Sunday, 4 December 2022

বড়লেখায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা হুইল চেয়ার বিতরণ

বড়লেখা উপজেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর শনিবার আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ্যালি, আলোচনা সভা হুইল চেয়ার, সাদা ছড়ি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় দিবসটি পালিত হয়

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা তাসলিমা খানম, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, হাফেজ আব্দুস সোবহান প্রমুখ

 

 

 

 

 

 

 

 

 

 

Wednesday, 21 September 2022

সুবর্ণচরে সাংবাদিক ইব্রাহীম খলিল শিমুল এর ভগ্নীপতির ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ।

সুবর্ণচরে সাংবাদিক ইব্রাহীম খলিল শিমুল এর ভগ্নীপতির ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ। 


আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-


দৈনিক বাংলাদেশ সমাচার  সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুলের ভগ্নীপতি  মো. মামুন (৩২) বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ঢাকা ধানমন্ডি সাতমসজিদ সড়কের সংকর এরিয়া একটি প্রাইভেট হাসপাতাল ইডেন মাল্টি কেয়ারের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

এদিকে সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুলের ভগ্নীপতি মামুনের অকাল মৃত্যুতে 
গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক মহল ও এলাকাবাসী।

 সে পেশায় একজন ড্রাইভার। তার নিজস্ব একটি গাড়ি চালাতেন।

২নংচরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের ভাঙ্গাপোল এলাকায় আলী আজ্জম মাঝি বাড়ির মো. রাশেদ কোম্পানির ছোট ভাই। তিনি স্ত্রী,  ৩ সন্তান , রাব্বি (৭), ঈশান (৫), আজগর (২)ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ছোট ছোট বাচ্চাদের রেখে যাওয়ায় তার স্ত্রী, বাবা-মা সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


তার স্ত্রী লুবনা আক্তার জানান, গত এক মাস যাবৎ সে প্রচণ্ড জ্বরে ভোগছেন। প্রথম এক সপ্তাহ শুধু জ্বর ছিলো। স্থানীয় পল্লী চিকিৎসক এর পরামর্শে মেডিসিন খেয়েছে। জ্বরের কোনো উন্নত না হওয়ায় জেলা সদরে একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে উনার শরীরের কয়েকটি টেস্ট করানো হয়। টেস্টের পরে ডাক্তারের পরামর্শে মেডিসিন খেয়েও কোনো পরিবর্তন হয় নি।

পরবর্তীতে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পরামর্শে ৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেও কোনো উন্নত হয় নি। পরে গত ১৫ সেপ্টেম্বর রাত ৮ টায় জেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। সেখানেও কোনো উন্নত না হওয়ায় ওই রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়ে ভর্তি হয়। সেখানে ২ দিন চিকিৎসা নেওয়ার পর বিভিন্ন টেস্ট করেও রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। গত ১৯ তারিখ রাত ১২ টায় হঠাৎ ওই হাসপাতালে ভর্তিকৃত অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে আইসিইউ ভর্তির নির্দেশ দেয়। কিন্তু ওই হাসপাতাল সহ পার্শ্ববর্তী কোনো হাসপাতালে আইসিইউ বেড না থাকায় তাৎক্ষণিত ঢাকা ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতাল ইডেন মাল্টি কেয়ারেরর আইসিইউ’তে ভর্তি করানো হয়। ভর্তির ২ দিন পর আজ মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, উনার এ অকাল মৃত্যুতে আমি উনার জন্য সকলের নিকট দোয়া চাই। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক এ কামনা করি। এবং আমি ও আমার সন্তান নিয়ে সুখে থাকতে পারি এ প্রার্থনা করি।

মাল্টি কেয়ার হাসপাতালের ডাক্তার জানিয়েছে, তিনি এ অল্প বয়সে ডেঙ্গু রোগ, ব্লাড, কিডনি, ফুসফুস সমস্যা সহ একাধিক রোগে ভোগছেন। এক পর্যায়ে সে এ রোগ গুলো থেকে কাটিয়ে উঠতে না পারায় আজ আইসিইউ’তে থেকেও বাঁচতে পারেন নি।

মরহুমের নামাজে জানাজা সন্ধ্যা ৭ঘটিকার সময় নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

ফরিদগঞ্জে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদগঞ্জে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা -- প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নেছার আহম্মদ’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি জেলা পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, সহকারি পরিচালক , জাতীয় ভোক্তা অধিদপ্তর সহকারি কর্মকর্তা নুর হোসেন রুবেল , জেলা আবহাওয়া অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা  শাহ মোহাম্মদ শোয়েব প্রমুখ।

Thursday, 15 September 2022

মৌলভীবাজার জেলা পরিষদের ১ নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করলেন শিমুল

মৌলভীবাজার জেলা পরিষদের ১ নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করলেন শিমুল 

বড়লেখা( মৌলভীবাজার) প্রতিনিধি  

   মৌলভীবাজার জেলা পরিষদের  ১ নং ওয়ার্ডে থেকে  সদস্য পদে নির্বাচন করতে প্রথম  শ্রেনীর ঠিকাদার শহীদুল আলম শিমুল  মনোনয়ন  পএ দাখিল  করেছেন। 

(১৫ সেপ্টেম্বর) সকালে  মৌলভীবাজার জেলা নির্বাচন  কার্যালয়ে সহকারী  রিটানিং অফিসার  আলমগীর হোসেনের  নিকট মনোনয়ন পএ দাখিল করেছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জেলা পরিষদের সীমানা বৃদ্ধি করে প্রতি উপজেলায় ১ জন করে সদস্য করার সিদ্ধান্ত হয়। 
সেই হিসেবে শহীদুল আলম শিমুল তিনির মনোনয়ন পএ দাখিল করেন। 
জানা যায় মৌলভীবাজার জেলা পরিষদের ১ নং ওয়ার্ড থেকে প্রার্থী শহীদুল আলম শিমুল ছাড়া অন্য দুই জন নির্বাচন করবেন তারা হচ্ছেন আবু তাহের আজিম ও আবু আহমদ হামিদুর রহমান শিপলু। 

শহীদুল আলম শিমুল ও আবু আহমদ হামিদুর রহমান শিপলু সরকার দলীয় আওয়ামী  যুবলীগের রাজনীতির সাথে জড়িত। অন্য জন আবু তাহের আজিম জামায়াত ঘরনার রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।  
এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৪৬ জন রয়েছেন। 
মোঃ রুয়েল কামাল বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি
রিন নং ১২৫ ০১৭১৫৬৬৫৩৭৬
১৫/০৯/২০২২২ইং

জাফলংয়ে ডিবি পুলিশের অভিযান: ভারতীয় মদসহ বয়স্ক মহিলা আটক।

জাফলংয়ে ডিবি পুলিশের অভিযান: ভারতীয় মদসহ বয়স্ক মহিলা আটক।

 
সিলেটের জাফলংয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় মাদকসহ বয়স্ক এক মহিলাকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন)।
সূত্রে জানাযায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন)’র এস আই আবুল হোসেন’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সেলিনা বেগম (৫০) নামে এক বয়স্ক মহিলাকে আটক করে।
এ সময় ধৃত আসামির কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১৭ বোতল মদ উদ্ধার করা হয়।
ধৃত আসামি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন এর উত্তর মোহাম্মদপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরী আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ এক মহিলাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত আসামি মহিলা হওয়ার সুযোগে দীর্ঘদিন থেকে জাফলং এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Wednesday, 14 September 2022

মাদরাসা মারকাযুন নুর গাজীপুর এর উদ্যোগে ৭ সালা দস্তারবন্দী ইসলামী মহা সম্মেলন

মাদরাসা মারকাযুন নুর গাজীপুর এর উদ্যোগে ৭ সালা দস্তারবন্দী ইসলামী মহা সম্মেলন 
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 

আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার বাদ আসর রতন মিয়ার নতুন বাড়ি সংলগ্ন মাঠ, বটতলা রোড, মৃধা বাড়ি, বোর্ড বাজার,গাজীপুরে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। 
মোহাম্মদ শাহাজাদা মৃধা'র সভাপতিত্বে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন আল্লামা আব্দুল ওয়াহীদ কাসেমী দা: বা:, মুহতামিম, মুসলিম বাজার মাদ্রাসা, মীরপুর-১২ ঢাকা। আমন্ত্রিত আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন যথাক্রমে মারকাযুত তারবিয়াহ, বাংলাদেশ এর মুহতামিম, সুলতানুল ওয়ায়েজীনখ্যাত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দা: বা: জামিয়া তালিমিয়া ঢাকার মুহতামিম, খতিবুল উম্মাহখ্যাত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা), মুফতী ওয়ালীউল্লাহ দা: বা: (রামপুরা, ঢাকা), মুফতী উবাইদুর রহমান হুজাইফী হাফি. মুফতী আব্দুল্লাহ সালেহী হাফি, মুফতী আবিদ আল আহসান হাফি.। 

এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর ৩৫নং ওয়ার্ড, গাজীপুর সিটি। মাদরাসার পরিচালক, মুফতি রিজওয়ান রফিকী মাহফিল সফল করার সকলের প্রতি আহবান জানিয়েছেন।

Wednesday, 7 September 2022

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন কাতার প্রবাসী আজমল আলী

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন কাতার প্রবাসী আজমল আলী
 

  মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্ট (সিলেট):


সময়টা স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন কাতার প্রবাসী আজমল আলী। বুধবার দুপুরে সিলেটের জৈন্তাপুর থেকে হেলিকপ্টারে চড়ে বিকেলে কানাইঘাট থেকে কনে মোছাঃ কুলছুমা বেগমকে নিয়ে ফেরেন বর আজমল আলী।

জানা যায়, দুপুরে জৈন্তাপুরের (হরিপুর) শিকারখাঁ বরের বাড়ির পাশ্ববর্তী একটি মাঠ থেকে কনেকে আনতে হেলিকপ্টারে কানাইঘাটের নিজ চাউরা উত্তর কনের বাড়িতে  যান বর। বিকেলে কনেকে নিয়ে একই মাঠে অবতরণ করেন তিনি। এদিকে এ দম্পতিকে দেখতে ভিড় করেছেন শতাধিক উৎসুক মানুষ। ভিড় সামলাতে ও নিরাপত্তা দিতে কাজ করেছে পুলিশ।


পরিবার সূত্রে জানা যায়, আজমল আলী কাতার প্রবাসী। তিনি জৈন্তাপুর  উপজেলার (হরিপুর) শিকারখাঁ গ্রামের  বাসিন্দা মরহুম আলহাজ্ব আব্দুন নুর'র ছেলে।

এছাড়া কনে মোছাঃ কুলছুমা বেগম কানাইঘাট উপজেলার নিজ চাউরা উত্তর  গ্রামের সামছুল ইসলাম'র মেয়ে। 

বরের বড় ভাই আবু তালিব  বলেন, তারা যেন দাম্পত্য জীবনে সুখ-শান্তিতে কাটাতে পারে সে জন্য সবাই দোয়া করবেন। আমরা তার সফলতা কামনা করি।

জৈন্তাপুর  মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ  জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর আগে থেকেই পুলিশকে অবগত করেছিলেন বরের পক্ষ। তাই নিরাপত্তার জন্য মাঠে পুলিশ যায়।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...