Sunday, 22 May 2022

বড়লেখায় স্কুলের পাশে মুজিব বর্ষের ঘর না করার দাবী অভিবাবক ও এলাকাবাসীর।

বড়লেখায় স্কুলের পাশে মুজিব বর্ষের ঘর না করার দাবী অভিবাবক ও এলাকাবাসীর। 

জিবি টিভির নিজস্ব প্রতিবেদক, 
বড়লেখার কাঠাল তলী উচ্চ বিদ্যালয়ের পাশে মুজিব বর্ষের ভূমিহীন পরিবারের সদস্যদের ঘর নির্মান না করার দাবী করেছে স্থানীয় অভিবাবক শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ ব্যাপারে অভিযোগ  করেছে। মৌখিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান,  স্হানীয় সাংসদ ও সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীকে  এখানে ঘর নির্মান না করার দাবী জানিয়েছেন। 

সরেজমিন এলাকায় অভিযোগ সুএে জানা যায়  উপজেলার কাঠালতলী বাজারে পতিত ভুমি প্রায় দুই বছর থেকে কাঁঠাল তলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠ হিসেবে ব্যবহার করে আসছে।  শিক্ষার্থী ও  এলাকাবাসী ও অভিভাবকরা মুজিব বর্ষের ভূমিহীন পরিবারের আশ্রয়ন প্রকল্পের সাইনবোর্ড দেখে তারা মর্মাহত হয়েছে। এখানকার অনেক সচেতন অভিবাবক জানান  আমাদের  শিক্ষার্থীরা পতিত বাজারে জায়গায় মাঠ হিসেবে ব্যবহার করছে। এখানে  কাঠাল তলী উচ্চ বিদ্যালয়ের ১৫ ফুটের পাশে মুজিব বর্ষের ঘর করলে এক দিকে শিক্ষার্থীদের চলাফেরায় সমস্যা অন্য দিকে   পরিবেশের চরম হুমকির সম্মুখীন হবে। তারা আরো জানান বড়লেখা বড়লেখা খাস ভূমির কি এ সংকট দেখা দিয়েছে যে স্কুলের পাশে মুজিব বর্ষের ভূমিহীনদের ঘর করে দিতে হবে। 
কাঠাল তলী উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জানান কাঠালতলীর পতিত  বাজারের মুক্ত ভাবে  আমরা চলাফেরা ও খেলাধুলা করি থাকি শিক্ষার্থীর জন্য এ জায়গাটুকু দেওয়ার জন্য  আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের নিকট আমরা কৃতজ্ঞ থাকিবো।  তারা আরো জানায় স্হানীয় সাংসদ ও সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এক অনুষ্টানে এসে বাজারের জায়গাটি শিক্ষার্থীরা মাঠ হিসেবে ব্যবহার করা অনুমতি ও দেন। এর পর থেকে অনেক  এ জায়গায়  একটি মহল জায়গা দখলে নেওয়ার চেষ্টা করে ব্যার্ত হয়।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...