Monday, 6 June 2022

ফরিদগঞ্জে দৈনিক যায়যায় দিন পত্রিকার১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদগঞ্জে দৈনিক যায়যায় দিন পত্রিকার১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 


মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি
মোবাইল নং-০১৭১১০৩৭৩৯৭

সোমবার (০৬ জুন) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি র্র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন শেষে পুনরায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে এসে আলোচনা সভাস্হলে মিলিত হয়।
“দৈনিক যায়যায় দিন” পত্রািকার উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের বিপ্লবী সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন,
দেশ ও দেশের বাহিরের বিভিন্ন খবরা খবর সাধারন মানুষের দোর প্রান্তে পৌঁছিয়ে দিতে দেশের সংবাদ পত্র গুলো অগ্রনী ভূমিকা রেখেছে।
এরিধারাবাহিকতা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় “দৈনিক যায়যায় দিন ”
পত্রিকাটি পাঠক মনে অনেক সাড়া জাগিয়েছে।
তিনি আরোও বলেন, সকল কর্মব্যস্হতার মধ্য দিয়েও দিনে একবার হলেও দৈনিক যায়যায় দিন পত্রিকায় চোখ রাখেন তিনি। পাঠক প্রেমী এ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে উত্তর উত্তর সফলতা কামনা করেছেন তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রফিকুল আমিন কাজল , ফরিদগঞ্জ উপজেলা সরকারী কর্মচারী কল্যান পরিষদের (অবসরপ্রাপ্ত) সাবেক সভাপতি ও পৌর আ’লীগের উপদেষ্টা আলহাজ্ব মোঃ রিয়াজ আহম্মদ ফরিদী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উন্নয়ন কমিটির সভাপতি মামুন পাঠান, সহ-সভাপতি আমান উল্যা আমান,
সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রবীর চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, রবিনারায়ন দাস,,জাহিদুল ইসলাম, রুহুল আমিন স্বপন ও কোমল মতি শিক্ষার্থী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...