Tuesday, 31 May 2022

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটিতে মোঃ নিজাম উদ্দিন  ভাইকে সহকারী সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর  সম্মানিত চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সেই সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সকল সাংবাদিকদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা।

শুভেচ্ছান্তে ঃ
জিবি  টিভি

গলাচিপায় আনসার ও ভি, ডি, পি ২০২২ বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

গলাচিপায় আনসার ও ভি, ডি, পি ২০২২ বার্ষিক সমাবেশ  অনুষ্ঠিত 


মিঠুন পাল  (পটুয়াখালী) প্রতিনিধি। 


সততা পরায়নতায় অবিচল থেকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার গলাচিপা উপজেলা ব্যাপী বার্ষিক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য 
পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মো. আবু সোলায়মান এ কথা বলেন। উপজেলা অফিসার্স ক্লাবে বেলা ১১টায় সকল আনসার দলনেতা, সদস্য, দলনেত্রী সদস্য ও ইউনিট সদস্যরা সার্বিক সমাবেশে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা 
অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। এছাড়া সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল ও মিঠুন পাল  সহ বিভিন্ন গণমাধ্যম বৃন্দরাও উপস্থিত ছিলেন।

এর পূর্বে  সমাবেশ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, গ্রাম মহল্লার সার্বিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসকারীদের বিরুদ্ধে প্রশাসনের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে চলছে। এছাড়া নির্বাচন থেকে, বিভিন্ন দূর্যোগে এই বাহিনী রাষ্ট্রের সহযোগিতা করে সুনাম অর্জন করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভি,ডি,পি কর্মকর্তা মো. সুমন হাওলাদার।



বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ

বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ 


মিঠুন পাল, পটুয়াখালী প্রতিনিধি। 



গলাচিপায় বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। ৩১ মে সোমবার বেলা বারোটার দিকে উপজেলা সিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গণে মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী এর সঞ্চালনায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশিষ কুমার এর সভাপতিত্ব প্রধান অতিথি থেকে ২০ জন সুফলভোগীদের মাঝেঁ বকনা বাছুর বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন শাহ্।  বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর,  গলাচিপা, পটুয়াখালী। এসময়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাব গলাচিপা সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, মিঠুন চন্দ্র পাল, এছাড়া উপজেলা মৎস্য লীগের সভাপতি মোঃ নুরু ইসলাম ( ধলা মাঝি) সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের পাশে থেকে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। তার'ই ধারাবাহিতায় উপকূলীয় জেলেদের জীবন মান উন্নয়নে জেলেদের মাঝেঁ চাল বিরতণ, দুস্থ্য জেলেদের মাঝেঁ " নিরাপদে মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ " স্লোগানে ২০২১- ২২ অর্থ বছরে "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প " এর আওতায় সুফলভোগীদের জেলেদের মাঝেঁ বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর)  বিতরণের ব্যবস্থা করেছেন। একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। তাই সকলকে একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশে থাকার আহবান জানান।

Monday, 30 May 2022

গলাচিপায় নব-নির্বাচিত ইউপি সদস্য গণের অবহিত করণ প্রশিক্ষণ

গলাচিপায় নব-নির্বাচিত ইউপি সদস্য গণের অবহিত করণ প্রশিক্ষণ


মিঠুন পাল, (পটুয়াখালী) প্রতিনিধি। 


 ইউনিয়ন পরিষদ কে শক্তিশালী ও সদস্য সদস্যদেরকে ইউনিয়ন পরিষদের নানাবিধ উন্নয়ন কার্যক্রম এবং সরকারের নির্দেশনা নিতীমালা বাস্তবায়নের  লক্ষে উপজেলার ১২টি ইউনিয়নের নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য গণের উপস্থিতিতে ৩০ মে থেকে ১লা জুন/২২ পর্যন্ত তিন দিন ব্যাপি অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর, মৎস্য, সমাজসেবা, স্বাস্থ্য, কৃষি সহ সকল দপ্তরের কর্মকর্তারা দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এস, আই, এল, জি) আয়োজনে এবং উপজেলা প্রশাসনের  বাস্তবায়নে অবহিতকরন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি বলেন, তৃণমূলে জন সাধারণের সকল উন্নয়ন কর্মকান্ড ও সেবা প্রদানে এই প্রশিক্ষণ জন প্রতিনিধিদের জন্য অতিব গুরুত্বপূর্ন, তিনি সকলকে প্রশিক্ষণের বিষয়ে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের আহবান জানান।

Sunday, 29 May 2022

গলাচিপায় হত্যা মামলার আসামী সহ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার-১০

গলাচিপায় হত্যা মামলার আসামী সহ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার-১০ 


মিঠুন পাল , (পটুয়াখালী) প্রতিনিধি ।

পটুয়াখালীর গলাচিপায় হত্যা মামলার আসামী সহ জি আর ও নন জিআর ওয়ারেন্ট ভুক্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করেছেন গলাচিপা থানা পুলিশ। 


সংশ্লিষ্ট থানা সূত্রে জানাযায় গলাচিপা উপজেলার  চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া এলাকা  থেকে পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আতিকুল ইসলাম এর নেতৃত্বে সক্রিয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে ২৪(৪)২০ নং হত্যা মামলার আসামী জাহানারা বেগম (৪০)কে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেন গলাচিপা থানা পুলিশ।এছাড়াও গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ও বলইবুনিয়া এলাকা থেকে এস আই মৃণাল, এস আই সুকন্ঠ, এস আই কামরুল,এ এস আই দিবাকর দাস,এ এস আই সুধন সহ ১০ জনের চৌকস ফোর্স নিয়ে গভীর রাতে বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত জি আর ও নন জি আর মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করেন গলাচিপা থানা পুলিশ। আসামী, নজরুল (২৮), আল আমিন (২৮), ইউসুফ চৌকিদার (৩৮), মোতাহার চৌকিদার (৩৫), আঃ আজিজ সিকদার (৬০), হাবিল চৌকিদার (৪৫), সবুজ চৌকিদার (৩৫), আলতাফ চৌকিদার (৫৬), নিজাম মৃধা। আসামীদের গ্রেফতার করে সকলকে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন শুক্রবার গভীর রাত থেকে বিশেষ অভিযান চালিয়ে গলাচিপা থানা পুলিশ আসামীদের ধরতে সক্ষম হয়েছি এবং আমরা আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোফার্দ করে

শেষ হলো নিসচার মহাসমাবেশ; দেশ সেরা সংগঠন বড়লেখা উপজেলা

শেষ হলো নিসচার মহাসমাবেশ; দেশ সেরা সংগঠন বড়লেখা উপজেলা 

নানান আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো নিরাপদ সড়ক চাই নিসচা'র ৯ম জাতীয় মহাসমাবেশ। উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের সম্মাননা স্মারক অর্জন করে মৌলভীবাজার জেলার নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। 

গতকাল শনিবার রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিসচার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে ঢাকা শহরের ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে। পেট্রোলপাম্পে হেলমেট বিহীন আরোহীদের কাছে তেল বিক্রি বন্ধ রাখা হবে। এতে সচেতনতা বৃদ্ধি হবে ও হেলমেট পরিধানের প্রবণতা বাড়বে। সেদিকেও আমরা নজরদারি রাখবো।

তিনি আরোও বলেন, আমরা উদ্যোগ নিচ্ছি ঢাকাকে নিরাপদ শহর করার জন্য। আমরা যদি এটা পারি, এরপর চট্টগ্রাম ও রাজশাহীকে করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এতে আমরা বিশেষ করে ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ সবকিছুতেই সুবিধা পাবো।

তিনি বলেন, নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। আমাদের সিট বেল্ট ব্যবহার এবং সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই সেটি করি না। আমাদের আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। আইন অমান্য করলে পুলিশ দিয়ে জেলখানায় ভরলাম, জরিমানা করলাম, তার চেয়ে বেশি দরকার আমাদের সবার সচেতনতা। আমরা যদি সচেতন হই, যদি আইন মেনে চলি, যদি বাস্তবতার নিরিখে কাজ করি, তবেই সফলতা আসবে এবং অবশ্যই আমরা তা পারবো। আর সবাই সচেতন হলে দুর্ঘটনা ও মৃত্যুহার কমবে।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশ, আমাদের মানুষ। তাই আমাদের সড়ক আইন মেনে চলতে হবে। সেজন্যই ঢাকার বাইরে অনেকগুলো শাখা করেছি, যেন তারা সবাই নিজ নিজ এলাকার সড়ক নিরাপদ রাখতে পারে। আমরা চাই সড়ক দুর্ঘটনায় নিজেকে  সবসময় আগে দেখতে হবে, পরিবর্তন হতে হবে। মূল কাজটা আমাদেরই করতে হবে। তাই সবাই মিলে প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। পরে সড়ক দুর্ঘটনা রোধে জনস্বার্থে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতাবৃদ্ধি ও সামাজিক-মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে দেশ সেরা বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

মহাসমাবেশে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাইয়ের ১১১টি সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান।

ফরিদগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টারের ১০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টারের ১০ হাজার টাকা জরিমানা 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়  বৈধ কাগজপত্র না থাকায় ২টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও  সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ মে  রবিবার বিকেল  উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা'র নেতৃত্বে পৌর শহরে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স না  থাকায় আল - হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারের ৫ হাজার টাকা ও রূপসা ডায়াগনস্টিক সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং মোবাইল কোর্ট এর খবর পেয়ে রূপসা বাজারে মুনমুন ডায়াগনস্টিক সেন্টার ও খাজুরিয়া বাজারের  লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারের লোকজন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান ও মেডিকেল অফিসার মামুন হোসেনসহ পুলিশ, আনসার সদস্যবৃন্দ। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...