Wednesday, 31 August 2022

ফরিদগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চরম স্বাস্থ্য ঝুকিতে পৌরবাসী

ফরিদগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চরম স্বাস্থ্য ঝুকিতে পৌরবাসী
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা -- প্রতিনিধি

ফরিদগঞ্জ পৌর সদরে প্রবেশের প্রায় সব গুলো সড়কেই অপরিকল্পিতভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। ফলে বর্তমানে ময়লা-আবর্জনার দুর্গন্ধ নিয়ে প্রবেশ করতে হয় পৌর শহরে। ১৮ বছর পূর্বে স্থাপিত এই পৌরসভায় এখন পর্যন্ত গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। পৌর শহরে প্রবেশের সবগুলো পথেই রাস্তার পাশে যত্রতত্র স্থানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। স্বাস্থ্য ঝুকিতে রয়েছে,সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজে পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থীরাসহ পৌরবাসী। ময়লার দুর্গন্ধে নাক চেপে শহরে ঢুকতে পথচারীদের। এই দুর্গন্ধ দিয়েই যেন স্বাগত জানানো হয় অফিসপাড়ায় ও পৌর শহরে আগতদের।
পৌর শহরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি পুকুর পরিপূর্ণ হয়েছে ময়লা আবর্জনায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন পার্শবর্তি রামগঞ্জ উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলার লোকজনসহ পৌর সদরে অফিসপাড়ায় মানুষ চলাচল করে। এ ছাড়াও সবগুলো ময়লার ভাগাড়ের পাশেই রয়েছে অসংখ্য মানুষের বসবাস। ময়লা-আবর্জনা অন্যত্র ফেলার জন্য বার বার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা।
পৌরসভা সূত্র জানা যায়, ২০০৫ সালে ফরিদগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯ দশমিক ৭৫ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় প্রায় ৫০ থেকে ৫৫ হাজার মানুষের বসবাস। ১৮ বছরের এই পৌরসভায় ২ বার ক্ষমতাশীন দলের মেয়র নির্বাচিত হলেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা তো দূরের কথা, নির্দিষ্ট ভাগাড় পর্যন্ত নির্মাণ হয়নি আজও। সব আবর্জনা ফেলা হচ্ছে শহরে প্রবেশের বিভিন্ন সড়কের পাশে।
বিগত ৫/৬ বছরেরও বেশি সময় ধরে পৌরশহরের আবর্জনা ফেলা হচ্ছে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে পৌর সদরে প্রবেশমুখে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পাশে। আর দক্ষিণ-পশ্চিম অংশের ময়লা ফেলা হচ্ছে পৌর এলাকার আরেক প্রবেশমুখ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থিত নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র সামনে, এতে ক্ষুণ্য হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নির্মিত এ ভবনটির সুন্দর্য। পশ্চিম-উত্তর অংশের ময়লা ফেলা হচ্ছে সনাতন ধর্মালম্বীদের মরদেহ দাহ করার স্থান মহাস্মসানের পাশে ডাকাতিয়া নদীতে, এতে দুঃষিত হচ্ছে নদীর পানি বিলুপ্তি হতে বসেছে নদীর মৎস্য সম্পাদ আশে-পাশের মানুষের দূর্ভোগ আছেই। উত্তর-পূর্ব অংশের ময়লা ফেলা হচ্ছে কেরোয়া ব্রীজের পাশ দিয়ে ডাকাতিয়া নদীতে।
স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ময়লার গন্ধে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করাই আমাদের দায় হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা হোসেন গাজী বলেন, এই ময়লার গন্ধে আমার বাড়িতে কোনো ভাড়াটিয়া পাই না। দুর্গন্ধে নিজেরাও থাকতে পারি না। নিজের বাড়ি ফেলে যেতে পারি না, তাই কষ্ট হলেও বসবাস করছি।
ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু সরকারি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করি। অনেক সময় আমাদের ভূমি আসে ময়লার এ স্থান দিয়ে আসা যাওয়া করার সময়। আমাদের দাবি পৌরসভা খুব দ্রুত এই ময়লা অন্যত্র সরিয়ে নিবে। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহাম্মেদ চৌধুরী বলেন, খোলা জায়গায় ময়লা ফেলা আইন পরিপন্থি কাজ। ফরিদগঞ্জ পৌরসভার যে পরিমাণ ময়লা খোলা জায়গায় ফেলা হচ্ছে এতে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস তৈরি হচ্ছে। যা মানব দেহের জন্য খুবই বিপজ্জনক। যে কোনো সময়ে আশে-পাশে বসবাসকারীদের বড় ধরনের রোগ বালাই হতে পারে।
ময়লা আবর্জনার পাশে বসবাসকারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা বলেন, আমাদের অফিসে আগত মৎস্য খামারিদেরসহ অফিস স্টাফদের অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে এ ময়লা আবর্জনার দূগর্ন্ধে। শুধু তাই নয় আমাদের ফিসারীর মাছের পোনারও অনেক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে বার বার পৌরকর্তৃকেপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল মান্নান পরান বলেন, বিষয়টি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। বর্তমানে আমরা ময়লা আবর্জ্যনা পুড়িয়ে ফেলছি, আমরা চেষ্টা চালাচ্ছি, জায়গা পেলে সেখানে ময়লা রি-সাইকেল করতে পারবো। 
এদিয়ে নিজ উপজেলার পৌর এলাকায় এমনটা জানতে পেরে স্থানীয়দের অনুরোধে ময়লার স্থান পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান।

Monday, 29 August 2022

ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদের ৩য় মৃত্যু বার্ষিকী আজ

ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদের ৩য় মৃত্যু বার্ষিকী আজ
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা -- প্রতিনিধি


ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বীর মক্তিযোদ্ধা আবদুল মমিন সাউদ’র ৩য় মৃত্যু বার্ষিকী আজ ৩০ আগস্ট মঙ্গলবার। 
জীবদ্দশায় তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাকাল থেকেই ছাত্র রাজনীতিতে অংশ নেন। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব স্বনামের সাথে পালন করেছেন, পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত নিজস্ব পতিষ্ঠিত ব্যবসা পরিচালনা করেছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের প্রবীণ এই নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুমের গ্রামের বাড়ী পৌর এলাকার নোয়াগাঁও সাউদ বাড়িতে পবিত্র কোরআন খতম ও মিরপুর জামে মসজিদসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে সকলকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত থাকার জন্য আহŸান জানিয়েছেন মরহুমের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব মাহবুব মোরশেদ।
উল্লেখ্য, ২০২০ খ্রি. এই দিনে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যু বরণ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Saturday, 27 August 2022

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল!!

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল!! 

মনজুর আলম জানান 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্র নায়ক ফারুক এমপি এর নির্দেশিত কার্যক্রমের অংশ হিসেবে 
ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাজারুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক চন্দন রেজা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সমন্বয়কারী  ও মূখপাত্র মোঃ আহসান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়কারী এম. এ মিলন মিয়ার নেতৃত্বে।মাননীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্টজন রাজপথের পরিচিত মুখ কেন্দ্রীয় নেত্রী শেখ মিলি, কেন্দ্রীয় সমন্বয়কারী ও সহসভাপতি মোঃ জায়েদুল হক, মোঃ মুজাহিদ আলী, মোঃ মোজাম্মেল হক সরদার, মোঃ ফিরোজ হোসেন, নাদিম মাহমুদ, মোঃ লিটন আক্তার পলাশ, মোঃ শাহিনুর রহমান মিলু, ডলি মোশাররফ,  জি এম নাছির উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন ভিপি পল, মোঃ শহীদ উল ইসলাম প্রিন্স, মোঃ আদনান নূর, সাংগঠনিক সম্পাদক প্রীতম আহমেদ বাবুল, অপরেশ দাস অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন কুমার রায়, মোঃ কবির মুন্সী ( নৌকা কবির), দপ্তর সম্পাদক উদয় শংকর বসাক, আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, ষর্থ সম্পাদক এড. আসমা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সৈয়দ মুত্তাকীম আলী, গণ যোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেসমিন সুলতানা, কৃষি ও সমবায় সম্পাদক জয় মাহমুদ রাজ,  আপায়ন সম্পাদক মোঃ আলীম ঢালী, কার্যকরী সদস্য সেবুল আহমেদ সাগর, মোঃ তুহিন, মাসুদ রানা, কেন্দ্রীয় উপদেষ্টা  মোঃ জাকির হোসেনসহ সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা,  গাজীপুর জেলা ও মহানগর, কুমিল্লা জেলা ও মহানগর, খুলনা জেলা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, রাজশাহী, যশোর, বাগেরহাট, ফরিদপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলার কয়েক শত নেতা কর্মী জাতির পিতার সমাধিসৌধ জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।  পরে জনাব আহসান সিদ্দিকী  শোক বইয়ে লিখেন- শোককে শক্তি রূপান্তর করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে যাবে। তিনি অক্লান্ত পরিশ্রম করে নেতাকর্মীরা অংশ গ্রহণ করায় এবং কর্মসূচিকে সফল করায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।কৃতজ্ঞতায় মোঃ আহসান সিদ্দিকী কেন্দ্রীয় সমন্বয়কারী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুখপাত্র- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

ফরিদগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা -- প্রতিনিধি

ফরিদগঞ্জে ব্যতিক্রমী আয়োজনের নানা কর্মসূচির মধ্যদিয়ে একঝাঁক উদ্যমী ও মেধাবী তরুণদের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈকিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশন’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির সদস্যরা। 
উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ মোহাম্মদীয়া জামে মসজিদের পাশে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (২৬ আগস্ট) হতে ৩দিন ব্যাপী এই কর্মসূচিতে অসহায় শিক্ষার্থীদের কোরআন শরীফ, প্রয়োজনীয় পোশাকসহ নানা শিক্ষা উপকরণ প্রদান, অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
সরকারি কর্মকর্তা ও স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে ও হাদিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. মহিন হোসেন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ খাঁন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক মো. নুর নবী আজাদ, ঢাকা থেকে আগত অভিজ্ঞ চক্ষু চিকিৎসক এসকে বাইজিদ হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ। 
এছাড়াও হাদিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. সজীব হোসেন,  সাধারণ সম্পাদক শামীম শাকিল,চাঁদপুর জেলা প্রধান মো. জাহিদ হাসান, সহকারি প্রধান জিহাদ হাসান, প্রচার সম্পাদক শামসুল ইসলাম রনি, চাঁদপুরজেলা শাখার সদস্য জুবায়ের মুন, মো. জাফর হোসেন, মো. আরিফুর রহমান, রুমানা রহমান, জান্নাত আক্তার, ঢাকা জেলার সদস্য মালিহা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হাদিয়া ফাউন্ডেশনের সাগঠনিক সূত্রে জানাগেছে, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে, যেমন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার বিতরণ, ঈদ উপহার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরছ যোগান, করোনা কালিন সময়ে সচেতনতা মূলক প্রচারণা, খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

ফরিদগঞ্জে শোক দিবস উপলক্ষে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আলোচনা সভা

ফরিদগঞ্জে শোক দিবস উপলক্ষে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আলোচনা সভা

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা - প্রতিনিধি


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৬ আগস্ট   শুক্রবার বিকেল ৫ ঘটিকায় রামদাসেরবাগ আরাধনা একাডেমির মাঠে আলোচনা সভা, দোয়া ও কোরআন শরীফ বিতরণ করা হয়। সাবেক ছাত্রনেতা রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতি ও সমাজ সেবক আমির আজম রেজা। তিনি তার বক্তব্যে বলেন 
বঙ্গবন্ধু আপদমস্তক একজন বাঙালী ছিলেন, বাঙালী জাতির মুক্তির ত্রাতা হিসেবে তিনি বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলো না। তিনি  শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী।আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু,  ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম খান, সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারুকী,উপজেলা আওমীলীগের  সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহীদ শাহীন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসেন শেখ মোহাম্মদ রাজন।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য রেজওয়ান আজম মুক্তি,নাজির হোসেন বাবুল,ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য কুসুম বেগম,ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম রুবেল, যুগ্মসাধারণ সম্পাদক রিয়াদ হোসেন,প্রচার সম্পাদক ইউছুফ বেপারী,যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন বেপারি,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যা,ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আতিক খান,ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক সাইফুল মিজিসহ ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ। 
উপস্থিত সকলে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন।

Thursday, 25 August 2022

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে বিএনপির এক বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে বিএনপির এক বিক্ষোভ সমাবেশ 

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা - প্রতিনিধি


 ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র একাংশের বিক্ষোভ ও সমাবেশ  সমাবেশ অনুষ্ঠিত।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয়  কর্মসুচির অংশ হিসাবে 
জ্বালানী তেল,পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, লোডশেডিং এবং
ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের নির্মম হত্যার প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক  সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদের উপস্থিতিতে  ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক  নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। পুলিশী বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

বড়লেখায় পরিবেশমন্ত্রী মহোদয়কে উপহার স্বরুপ নিসচার স্মারক গ্রন্থ প্রদান

বড়লেখায় পরিবেশমন্ত্রী মহোদয়কে উপহার স্বরুপ নিসচার স্মারক গ্রন্থ প্রদান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়কে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সদ্য প্রকাশিত স্মারক গ্রন্থ উপহার স্বরুপ প্রদান করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। 

বুধবার দিবাগত রাত ১২ ঘটিকায় বড়লেখা পৌর শহরের পাখিয়ালাস্থ মন্ত্রী মহোদয়ের নিজ বাসভবনে স্মারক গ্রন্থ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন, পৃষ্টপোষক শরফ উদ্দিন, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন দেব নাথ নিলু।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয় নিসচা বড়লেখা উপজেলা শাখা দেশ সেরা সংগঠনের কৃতিত্ব অর্জন করায় তিনি সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সড়ক দুর্ঘটনারোধে নিসচা বড়লেখা উপজেলা শাখার জনসচেতনতামূলক কর্যক্রমসহ স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং নিসচা বড়লেখা উপজেলা শাখার জনহিতকর সকল কার্যক্রমের প্রতি তাহার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...