Thursday, 12 May 2022

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভাগীয় প্রথম বিজয়ীকে ফুলের সংবর্ধনা প্রদান

 বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভাগীয় প্রথম বিজয়ীকে ফুলের সংবর্ধনা প্রদান

মঠুন পাল , পটুয়াখালী প্রতিনিধি। 


 বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২২ এর আওতায় আমাদের গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির কৃতি শিক্ষার্থী ফাতিহা জিওন্তা। 


তিনি ভাষা ও সাহিত্য " বিষয়ে শেরা মেধাবীদের সাথে প্রতিযোগিতা  করে একে একে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সেরা মেধাবী হওয়ার স্বীকৃতি অর্জন করেন।


এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশিষ্ট শিক্ষানুরাগী ও জনপ্রিয় উপস্থাপক মোঃ গোলাম মস্তোফা তার কার্যালয়ে  কৃতি এ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হালিম , উপজেলা একাডেমিক সুপারভাইজার, জিওন্তার মা, বাবা এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য জিওন্তার বাবা একজন প্রকৌশলী এবং মাতা গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক। 


 তার এ সাফল্যে গর্বিত ও অনুপ্রাণিত এবং  আমরা আশা করি বিজয়ের সর্বশেষ মুকুট জাতীয় পর্যায়ে ও জিওন্তা ভাষা এবং সাহিত্যে সারাদেশের শ্রেষ্ঠ মেধাবীদের সাথ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে  শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ হওয়ার খেতাব অর্জন করে আমাদের মুখ উজ্জ্বল করবে বলে গলাচিপা উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি ও শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা খালিদ হোসেন মিল্টন, সিনিয়র সাংবাদিক শংকর লাল দাস,  মু. সাইমুন রহমান এলিট, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

No comments:

Post a Comment

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...