Monday, 16 May 2022

বাকেরগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কর্তন হত্যার হুমকি

 বাকেরগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কর্তন

হত্যার হুমকি



বাকেরগঞ্জ প্রতিনিধি//

বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডে বসত বাড়ির গাছ কর্তন ও সীমানা পিলার উপরে ফেলার অভিযোগ উঠেছে।


জানাযায়, পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত্য আব্দুল আলী জোমাদ্দারের পৈত্রিক সম্পত্তি বসত বাড়ির ভরপাশা ৪৬ নং মৌজার খতিয়ান ৭২৫ দাগ নং ২২৫৮ জমি স্থানিয় সার্ভেয়ার দ্বারা প্রায় ২০ বছর আগে মেপে তার ওয়ারিশদের প্রাপ্ত জমিতে সীমানা পিলার নির্ধারন করা হয়। ভাগ বন্ঠন এর জমি হোসেন আহম্মেদ জোমাদ্দার ও তার ছোট ভাই তোফাজ্জেল হোসেন জোমাদ্দার ভাগ বন্ঠন হিসেবে দখলে আছেন। 


তোফাজ্জেল হোসেন জানান, তার প্রাপ্ত জমিতে ৩ বছর আগে বসত ঘরের সামনে বাগান বাড়ি করে ভোগ দখল করে আসছি। আমাদের পৈত্রিক সম্পত্তিতে ৭ জন অংশীদার তাদের উপস্থিত না রেখে গত জানুয়ারি মাসে আমার বড় ভাই পুনরায় স্থানিয় সার্ভেয়ার দ্বারা বাড়ির জমি মেপে সীমানা পিলার নির্ধারন না করেই আমার বাগান বাড়িতে জমি পাবেন বলে দাবি জানায়।

অথচ অন্য অংশীদারের জমি বুঝিয়ে না দিয়ে একক মালিকানা দাবিতে বাড়ির সম্পক্তি থেকে আমার বড় ভাই বেশি জমি দখল করে রেখেছেন।


আমি চাকুরীর সুবাধে ৮ বছর যাবত পরিবার নিয়ে খুলনা বসবাস করে আসছি। আমার বাড়ি ঘর দেখে রাখার জন্য প্রতিবেশি দেলোয়ার হোসেন কে দায়িত্ব দিয়েছি। দোলোয়ার হোসেন তার স্ত্রী লাভলী বেগম পরিবার নিয়ে আমার ঘরে বসবাস করেন।


এ বিষয়ে লাভলী বেগম জানান, ১৩ মে শনিবার আমার বাড়ির মালিক তোফাজ্জেল হোসেনের বড় ভাই হোসেন আহম্মেদ ও তার ছোট ছেলে শফিক জোমাদ্দার সকাল ১০ টায় তোফাজ্জেল হোসেনের  বাগান বাড়ির গাছ পালা কেটে ফেলে জমি দখলের অপচেষ্টা চালায়। আমি গাছ কাটার কারন জানতে চাইলে শফিকের হাতে থাকা গাছ কাটার ধারালো দা দিয়ে হামলার চেষ্টা চালায় ও হত্যা করার হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকেরগঞ্জ থানায় আইনি সহযোগীতা পেতে লিখিত অভিযোগ দায়ের করেছি।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...