Thursday, 1 September 2022

জৈন্তাপুরে বালুর ট্রাকে অর্ধ কোটি টাকার ভারতীয় কসমেট্রিক্স

জৈন্তাপুরে বালুর ট্রাকে অর্ধ কোটি টাকার ভারতীয় কসমেট্রিক্স



সিলেট প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিজানে অভিনব পদ্ধতিতে বালুবাহী ট্রাকে করে ভারত থেকে অবৈধপন্থায় আনা প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৩১ বস্তা (কিট) কসমেটিকসহ একজনকে আটক করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা একটার দিকে কসমেটিক্সের এই বিশাল চালান জব্দ করা হয়।  

এ ঘটনায় ট্রাকের চালক মো. সুজনকে (২৭) আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কার্তিকপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। 


পুলিশ সূত্রে জানা যায়, আজ ১ সেপ্টেম্বর বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বালু বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।

থানায় আনার পর সিলেট উত্তর সার্কেল (কানাইঘাট) সিনিয়র এএসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রবের উপস্থিতিতে শ্রমিকদের মাধ্যমে বালু আনলোড করে ট্রাকের মধ্যে সুকৌশলে (পলিথিন ও তেরপাল) ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেট্রিক্সের ৩১ বস্তার (কিট) চালান
 উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে ধারণা পুলিশের। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকও (ঢাকা-মেটো-ট-২২-৭৫৯২) জব্দ করা হয়। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিনব কায়দায় বালু চাপা দিয়ে ভারতীয় কসমেট্রিক্স জাফলং হতে ঢাকা নিয়ে যাওয়ার পথে ট্রাক সহ ১জন আটক করা হয়।’ আটক মালামালের জব্দ তালিকা প্রস্তুতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘এছাড়া জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান অভ্যহত রেখেছে।’

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...