীর পাড়া গ্রামের শালীস ব্যাক্তিত্ব মোঃ নুরামিন আহমদ,মোঃ কাছা মিয়া,গেদা মিয়া,রুপু,সহ নাম না জানা আরো অনেকে। ত্রানসামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, আলু, পেয়াঁজ প্যাকেটজাত করে প্রতিটি বন্যার্ত পরিবার'র নিকট পিকাপ ভ্যানে করে সিংচাপইড় চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে গিয়ে পৌছে দেয়া হয়েছে।।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...