Wednesday, 22 June 2022

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতিশ্রদ্ধা জানিয়ে শনিবার (১৮ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই সভা চলে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মো. নাছির উদ্দিন আহম্মেদ ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের  সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সাংসদ প্রকৌশলী ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী।
সভায় বক্তারা বলেন, অভ্যান্তরিন ক্রোন্দল ভুলে গিয়ে আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষকে সাথে নিয়ে ২০২৩ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা নিশ্চিত করতে হবে। সাংগঠনিক বিশৃঙ্খলাকারীদের হুশিয়ার করে বক্তারা আরো বলেন, সামনের দিন গুলোতে কোন গ্রুপি নয়, দলে স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করুন।  
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখছেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম,সহসভাপতি নুরুল ইসলাম মিয়াজি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.হারুনুর রশীদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটয়ারী, সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, প্রচার সম্পাদক  সুলতান আহমদ রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, কামাল হোসেন মিয়াজী,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক। পৌর আওয়ামী লীগের  সহসভাপতি মজিবুর রহমান পাটওয়ারী।

গলাচিপায় কৃষক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা

গলাচিপায় কৃষক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা 


মিঠুন পাল, (পটুয়াখালী) প্রতিনিধি 

"কৃষক বাঁচাও - দেশ বাঁচাও" এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ইউনিয়ন ও পৌর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার সকাল ১০ টায় বাংলাদেশ কৃষক লীগ গলাচিপা উপজেলা শাখা আহ্বায়ক কমিটির আয়োজনে উপজেলা আওয়ামী লীগ অফিস কক্ষে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় নতুন করে প্রাথমিক সদস্য সংগ্রহ শুরু করা হয়। কৃষক লীগের উপজেলা আহ্বায়ক মসিউল ইসলাম রুবেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.ফিরোজ আহম্মেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো,উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.মোফাজ্জল হোসেন মাসুদ,উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সমির দেবনাথ,ও সহ দপ্তর সম্পাদক মো.সাহিন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ অংঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাবেক কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্য বৃন্দ। পরে আওয়ামী লীগ সভাপতি সন্তোষ দে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। 

##
মিঠুন পাল , পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে। ২১ জুন (মঙ্গলবার) ফরিদগঞ্জের ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল। 
এসময় তিনি বলেন, আমরা সামনের সারিতে বসা প্রায় সকলে শিক্ষা জীবনে পার করে জীবনে পরিচালনার জন্য এক পর্যায়ে এসেছি৷ আমরা একটা পর্যায়ে পৌঁছানো পর যারা সমাজ সংস্থারে কাজ করে তাদেরকে যদি ভুলে যাই তবে জীবনের কোন অর্থই থাকবে নাহ্। আমরা সুখে থেকে আমাদের পাশ্ববর্তী মানুষগুলো যদি কষ্টে কাটাতে হয় তবে সেটি প্রকৃত ভালো থাকা নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থার জন্য যে কাজটা করা দরকার আইডিয়াল সমাজ সেনা ফাউন্ডেশনের এরা সেই কাজটুকুই করছে, সমাজের বৃত্তবান ও জনপ্রতিনিধিদের উচিত এদের পাশে দাড়ানো, সমাজের মানুষের  পাশে দাড়ানোই আমাদের জীবনের সার্থকতা।

এর আগে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদের সভাপতিত্বে ও  সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: গিয়াস উদ্দিন খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাজান মিয়া, প্রিয় চাঁদপুর অনলাইন পোর্টালের সম্পাদক ও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত। 
  
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকির কেক কাটার পর্ব সম্পন্ন করেন।  সংগঠনের সদস্যাদের মধ্যে সর্বোচ্ছো রক্তদাতা হিসেবে সংবর্ধিত করা হয় নাঈম চৌধুরী কে এবং সংগঠনটির নিয়মিত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করায় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের কৃতজ্ঞতা স্মারক তুলে দেন৷ এরপর সংগঠনটির পক্ষ থেকে স্কুল পড়ুয়া ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকির দুই পর্বের প্রথম পর্বে এদিন সকালে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে তিন শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণনয় করা হয়, রক্তের গ্রুপ নির্ণনয় কার্যক্রম পরিচালনা করেন মেহেদি হাসান রাসেল, রক্তের গ্রুপ নির্ণন পর্বে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ এবং এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি, সহকারী শিক্ষক মজিবুর রহমান। 

উল্লেখ্য ফরিদগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের তৃনমুলের মানুষদের সেবার মহতি প্রয়াসে ২০১৯ সালের খাজুরিয়া বহুমুখী উচ্চ  বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠা আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার পর থেকে ভিন্ন সময়ে  শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রি বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিনা মূল্যে রক্তের গ্রুফ নির্নয়, রক্তদান, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ সহ করোনাকালীন সময়ে সংগঠনটি সোচ্ছাসেবীরা জীবন বাজি রেখে কয়েক ধাপে সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া,মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিপলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পাইন,জরুরী মহুর্তে ত্রাণ সামগ্রি পৌঁছে দেন।

বড়লেখায় নিসচা উদ্যোগে বর্ন্যাতদের মাঝে মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণ

বড়লেখায় নিসচা উদ্যোগে বর্ন্যাতদের মাঝে মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণ 

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও বড়লেখা পৌর শহরের নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের সৌজন্যে দৌলতপুর পরগনাহী সিনিয়র আলিম মাদ্রাসায় বর্ন্যাতদের আশ্রয় কেন্দ্রে মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২২ জুন) সন্ধ্যা ৬ ঘটিকায় বর্ন্যাতদের আশ্রয় কেন্দ্রে মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সিনিয়র ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসাইন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, ইয়ুথ এইড অর্গানাইজেশনের সহ-সভাপতি আব্দুল আলিম প্রমুখ। 

এসময় আশ্রয় কেন্দ্রে ৫০টি কাঁঠাল ও এক বস্তা মুড়ি প্রদান করা হয়।

বিঃদ্রঃ- নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নিদের্শনানুযায়ী আগামী ৫ দিনের মধ্যে বড়লেখা উপজেলার পানি বন্দি বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে 
খাদ্য সামগ্রী বিতরণ, মৌসুমী ফল ও শুকনো খাবার এবং দু'বেলা খাবার বিতরণ চলমান থাকবে। এছাড়াও ২৭ মে নিসচার উদ্যোগে ১শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ২১ জুন ২০টি পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে ২০ হাজার টাক আর্থিক অনুদান প্রদান ও ২২ জুন বর্ন্যাত আশ্রয় কেন্দ্রে মৌসুমী ফল এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

Friday, 17 June 2022

কয়েক দিনের একাধিক টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা

কয়েক দিনের একাধিক টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা

মোঃ নিজাম উদ্দিন ‌সিলেট প্রতিনিধিঃ


সিলেট বিভাগে ভারতের পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে ঘরবাড়ি তলিয়ে জনজীবনে অচলবস্থা নেমে এসেছে। গরু-ছাগল ভেসে গেছে। বিদ্যুৎ লাইন পানি ছুঁইছুই। নদীপাড়ের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে চোখের সামনেই। ঐতিহ্যবাহী সিলেটের মানুষের মাঝে এখন অনেকটা হাহাকার চলছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের মানুষেরা এ বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ। মহান রাব্বুল আলামিন সিলেটবাসিকে হেফাজত করুন। 

পাশাপাশি এখনই, ধর্নাঢ্য ব্যক্তি/ প্রতিষ্ঠানকে সাধ্যমত সহায়তা নিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।

 ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার বানভাসিদের সেবায় সেনাবাহিনী পাঠিয়েছেন। সেনাবাহিনী বানভাসিদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন; আজ জুম্মাবাদ দেশের বিভিন্ন মসজিদে বানভাসিদের জন্য দোয়া করা হয়েছে।

পাঁচ গ্রামের এক মাত্র ভরষা, সংস্কারের অভাবে জনজীবন বিপর্যয় !

পাঁচ গ্রামের এক মাত্র ভরষা, সংস্কারের অভাবে জনজীবন বিপর্যয় ! 


মিঠুন পাল পটুয়াখালী প্রতিদিন। 


পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের আয়রন ব্রিজটি ফাটল ও ভিন্ন ভাঙ্গনে চূর্ণন বিচর্ণ হয়ে ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে । ব্রিজটির উপর দিয়ে প্রতি নিয়ত চার গ্রামের প্রায় তিন থেকে চার হাজার মানুষ এবং কয়েক কৃষি নির্ভর  শত গরু মহিষ চলাচল করে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী এই ব্রিজটি দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে কমল মতি শিশু থেকে বৃদ্ধা মানুষ। 


তথ্য সূত্রে জানা গেছে স্থানীয় সরকার অধিদপ্তর প্রকৌশলী এলজিইডি কর্তৃপক্ষ ১৯৯৯ -২০০০ সালের অর্থ বছরে আয়রোণ ব্রীজটি নির্মাণ করছিলো। এ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যেবর্তী চর সুহরী সঃ প্রাঃ বিদ্যালয় ও মোল্লা বাড়ি সরকারী কমিউনিটি ক্লিনিক ঐ ব্রিজটি দিয়ে স্কুল ও হাসপাতাল এবং পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায় দূর্ঘটনার শিকার হচ্ছেন। চর সুহরী সুহরী চর হরিদেবপুর কিসমত হরিদেবপুর সুহরী নিজ চর এই পাঁচ গ্রামের লোকের চলাচলের একমাত্র ভরষা এ ব্রিজটি। চর সুহরী গ্রামের স্থানীয় বাসিন্দা ও সামাজ কর্মী মোঃ তালেব প্যাদা বলেন ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে সড়কের হালকা মটর যানবাহন, অটো রিক্সা, মটর সাইকেল সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরী কোথাও যাওয়া আসা এবং গর্ভবতী নারীদের ও রোগী বহন করা এখন খুবই কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে।  ব্রিজটির এখন এমন অবস্থা হেটে পার হওয়াটাও খুবই কষ্টকর। যে কোন মূহর্তে ঘটে যেতে পারে এক অনাকাঙ্কিত ঘটনা।

১ নং ওয়ার্ডের ইউ পি, সদস্য মোঃ দুলাল প্যাদা বলেন আমার এলাকার রাস্তা ঘাটের মাটির কাজ করেছি এবং হাসপাতাল ও সঃ প্রাঃ বিদ্যালয়ে এর মাঝখানে ভাংঙ্গা ও জরজীর্ন একটি ব্রিজ এই ব্রিজটি যদি অতি তারাতারি নির্মান করা হলে এলাকাবাসীর চলাচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সু-দৃষ্টি কামনা করছি। তী নাহলে যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।

এ বিষয়ে গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার বলেন এ ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মানের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সংঙ্গে যোগাযোগ করেছি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারনে এই এলাকার প্রায় পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে। 

গলাচিপা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, গ্রামীণ উন্নয়নে ধারাবাহিক কাজ করছে (এজিইডি) এছাড়া আশা করছি ঝুঁকি পূর্ণ ব্রীজটির বিষয়ে জরুরী ভাবে কাজ হবে।

##

মিঠুন পাল পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাট্যজন শহীদ-উল ইসলাম প্রিন্স

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাট্যজন শহীদ-উল ইসলাম প্রিন্স

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিশিষ্ট নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।

গত ১০ জুন জোটের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও মূপাত্র মোঃ আহসান সিদ্দিকী এবং সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এম.এ মিলন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স ১৯৯০ খ্রী. থেকে নাট্য, সাংস্কৃতিক, সাহিত্য ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯২ সাথে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক এবং পরবর্তীতে একটানা ১০ বছর সাধারণ সম্পাদক ও কুলাউড়া ডিগ্রী কলেজ ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিঁনি সিলেটের ডাক, সাপ্তাহিক পাতাকুঁডির দেশ, কুলাউড়ার ডাক, মনুবার্তা এবং কুলাউড়ার ঠিকানা পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করার পাশাপাশি বিভিন্ন দেয়ালিকা ও পত্রিকায় গল্প, কৌতুক, নাটক, ছড়া ও কবিতা লিখেছেন এবং এখনোও লিখে যাচ্ছেন।

এছাড়াও তিঁনি ছোটবেলা থেকেই মঞ্চ ও টিভি নাটকের সাথে জড়িত। ইতিমধ্যে নাট্য রচনা, পরিচালনা ও অভিনয়ে দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছেন।

এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিঁনি বলেন, ছোটবেলায় পিতার কাছ থেকে বঙ্গবন্ধু এবং কুলাউড়ার মাটি ও গণমানুষের নেতা সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার’র গুণের কথা শুনে নবম শ্রেণীতে পড়াবস্থায় জাতির জনকের আদর্শকে লালন করে ছাত্রলীগের রাজনীতিতে নাম লিখিয়েছিলাম। সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার ‘র সাথে ছিলো আমার পিতার গভীর সখ্যতা। তিনি বলেন আমি এ দায়িত্ব পেয়ে ছোটবেলায় আমার পিতার দেয়া সে-ই উপদেশ স্মৃতির পাতায় ভেঁসে বেড়াচ্ছে। আমার এ প্রাপ্তি আমার পিতাকে উৎসর্গ করলাম।যতদিন বেঁচে থাকবো। ততদিন বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে বুকে ধারণ করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে কাজ করে যাবো। আমাকে এ দায়িত্ব অর্পন করায় জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এমপি মহোদয়, কেন্দ্রীয় সমন্বয়ক ও মূখপাত্র মোঃ আহসান সিদ্দিকী, সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এম.এ মিলন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক এইচ.আর শাকিল ভাইসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...