Monday, 23 May 2022

পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেটের নিন্মা অঞ্চল প্লাবিত হচ্ছে

পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেটের নিন্মা অঞ্চল প্লাবিত হচ্ছে 
মোঃইবাদুর রহমান জাকির 



পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেটের ছয় উপজেলার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে।
 সোমবার সিলেটে বৃষ্টি না হলেও উজান থেকে আসা পানিতে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে।



পানিবন্দি মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। এতে চরম ভোগান্তির মধ্যে দিন পার করছেন তারা। দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বন্যায় গৃহবন্দী মানুষ মানবেতর জীবন যাপন করেছেন। সময় সময় সুনাই নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে । ফলে এর তীরবর্তী  বিয়ানীবাজার-বড়লেখা, হাকালুকি পারের উপরিভাগ এলাকা প্লাবিত হওয়ার আশংকা   দেখা দিয়েছে। 

সিলেট জেলায় সুরমা-কুশিয়ারা নদীর ৪২টি বাঁধ ভেঙে গেছে৷ এতে সিলেট সদর, দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এলাকা প্লাবিত হয়েছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এলাকায় পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে।
বিভিন্ন স্হানে তলিয়ে গেছে রাস্তাঘাট। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও জলমগ্ন অবস্থায় দেখা গেছে। 


এদিকে বন্যার্ত মানুষের হাতে এখনও পযাপ্ত ত্রাণ না পৌছায় পানিবন্দি মানুষের মধ্যে  ক্ষোভ বিরাজ করছে।গৃহবন্দি মানুষের পাশে দাড়ানো উদ্যোগ দ্রুত না নেয়ায় সেখানে মানুষের দুর্ভোগ সময় সময় আরও বাড়বে বলে এলাকাবাসী মনে করছেন।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...