১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড পশ্চিম দূর্গাপুর গ্রামের রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই।
এ.এম.লিমন (বাকেরগঞ্জ প্রতিনিধি),
১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড পশ্চিম দূর্গাপুর গ্রামের রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই। এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত ছাত্র ছাত্রী আসা যাওয়া করে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে একটু পানি বেড়ে গেলে মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পরে রাস্তটি। নির্বাচন এলে মেম্বার চেয়ারম্যান প্রতিস্রুতি দিয়ে যায় যে এবার আমাকে নির্বাচিত
করলে আপনাদের রাস্তা সবার আগে করে দিব বলে চলে যায় কিন্তু আজও কোন খবর নেই। এলাকার ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তারা বলে ৩০ বছরেও এই রাস্তার কোন মেম্বার চেয়ারম্যান কে মাটি দিতে দেখিনি। আমরা এলাকাবাসী একত্রিত হয়ে অনেক আগে নিজেরা মাটি দিয়ে চলাচলের ব্যবস্থা করছি তাই দিয়ে চলি।বর্ষার মৌসুমে এই রাস্তা দিয়ে আমাদের বাচ্চারা স্কুল কলেজে আসা যাওয়া করে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে রাস্তা পানিতে প্লাবিত হয়ে যায় বাচ্চারা স্কুলে যেতে পারে না আছার খেয়ে পড়ে গিয়ে বই খাতা নষ্ট হয়ে যায় বাচ্চারা পরে ভোগান্তিতে।তাই আমরা মেম্বরের কাছে জানতে চাইলে সে বলে আমার কাজের বাজেট পাইনি কিন্তু গ্রামবাসী বলে অন্য মেম্বার কি ভাবে কাজ করে। তাই আমরা তার কাছে আস্থা পাইনা। এখন আমারা উপর মহলের কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি যাতে এই রাস্তার দিকে একটু নজর রাখে আর আমাদের ভোগান্তি থেকে মুক্তি পায় এটাই এলাকা বাসীর কামনা।
No comments:
Post a Comment