Friday, 17 June 2022

কয়েক দিনের একাধিক টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা

কয়েক দিনের একাধিক টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা

মোঃ নিজাম উদ্দিন ‌সিলেট প্রতিনিধিঃ


সিলেট বিভাগে ভারতের পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে ঘরবাড়ি তলিয়ে জনজীবনে অচলবস্থা নেমে এসেছে। গরু-ছাগল ভেসে গেছে। বিদ্যুৎ লাইন পানি ছুঁইছুই। নদীপাড়ের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে চোখের সামনেই। ঐতিহ্যবাহী সিলেটের মানুষের মাঝে এখন অনেকটা হাহাকার চলছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের মানুষেরা এ বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ। মহান রাব্বুল আলামিন সিলেটবাসিকে হেফাজত করুন। 

পাশাপাশি এখনই, ধর্নাঢ্য ব্যক্তি/ প্রতিষ্ঠানকে সাধ্যমত সহায়তা নিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।

 ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার বানভাসিদের সেবায় সেনাবাহিনী পাঠিয়েছেন। সেনাবাহিনী বানভাসিদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন; আজ জুম্মাবাদ দেশের বিভিন্ন মসজিদে বানভাসিদের জন্য দোয়া করা হয়েছে।

পাঁচ গ্রামের এক মাত্র ভরষা, সংস্কারের অভাবে জনজীবন বিপর্যয় !

পাঁচ গ্রামের এক মাত্র ভরষা, সংস্কারের অভাবে জনজীবন বিপর্যয় ! 


মিঠুন পাল পটুয়াখালী প্রতিদিন। 


পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের আয়রন ব্রিজটি ফাটল ও ভিন্ন ভাঙ্গনে চূর্ণন বিচর্ণ হয়ে ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে । ব্রিজটির উপর দিয়ে প্রতি নিয়ত চার গ্রামের প্রায় তিন থেকে চার হাজার মানুষ এবং কয়েক কৃষি নির্ভর  শত গরু মহিষ চলাচল করে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী এই ব্রিজটি দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে কমল মতি শিশু থেকে বৃদ্ধা মানুষ। 


তথ্য সূত্রে জানা গেছে স্থানীয় সরকার অধিদপ্তর প্রকৌশলী এলজিইডি কর্তৃপক্ষ ১৯৯৯ -২০০০ সালের অর্থ বছরে আয়রোণ ব্রীজটি নির্মাণ করছিলো। এ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যেবর্তী চর সুহরী সঃ প্রাঃ বিদ্যালয় ও মোল্লা বাড়ি সরকারী কমিউনিটি ক্লিনিক ঐ ব্রিজটি দিয়ে স্কুল ও হাসপাতাল এবং পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায় দূর্ঘটনার শিকার হচ্ছেন। চর সুহরী সুহরী চর হরিদেবপুর কিসমত হরিদেবপুর সুহরী নিজ চর এই পাঁচ গ্রামের লোকের চলাচলের একমাত্র ভরষা এ ব্রিজটি। চর সুহরী গ্রামের স্থানীয় বাসিন্দা ও সামাজ কর্মী মোঃ তালেব প্যাদা বলেন ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে সড়কের হালকা মটর যানবাহন, অটো রিক্সা, মটর সাইকেল সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরী কোথাও যাওয়া আসা এবং গর্ভবতী নারীদের ও রোগী বহন করা এখন খুবই কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে।  ব্রিজটির এখন এমন অবস্থা হেটে পার হওয়াটাও খুবই কষ্টকর। যে কোন মূহর্তে ঘটে যেতে পারে এক অনাকাঙ্কিত ঘটনা।

১ নং ওয়ার্ডের ইউ পি, সদস্য মোঃ দুলাল প্যাদা বলেন আমার এলাকার রাস্তা ঘাটের মাটির কাজ করেছি এবং হাসপাতাল ও সঃ প্রাঃ বিদ্যালয়ে এর মাঝখানে ভাংঙ্গা ও জরজীর্ন একটি ব্রিজ এই ব্রিজটি যদি অতি তারাতারি নির্মান করা হলে এলাকাবাসীর চলাচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সু-দৃষ্টি কামনা করছি। তী নাহলে যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।

এ বিষয়ে গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার বলেন এ ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মানের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সংঙ্গে যোগাযোগ করেছি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারনে এই এলাকার প্রায় পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে। 

গলাচিপা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, গ্রামীণ উন্নয়নে ধারাবাহিক কাজ করছে (এজিইডি) এছাড়া আশা করছি ঝুঁকি পূর্ণ ব্রীজটির বিষয়ে জরুরী ভাবে কাজ হবে।

##

মিঠুন পাল পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাট্যজন শহীদ-উল ইসলাম প্রিন্স

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাট্যজন শহীদ-উল ইসলাম প্রিন্স

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিশিষ্ট নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।

গত ১০ জুন জোটের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও মূপাত্র মোঃ আহসান সিদ্দিকী এবং সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এম.এ মিলন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স ১৯৯০ খ্রী. থেকে নাট্য, সাংস্কৃতিক, সাহিত্য ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯২ সাথে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক এবং পরবর্তীতে একটানা ১০ বছর সাধারণ সম্পাদক ও কুলাউড়া ডিগ্রী কলেজ ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিঁনি সিলেটের ডাক, সাপ্তাহিক পাতাকুঁডির দেশ, কুলাউড়ার ডাক, মনুবার্তা এবং কুলাউড়ার ঠিকানা পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করার পাশাপাশি বিভিন্ন দেয়ালিকা ও পত্রিকায় গল্প, কৌতুক, নাটক, ছড়া ও কবিতা লিখেছেন এবং এখনোও লিখে যাচ্ছেন।

এছাড়াও তিঁনি ছোটবেলা থেকেই মঞ্চ ও টিভি নাটকের সাথে জড়িত। ইতিমধ্যে নাট্য রচনা, পরিচালনা ও অভিনয়ে দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছেন।

এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিঁনি বলেন, ছোটবেলায় পিতার কাছ থেকে বঙ্গবন্ধু এবং কুলাউড়ার মাটি ও গণমানুষের নেতা সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার’র গুণের কথা শুনে নবম শ্রেণীতে পড়াবস্থায় জাতির জনকের আদর্শকে লালন করে ছাত্রলীগের রাজনীতিতে নাম লিখিয়েছিলাম। সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার ‘র সাথে ছিলো আমার পিতার গভীর সখ্যতা। তিনি বলেন আমি এ দায়িত্ব পেয়ে ছোটবেলায় আমার পিতার দেয়া সে-ই উপদেশ স্মৃতির পাতায় ভেঁসে বেড়াচ্ছে। আমার এ প্রাপ্তি আমার পিতাকে উৎসর্গ করলাম।যতদিন বেঁচে থাকবো। ততদিন বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে বুকে ধারণ করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে কাজ করে যাবো। আমাকে এ দায়িত্ব অর্পন করায় জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এমপি মহোদয়, কেন্দ্রীয় সমন্বয়ক ও মূখপাত্র মোঃ আহসান সিদ্দিকী, সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এম.এ মিলন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক এইচ.আর শাকিল ভাইসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জে গাবগাছ থেকে পড়ে মো. জিয়াউর রহমান (২৬) নামে এক দিন মজুর যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ১৬ নং রূপসা ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে ১৫ জুন বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিয়াউর রহমান ওই গ্রামের বেপারী বাড়ি’র হাসান আলী’র ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানাগেছে, জিয়াউর রহমান ঘটনারদিন সকালে নিজের পরিবারের প্রয়োজনে গাছের শুকনা ডাল সংগ্রহ করতে গাছে উঠে। এসময় হঠাৎ করে গাছ থেকে পড়ে যায় সে। পরবর্তিতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে’র আবাসিক চিকিৎসক ডাক্তার মোমো জানান, জিয়াউর রহমান নামে ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি, ধারনা করা হচ্ছে তাকে হাসপাতালে আনার বেশ কিছুক্ষন আগেই মারাগেছে তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, জিয়াউর রহমান নিজেদের গাছের থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটে কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে অত্র উপজেলায় ৪র্থ বারের মতো সৃষ্ট বন্যা বিপদ সীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে।

সিলেটে  কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে অত্র উপজেলায় ৪র্থ বারের মতো সৃষ্ট বন্যা  বিপদ সীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। 


 গোয়াইনঘাট (‌সিলেট) সংবাদদাতাঃ
সিলেটে কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাত হওয়ায়  সারি ও পিয়াইন ডাউকি নদীসহ  গোয়াইনঘাটের অন্যান্য নদীর পানি বিপদ সীমারজ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গোয়াইনঘাটবাসীকে ভীত না হয়ে সতর্ক থাকার আহবান করছি, ইতোমধ্যে নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ী এলাকায় ১ জন নিখোঁজ ও ১ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে তাই বজ্রপাত থেকে নিরাপদ থাকার আহবান জানাচ্ছি।

ইতোমধ্যে বন্যার সার্বিক অবস্থা জেলা প্রশাসকসহ মাননীয় মন্ত্রী মহোদয়কে তাৎক্ষনিক অবহিত করা হচ্ছে এবং এরই পরিপ্রেক্ষিতে অত্র উপজেলায় জেলা প্রশাসক হতে পর্যাপ্ত বরাদ্দ মজুদ রাখা হয়েছে। আবহাওয়ার সার্বিক অবস্থা  একটু উন্নতি হলে  উপজেলার ১২ টি ইউনিয়নে ত্রাণ তৎপরতা চালু হবে।

উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পর্যাপ্ত সংখ্যক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে কারো বসতবাড়িতে পানি উঠলে বা থাকার সমস্যা হলে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করতে পারেন।

উল্লেখ্য যে, যেসব আশ্রয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্টিত হবে ঐ সকল আশ্রয়য়ম ত কেন্দ্রগুলিতে না যাওয়ার জন্য অনুরোধ করা হলো।
ধৈর্যসহকারে সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

গলাচিপা পৌর শহরে ফায়ার সার্ভিসের মহরা ও অগ্নি-নির্বাপক বিষয়ে জনসচেতনতা

গলাচিপা পৌর শহরে ফায়ার সার্ভিসের মহরা ও অগ্নি-নির্বাপক বিষয়ে জনসচেতনতা


মিঠুন পাল,পটুয়াখালী প্রতিনিধি 


আগুন মানে ধংস, জীবন হানিসহ সম্পদ রক্ষার্থে গলাচিপা (সিভিল ডিফেন্স) ফায়ার সার্ভিস কর্মরত প্রনিধিদের গতকাল বুধবার গলাচিপা পৌর মঞ্চের সামনে বাড়ি ঘরে গ্যাস সিলিন্ডারে অগ্নিপাত ঘটলে ফি প্রক্রিয়া তা নিরমন করা এবং বিপদাপন্ন থেকে জীবন সম্পদ রক্ষা করা যায়, সে ব্যাপারে কারিগরি ভাবে অক্সিজেন সহ নানা উপরণ দিয়ে জনসাধারন, ব্যবসায়ীদের উদ্যেশ্যে এক মহরা অনুষ্ঠিত হয়। মহরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা চেয়ারম্যান জননেতা মু.শাহীন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস দত্ত প্রমুখ। 

মহরা অনুষ্ঠানে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন, মো. রিয়াজ, হিরণসহ পুলিশ বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এই মহরায় জনসচেতনতা ভালো ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ মহল মনে করে। 


##

মিঠুন পাল,পটুয়াখালী প্রতিনিধি। 

০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী’র ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী’র ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 


গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালায় ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান।

তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ অনুসরণ করে এদেশের মানুষের কল্যাণে একের পর এক ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে এই দশটি বিশেষ উদ্যোগ। এই উদ্যোগগুলোর কল্যাণে আজ আমরা সারাবিশে^র অর্থনৈতিক দুরাবস্থার মধ্যেও কিছুটা হলেও ভাল রয়েছি। করোনাকালে সারাবিশ্ব যখন ধুঁকছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণে আমরা বিশে^র অনেক প্রতিষ্ঠিত দেশের চেয়ে ভাল অবস্থান রয়েছি। আজ নারীর ক্ষমতায়নের কারণেই উপজেলা, জেলা পর্যায়ে নারীরা সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত । কারণে এদেশের উন্নয়নের পুরুষের পাশাপশি নারীদের ভুমিকা রাখতেই প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ। তিনি বলেন, রাজণীতির মাঠে পক্ষ বিপক্ষ থাকতেই পারে। কিন্তু এদেশের নাগরিক তথা বাঙ্গালি হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর এই ভাল উদ্যোগগুলোকে অবশ্যই সমর্থন করা উচিত। একই সাথে তৃণমূলে ছড়িয়ে দেয়া প্রয়োজন। এক সময়ে বিদ্যুৎ নিয়ে নানা কল্প কাহিনী শুনেছি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা সমালোচনাকারীদের দেখিয়ে দিয়েছেন, উদ্যোগ এবং সাহস থাকলে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব।

মুখ্য আলোচক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোছাম্মদৎ রাশেদা আক্তার। তিনি প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ যথ্রাক্রমে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ প্রকল্প-২, শিক্ষা সহয়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, বিনিয়োগ পরিবেশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও সবার জন্য বিদ্যু বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
এটিও বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মাজুদা বেগম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মামুনুর রশিদ এবং প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...